ETV Bharat / bharat

Priest Attacked: রাজস্থানে পেট্রল বোমায় আহত সস্ত্রীক পুরোহিত - রাজস্থান

রবিবার রাতে ঘটনাটি ঘটে (Petrol Bomb Hurled over Priest) ৷ আহত পুরোহিত ও তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

petrol-bomb-hurled-over-priest-in-rajasthan
Priest Attacked: রাজস্থানে পেট্রল বোমায় আহত সস্ত্রীক পুরোহিত
author img

By

Published : Nov 21, 2022, 12:26 PM IST

জয়পুর (রাজস্থান), 21 নভেম্বর: পেট্রল বোমায় (Petrol Bomb) আহত এক বৃদ্ধ পুরোহিত ও তাঁর স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) রাজসমন্দ জেলায় ৷ অভিযোগ, 10 জনের একটি দল ওই পুরোহিত ও তাঁর স্ত্রীর উপর পেট্রল বোমা ছোড়ে (Petrol Bomb Hurled over Priest) ৷

আহত ওই পুরোহিতের নাম নভরতন প্রজাপত ৷ বছর বাহাত্তরের ওই পুরোহিত রাজসমন্দ জেলার হীরা কি বস্তিতে থাকেন ছোট্ট একটি বাড়িতে ৷ তাঁর দাবি, রবিবার রাতে যখন তিনি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেতে ব্যস্ত ছিলেন, সেই সময় ঘটনাটি ঘটে ৷ প্রথমে তিনি আহত হন ৷ পরে বোমার আগুন নেভাতে গিয়ে আহত হন তাঁর স্ত্রী ৷

সোমবার পুলিশের তরফে জানানো হয়েছে যে তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ তাঁরাই ওই দু’জনকে হাসপাতালে নিয়ে যান ৷ আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন ওই দম্পতি ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কেন এভাবে প্রজাপত দম্পতির উপর হামলা চালানো হল ? পুলিশ জানিয়েছে, একটি মন্দিরের পৌরহিত্যকে কেন্দ্র করে গোলমালের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ কারণ, ওই মন্দিরের পুরোহিত প্রজাপত ৷ কিন্তু তাঁকে চান না স্থানীয়দের একাংশ ৷ তাঁরা চান ওই মন্দিরের পুরোহিতের দায়িত্ব অন্য কাউকে দেওয়া হোক ৷

এই ঘটনায় স্থানীয় দেওঘর থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত 50টিরও বেশি গাড়ি

জয়পুর (রাজস্থান), 21 নভেম্বর: পেট্রল বোমায় (Petrol Bomb) আহত এক বৃদ্ধ পুরোহিত ও তাঁর স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) রাজসমন্দ জেলায় ৷ অভিযোগ, 10 জনের একটি দল ওই পুরোহিত ও তাঁর স্ত্রীর উপর পেট্রল বোমা ছোড়ে (Petrol Bomb Hurled over Priest) ৷

আহত ওই পুরোহিতের নাম নভরতন প্রজাপত ৷ বছর বাহাত্তরের ওই পুরোহিত রাজসমন্দ জেলার হীরা কি বস্তিতে থাকেন ছোট্ট একটি বাড়িতে ৷ তাঁর দাবি, রবিবার রাতে যখন তিনি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেতে ব্যস্ত ছিলেন, সেই সময় ঘটনাটি ঘটে ৷ প্রথমে তিনি আহত হন ৷ পরে বোমার আগুন নেভাতে গিয়ে আহত হন তাঁর স্ত্রী ৷

সোমবার পুলিশের তরফে জানানো হয়েছে যে তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন ৷ তাঁরাই ওই দু’জনকে হাসপাতালে নিয়ে যান ৷ আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন ওই দম্পতি ৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কেন এভাবে প্রজাপত দম্পতির উপর হামলা চালানো হল ? পুলিশ জানিয়েছে, একটি মন্দিরের পৌরহিত্যকে কেন্দ্র করে গোলমালের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ কারণ, ওই মন্দিরের পুরোহিত প্রজাপত ৷ কিন্তু তাঁকে চান না স্থানীয়দের একাংশ ৷ তাঁরা চান ওই মন্দিরের পুরোহিতের দায়িত্ব অন্য কাউকে দেওয়া হোক ৷

এই ঘটনায় স্থানীয় দেওঘর থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত 50টিরও বেশি গাড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.