ETV Bharat / bharat

Cyclone Biparjoy: গুজরাতে জারি কমলা সতর্কতা, নীচু এলাকার বাসিন্দাদের সরানো হচ্ছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে - ঘূর্ণিঝড়

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'বিপর্যয়' ৷ 15 জুন গুজরাতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ তার আগে কমলা সতকর্তা জারি রাজ্যে ৷ তুলনামূলক নীচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে ৷

Cyclone Biparjoy in Gujarat
ঘূর্ণিঝড় বিপর্যয়
author img

By

Published : Jun 12, 2023, 4:25 PM IST

কচ্ছ, 12 জুন: ঘূর্ণিঝড় 'বিপর্যয়'র জেরে প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে গুজরাতে ৷ রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা ৷ 'বিপর্যয়' আছড়ে পড়ার আগে শুরু হয়েছে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ ৷ কচ্ছের কান্ডলায় দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা নীচু এলাকা থেকে লোকজনকে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে শুরু করেছে । যেকোনো জরুরি পরিস্থিতিতে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে ।

কমলা সতর্কতা: হাওয়া অফিসের তরফে সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে ঘূর্ণিঝড় বিপর্যয়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে । ইতিমধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয় ৷ এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে উত্তর পূর্ব ও মধ্য আরব সাগরে দ্বারকা থেকে প্রায় 380 কিলোমিটার দূরে । 15 জুন দুপুর নাগাদ গুজরাতের জাখাউ বন্দর অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি ৷ এমনটাই আবহাওয়া অফিসের তরফে একটি টুইট করে জানানো হয়েছে ।

আরও পড়ুন: আসছে 'বিপর্যয়', উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল গেটওয়ে ইফ ইন্ডিয়ায়

ঘণ্টায় 150 কিমি বেগে দমকা হাওয়ার আশংকা: জানা গিয়েছে, 14 তারিখ সকালের দিকে ঘূর্ণিঝড় বিপর্যয়ের উত্তর দিকে অগ্রসর হওয়ার খুব সম্ভাবনা রয়েছে ৷ তারপরে উত্তর-পূর্ব দিকে চলে যাবে সেটি এবং 15 তারিখ দুপুর নাগাদ অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় হিসাবে 125-135 কিলোমিটার বেগে গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ হয়ে জাখাউ বন্দরের কাছ থেকে মান্ডভি এবং পাকিস্তানের করাচির পার্শ্ববর্তী উপকূলে আছড়ে পড়বে ৷ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকবে বলে জানা গিয়েছে ৷

  • Cyclone Alert for Saurashtra & Kutch Coast: Orange Message. ESCS BIPARJPY at 0530IST of today over eastcentral & adjoining NE Arabian Sea near lat 19.2N & long 67.7E, about 380km SSW of Devbhumi Dwarka. To cross near Jakhau Port,Gujarat by noon of 15June. https://t.co/KLRdEFGKQj pic.twitter.com/bxn44UUVhD

    — India Meteorological Department (@Indiametdept) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গুজরাত বন্দর ছেড়েছে বেশ কয়েকটি জাহাজ: গুজরাতের কান্ডলায় দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ জানিয়েছেন, ছয়টি জাহাজ বন্দর ছেড়েছে এবং আগামিকাল আরও 11টি জাহাজ ছেড়ে যাবে রওনা দেবে । বন্দর আধিকারিক ও জাহাজের মালিকদের সতর্ক থাকতে বলা হয়েছে । কান্ডলার নীচু এলাকায় বাসিন্দাদের গান্ধিধামের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।

ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতির পর্যালোচনা মুখ্যমন্ত্রীর: মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গান্ধিনগরের স্টেট ইমারজেন্সি অপারেশন সেন্টার থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়ার আগে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেছেন । মুখ্যমন্ত্রী কালেক্টরদের বিদ্যুৎ,জল এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসগুলির পর্যাপ্ত ব্যবস্থা করে রাখার পরামর্শ দিয়েছেন ।

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে বিপর্যয়, গুজরাত উপকূলে জারি সতর্কতা

তিনি বিপর্যয় মোকাবিলা দল, পাম্পিং মেশিন এবং জেনারেটর-সহ প্রয়োজনীয় ব্যবস্থা করার উপরও জোর দেন । রাজ্য সরকার বায়ুসেনা, নৌবাহিনী, কোস্টগার্ড এবং সেনাবাহিনীকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য অনুরোধ করেছেন ভূপেন্দ্র প্যাটেল । এনডিআরএফ-এর সাতটি দল ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এবং তিনটি দলকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে । প্রয়োজন অনুযায়ী এলাকায় পাঠানোর জন্য এসডিআরএফ-এর 12টি দলকেও প্রস্তুত রাখা হয়েছে ।

কচ্ছ, 12 জুন: ঘূর্ণিঝড় 'বিপর্যয়'র জেরে প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে গুজরাতে ৷ রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা ৷ 'বিপর্যয়' আছড়ে পড়ার আগে শুরু হয়েছে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ ৷ কচ্ছের কান্ডলায় দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা নীচু এলাকা থেকে লোকজনকে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে শুরু করেছে । যেকোনো জরুরি পরিস্থিতিতে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে ।

কমলা সতর্কতা: হাওয়া অফিসের তরফে সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে ঘূর্ণিঝড় বিপর্যয়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে । ইতিমধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয় ৷ এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে উত্তর পূর্ব ও মধ্য আরব সাগরে দ্বারকা থেকে প্রায় 380 কিলোমিটার দূরে । 15 জুন দুপুর নাগাদ গুজরাতের জাখাউ বন্দর অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি ৷ এমনটাই আবহাওয়া অফিসের তরফে একটি টুইট করে জানানো হয়েছে ।

আরও পড়ুন: আসছে 'বিপর্যয়', উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল গেটওয়ে ইফ ইন্ডিয়ায়

ঘণ্টায় 150 কিমি বেগে দমকা হাওয়ার আশংকা: জানা গিয়েছে, 14 তারিখ সকালের দিকে ঘূর্ণিঝড় বিপর্যয়ের উত্তর দিকে অগ্রসর হওয়ার খুব সম্ভাবনা রয়েছে ৷ তারপরে উত্তর-পূর্ব দিকে চলে যাবে সেটি এবং 15 তারিখ দুপুর নাগাদ অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় হিসাবে 125-135 কিলোমিটার বেগে গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ হয়ে জাখাউ বন্দরের কাছ থেকে মান্ডভি এবং পাকিস্তানের করাচির পার্শ্ববর্তী উপকূলে আছড়ে পড়বে ৷ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকবে বলে জানা গিয়েছে ৷

  • Cyclone Alert for Saurashtra & Kutch Coast: Orange Message. ESCS BIPARJPY at 0530IST of today over eastcentral & adjoining NE Arabian Sea near lat 19.2N & long 67.7E, about 380km SSW of Devbhumi Dwarka. To cross near Jakhau Port,Gujarat by noon of 15June. https://t.co/KLRdEFGKQj pic.twitter.com/bxn44UUVhD

    — India Meteorological Department (@Indiametdept) June 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গুজরাত বন্দর ছেড়েছে বেশ কয়েকটি জাহাজ: গুজরাতের কান্ডলায় দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ জানিয়েছেন, ছয়টি জাহাজ বন্দর ছেড়েছে এবং আগামিকাল আরও 11টি জাহাজ ছেড়ে যাবে রওনা দেবে । বন্দর আধিকারিক ও জাহাজের মালিকদের সতর্ক থাকতে বলা হয়েছে । কান্ডলার নীচু এলাকায় বাসিন্দাদের গান্ধিধামের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।

ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতির পর্যালোচনা মুখ্যমন্ত্রীর: মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গান্ধিনগরের স্টেট ইমারজেন্সি অপারেশন সেন্টার থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়ার আগে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেছেন । মুখ্যমন্ত্রী কালেক্টরদের বিদ্যুৎ,জল এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসগুলির পর্যাপ্ত ব্যবস্থা করে রাখার পরামর্শ দিয়েছেন ।

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে বিপর্যয়, গুজরাত উপকূলে জারি সতর্কতা

তিনি বিপর্যয় মোকাবিলা দল, পাম্পিং মেশিন এবং জেনারেটর-সহ প্রয়োজনীয় ব্যবস্থা করার উপরও জোর দেন । রাজ্য সরকার বায়ুসেনা, নৌবাহিনী, কোস্টগার্ড এবং সেনাবাহিনীকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য অনুরোধ করেছেন ভূপেন্দ্র প্যাটেল । এনডিআরএফ-এর সাতটি দল ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে এবং তিনটি দলকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে । প্রয়োজন অনুযায়ী এলাকায় পাঠানোর জন্য এসডিআরএফ-এর 12টি দলকেও প্রস্তুত রাখা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.