ETV Bharat / bharat

Patna HC on Caste Survey: বিহার সরকারের জাতিভিত্তিক সমীক্ষায় স্থগিতাদেশ পটনা হাইকোর্টের - বিহার সরকার

জাতিভিত্তিক গণনা শুরু করেছিল বিহারের সরকার ৷ সেই সমীক্ষায় বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল পটনা হাইকোর্ট ৷ চূড়ান্ত রায়ের আগে এই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ্যে আনা যাবে না বলে আদালতের নির্দেশ ৷

Patna HC
Patna HC
author img

By

Published : May 4, 2023, 7:06 PM IST

পটনা (বিহার), 4 মে: বিহার সরকারের জাতিভিত্তিক সমীক্ষার উপর স্থগিতাদেশ জারি করল পটনা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার ওই আদালতের প্রধান বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ আদালতের নির্দেশ, এই জাতিভিত্তিক সমীক্ষা অবিলম্বে বন্ধ করতে হবে ৷ এখনও পর্যন্ত এই নিয়ে যা তথ্য পাওয়া গিয়েছে, তা চূড়ান্ত রায় বের হওয়ার আগে পর্যন্ত কোথাও প্রকাশ করা যাবে না ৷ আগামী 7 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে ৷

আদালত জানিয়েছে, আবেদনকারী এই সমীক্ষা বন্ধ করার আবেদন জানিয়েছেন ৷ পাশাপাশি তথ্যের নিরাপত্তার দিকটিও তুলে ধরা হয়েছে ৷ এই বিষয়টির বিশদ ব্যাখ্যা রাজ্য়ের তরফে দেওয়া উচিত ৷ প্রাথমিক ভাবে আদালত মনে করছে রাজ্যের এই ধরনের জাতিভিত্তিক সমীক্ষা চালানোর ক্ষমতা নে ৷ জনগণনার ক্ষেত্রেও এটা প্রভাব ফেলবে ৷ একই সঙ্গে আদালত মনে করছে যে সরকারের উদ্দেশ্যে বিধানসভায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সমীক্ষায় উঠে আসা তথ্য ভাগ করে নেওয়া ৷

এছাড়া পটনা হাইকোর্ট মনে করে যে গোপনীয়তার অধিকার নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে পারে এই সমীক্ষার জেরে ৷ সুপ্রিম কোর্টে গোপনীয়তার অধিকারকে জীবনের অধিকারের সঙ্গে জুড়ে দিয়েছে ৷ ফলে তার প্রেক্ষিতে এই জাতিভিত্তিক সমীক্ষা করা নিয়ে বিহার সরকারের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন উঠতেই পারে ৷

বিহারে এই জাতিভিত্তিক সমীক্ষা প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয় গত 7 জানুয়ারি থেকে 21 জানুয়ারির মধ্যে ৷ গত 15 এপ্রিল দ্বিতীয় দফার সমীক্ষা শুরু হয় ৷ যা শেষ হওয়ার কথা ছিল আগামী 15 মে ৷ কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দশদিন আগেই আদালতের নির্দেশে তা থেমে গেল ৷

এই নিয়ে যে মামলা দায়ের হয়, তাতে প্রথমে স্থগিতাদেশ দেয়নি পটনা হাইকোর্ট ৷ মামলাকারীরা তখন এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ শীর্ষ আদালত মামলাটি পটনা হাইকোর্টেই ফিরিয়ে দেয় ৷ তবে দ্রুত মামলার শুনানি করতে হবে বলে নির্দেশ দেয় ৷ বৃহস্পতিবার শুনানিতে স্থগিতাদেশ দিল আদালত ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন যে এই জাতিভিত্তিক সমীক্ষা কখনোই আদম শুমারি নয় ৷ এই সমীক্ষা শুধু তথ্য সংগ্রহের জন্য করা হচ্ছে ৷ সরকারের তরফে পরিষেবার মান বৃদ্ধিই এই সমীক্ষার উদ্দেশ্য ৷

আরও পড়ুন: মোদিকে চিঠি লিখে জাতিশুমারির দাবি জানাল কংগ্রেস

পটনা (বিহার), 4 মে: বিহার সরকারের জাতিভিত্তিক সমীক্ষার উপর স্থগিতাদেশ জারি করল পটনা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার ওই আদালতের প্রধান বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ আদালতের নির্দেশ, এই জাতিভিত্তিক সমীক্ষা অবিলম্বে বন্ধ করতে হবে ৷ এখনও পর্যন্ত এই নিয়ে যা তথ্য পাওয়া গিয়েছে, তা চূড়ান্ত রায় বের হওয়ার আগে পর্যন্ত কোথাও প্রকাশ করা যাবে না ৷ আগামী 7 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে ৷

আদালত জানিয়েছে, আবেদনকারী এই সমীক্ষা বন্ধ করার আবেদন জানিয়েছেন ৷ পাশাপাশি তথ্যের নিরাপত্তার দিকটিও তুলে ধরা হয়েছে ৷ এই বিষয়টির বিশদ ব্যাখ্যা রাজ্য়ের তরফে দেওয়া উচিত ৷ প্রাথমিক ভাবে আদালত মনে করছে রাজ্যের এই ধরনের জাতিভিত্তিক সমীক্ষা চালানোর ক্ষমতা নে ৷ জনগণনার ক্ষেত্রেও এটা প্রভাব ফেলবে ৷ একই সঙ্গে আদালত মনে করছে যে সরকারের উদ্দেশ্যে বিধানসভায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সমীক্ষায় উঠে আসা তথ্য ভাগ করে নেওয়া ৷

এছাড়া পটনা হাইকোর্ট মনে করে যে গোপনীয়তার অধিকার নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে পারে এই সমীক্ষার জেরে ৷ সুপ্রিম কোর্টে গোপনীয়তার অধিকারকে জীবনের অধিকারের সঙ্গে জুড়ে দিয়েছে ৷ ফলে তার প্রেক্ষিতে এই জাতিভিত্তিক সমীক্ষা করা নিয়ে বিহার সরকারের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন উঠতেই পারে ৷

বিহারে এই জাতিভিত্তিক সমীক্ষা প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয় গত 7 জানুয়ারি থেকে 21 জানুয়ারির মধ্যে ৷ গত 15 এপ্রিল দ্বিতীয় দফার সমীক্ষা শুরু হয় ৷ যা শেষ হওয়ার কথা ছিল আগামী 15 মে ৷ কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার দশদিন আগেই আদালতের নির্দেশে তা থেমে গেল ৷

এই নিয়ে যে মামলা দায়ের হয়, তাতে প্রথমে স্থগিতাদেশ দেয়নি পটনা হাইকোর্ট ৷ মামলাকারীরা তখন এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ শীর্ষ আদালত মামলাটি পটনা হাইকোর্টেই ফিরিয়ে দেয় ৷ তবে দ্রুত মামলার শুনানি করতে হবে বলে নির্দেশ দেয় ৷ বৃহস্পতিবার শুনানিতে স্থগিতাদেশ দিল আদালত ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন যে এই জাতিভিত্তিক সমীক্ষা কখনোই আদম শুমারি নয় ৷ এই সমীক্ষা শুধু তথ্য সংগ্রহের জন্য করা হচ্ছে ৷ সরকারের তরফে পরিষেবার মান বৃদ্ধিই এই সমীক্ষার উদ্দেশ্য ৷

আরও পড়ুন: মোদিকে চিঠি লিখে জাতিশুমারির দাবি জানাল কংগ্রেস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.