ETV Bharat / bharat

Rahul Gandhi: পটনা হাইকোর্টে স্বস্তি রাহুলের, নিম্ন আদালতে মানহানি মামলার শুনানিতে স্থগিতাদেশ - রাহুল গান্ধির বিরুদ্ধে পটনায় মানহানি মামলা

মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল পটনার একটি আদালতে ৷ আদালতে সেই মামলার শুনানির উপর স্থগিতাদেশ জারি করেছে পটনা হাইকোর্ট ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Apr 24, 2023, 5:12 PM IST

পটনা, 24 এপ্রিল: মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে পটনায় রাহুল গান্ধির বিরুদ্ধে যে মানহানির মামলা দায়ের হয়েছিল, তার শুনানির উপর স্থগিতাদেশ দিল পটনা হাইকোর্ট ৷ সোমবার এই স্থগিতাদেশ দিয়েছেন পটনা হাইোকোর্টের বিচারপতি সন্দীপ কুমার ৷ উল্লেখ্য, আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার রাহুলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি ছিল পটনার এমপি/এমএলএ কোর্টে ৷ কংগ্রেস নেতাকে ওইদিন আদালতে হাজিরার নির্দেশও দিয়েছিলেন এই আদালতের বিচারক ৷ তবে এদিন হাইকোর্ট থেকে আপাত স্বস্তি মেলায় মঙ্গলবার আর পটনার আদালতে হাজিরা দিতে হবে না প্রাক্তন কংগ্রেস সাংসদকে ৷

পটনা হাইকোর্ট এদিন জানিয়েছে, যেহেতু একই ধরনের একটি মামলায় যেহেতু গুজরাতের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি, তাই সেই একই অভিযোগে তাঁকে নিয়ে অন্য আদালতে শুনানির প্রয়োজন নেই ৷ আগামী 15 মে পর্যন্ত নিম্ন আদালত এই কেসের শুনানি করতে পারবে না বলেও এদিন জানায় পটনা হাইকোর্ট ৷ ওইদিন আদালতে তাঁর জবাব জমা দেবেন রাহুল ৷

উল্লেখ্য, 2019 সালের লোকসভা ভোটের প্রচারে কর্ণাটকে গিয়ে মোদি পদবি নিয়ে রাহুল গান্ধি আপত্তিজনক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে গুজরাতের পাশাপাশি পটনাতেও মানহানির মামলা দায়ের হয় ৷ পটনার মামলাটি করেছিলেন বিহারের প্রাক্তন উপ-মখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদি ৷ তাঁর দায়ের করা মামলার শুনানির উপরেই এদিন স্থগিতাদেশ দিল পটনা হাইকোর্ট ৷

আরও পড়ুন: কংগ্রেসের সঙ্গে মমতার সম্পর্কের বরফ গলাতেই কি নবান্নে নীতীশ !

গুজরাতে দায়ের হওয়া মামলাটিতে ইতিমধ্যেই রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে সুরাতের ম্যাজিস্ট্রেট আদালত ৷ এই রায়ের বিরুদ্ধে সেখানকার দায়রা আদালতে যে আবেদন করেছিলেন রাহুল, সম্প্রতি সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছে ৷ এরপর গুজরাত হাইকোর্টে আবেদন জানানোর কথা রাহুলের ৷ তবে সুরাতের নিম্ন আদালতের ওই নির্দেশের পর রাহুল গান্ধিকে এখনও জেলে যেতে না-হলেও খারিজ হয়ে গিয়েছে তাঁর লোকসভার সাংসদ পদ ৷ দিল্লির সরকারি বাসভবনও ছাড়তে হয়েছে তাঁকে ৷

পটনা, 24 এপ্রিল: মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে পটনায় রাহুল গান্ধির বিরুদ্ধে যে মানহানির মামলা দায়ের হয়েছিল, তার শুনানির উপর স্থগিতাদেশ দিল পটনা হাইকোর্ট ৷ সোমবার এই স্থগিতাদেশ দিয়েছেন পটনা হাইোকোর্টের বিচারপতি সন্দীপ কুমার ৷ উল্লেখ্য, আগামিকাল অর্থাৎ, মঙ্গলবার রাহুলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি ছিল পটনার এমপি/এমএলএ কোর্টে ৷ কংগ্রেস নেতাকে ওইদিন আদালতে হাজিরার নির্দেশও দিয়েছিলেন এই আদালতের বিচারক ৷ তবে এদিন হাইকোর্ট থেকে আপাত স্বস্তি মেলায় মঙ্গলবার আর পটনার আদালতে হাজিরা দিতে হবে না প্রাক্তন কংগ্রেস সাংসদকে ৷

পটনা হাইকোর্ট এদিন জানিয়েছে, যেহেতু একই ধরনের একটি মামলায় যেহেতু গুজরাতের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি, তাই সেই একই অভিযোগে তাঁকে নিয়ে অন্য আদালতে শুনানির প্রয়োজন নেই ৷ আগামী 15 মে পর্যন্ত নিম্ন আদালত এই কেসের শুনানি করতে পারবে না বলেও এদিন জানায় পটনা হাইকোর্ট ৷ ওইদিন আদালতে তাঁর জবাব জমা দেবেন রাহুল ৷

উল্লেখ্য, 2019 সালের লোকসভা ভোটের প্রচারে কর্ণাটকে গিয়ে মোদি পদবি নিয়ে রাহুল গান্ধি আপত্তিজনক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে গুজরাতের পাশাপাশি পটনাতেও মানহানির মামলা দায়ের হয় ৷ পটনার মামলাটি করেছিলেন বিহারের প্রাক্তন উপ-মখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদি ৷ তাঁর দায়ের করা মামলার শুনানির উপরেই এদিন স্থগিতাদেশ দিল পটনা হাইকোর্ট ৷

আরও পড়ুন: কংগ্রেসের সঙ্গে মমতার সম্পর্কের বরফ গলাতেই কি নবান্নে নীতীশ !

গুজরাতে দায়ের হওয়া মামলাটিতে ইতিমধ্যেই রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে সুরাতের ম্যাজিস্ট্রেট আদালত ৷ এই রায়ের বিরুদ্ধে সেখানকার দায়রা আদালতে যে আবেদন করেছিলেন রাহুল, সম্প্রতি সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছে ৷ এরপর গুজরাত হাইকোর্টে আবেদন জানানোর কথা রাহুলের ৷ তবে সুরাতের নিম্ন আদালতের ওই নির্দেশের পর রাহুল গান্ধিকে এখনও জেলে যেতে না-হলেও খারিজ হয়ে গিয়েছে তাঁর লোকসভার সাংসদ পদ ৷ দিল্লির সরকারি বাসভবনও ছাড়তে হয়েছে তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.