গিরিডি, 5 অগস্ট: ঝাড়খণ্ডের গিরিডিতে ভয়াবহ দুর্ঘটনা । রাঁচি থেকে গিরিডিতে যাওয়ার পথে বরাকর নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস । জানা গিয়েছে, বাসে প্রায় 30 জন যাত্রী ছিলেন ৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । শুরু হয় উদ্ধার কাজ। শনিবার সারারাত চলে উদ্ধার কাজ । এরপর রবিবার সকালের দিকে জানানো হয় বাস দুর্ঘটনায় 4 জনের প্রাণ গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রাঁচি থেকে গিরিডিগামী আলিশান (সম্রাট) নামের একটি বাস বরাকর নদীতে পড়ে যায়। ঘটনাটি ঘটে গিরিডি-ডুমরি সড়কে। জানা গিয়েছে, রাঁচি থেকে গিরিডির দিকে আসা বাসটি বরাকর নদীর ব্রিজের কাছে পৌঁছতেই চালক ভারসাম্য হারিয়ে ফেলায় বাসটি নদীতে পড়ে যায় । ঘটনার পর লোকজন চিৎকার করতে থাকেন । তারপরেই ঘটনা জানাজানি হতেই স্থানীয় লোকজনের ভিড় জমে যায় ।
ঘটনাস্থলে পৌঁছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী: স্থানীয়রাই উদ্ধার কাজে নেমে পড়েন । পুলিশকেও খবর দেয় । কিছুক্ষণের মধ্যে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায় । ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী যাদব এবং গিরিডির বিধায়ক সুদিব্য কুমার সোনু, ডিসি নমন প্রিয়শ লাকদা এবং এসপি দীপক শর্মাও ।
আরও পড়ুন: জাতীয় সড়কে দুই বাসের সংঘর্ষে মৃত 1, আহত বহু
অন্নপূর্ণা দেবী বলেন, "এটি একটি বড় দুর্ঘটনা । স্থানীয় এবং উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালাচ্ছে । বাসটি রেলিংয়ে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায় । বাস থেকে কয়েকজনকে উদ্ধার করতে দেখেছি । অন্ধকার হওয়ায় বাসটি ডুবে গিয়েছে ৷ ফলে উদ্ধার করার কাজ ক্রমশ কঠিন হচ্ছে ৷"
কয়েকমাস আগেই হাজারিবাগে ঠিক একই ভাবে দুর্ঘটনা ঘটেছিল ৷ যাত্রী বোঝাই একটি বাস গিরিডি থেকে রাঁচি যাচ্ছিল ৷ সে সময় দুর্ঘটনাটি ঘটে ৷ বাসটিতে প্রায় 50 জন যাত্রী ছিলেন ৷ হাজারিবাগের টাটিঝাড়িয়ার কাছে বাসটি শিবানি নদীতে গিয়ে পড়ে ৷ ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 6 যাত্রী ৷
আরও পড়ুন: হাজারিবাগে নদীতে পড়ল বাস, মৃত কমপক্ষে 6