ETV Bharat / bharat

Flight Passenger Arrested: বিমানের ইমারজেন্সি দরজা খোলার চেষ্টা! ধৃত এক যাত্রী - বেঙ্গালুরু বিমানবন্দর

নাগপুর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর বিমানের ইমারজেন্সি এক্সিট ডোর খোলার চেষ্টার অভিযোগে ধৃত এক যাত্রী ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে বলে সোমবার জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 3:55 PM IST

বেঙ্গালুরু, 2 অক্টোবর: নাগপুর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমানের ইমারজেন্সি এক্সিট ডোর বা আপৎকালীন দরজা খোলার চেষ্টার অভিযোগে গ্রেফতার এরক যাত্রী ৷ ধৃতের নাম স্বপ্নীল হোলে বলে জানা গিয়েছে ৷ 30 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার রাতে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ শনিবার রাত 10 নাগাদ ইন্ডিগোর 6ই 6803 বিমানে এই ঘটনাটি ঘটে ৷ তবে মাঝ আকাশে নয়, বিমানটি টেক অফ করার ঠিক আগের মুহূর্তে যাত্রীটি ওই ঘটনা ঘটান বলে অভিযোগ ৷ সোমবার ঘটনাটি জানা গিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, স্বপ্নীল হোলে নামে ওই যাত্রী বিমানটির ইমারজেন্সি এক্সিট ডোরের কাছে বসে ছিলেন ৷ বিমানটি টেক অফের আগে বিমানকর্মীরা যখন নিয়ম মতো যাত্রীদের ব্রিফিং করছিলেন সেই সময় এই ঘটনাটি ঘটে, ওই যাত্রী আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন ৷ এরপর ওই যাত্রীকে নিয়েই নাগপুর থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিগোর বিমানটি ৷ ক্যাম্পেগৌড়া অন্তর্জাতিক বিমানবন্দরে ওই দিন রাত 11টা 55 মিনিটে অবতরণ করে বিমানটি ৷ এরপর ওই যাত্রীকে পুলিশ স্টেশনে নিয়ে যান বিমানকর্মীরা ৷ সেখানেই ওই যাত্রীকে গ্রেফতার করে পুলিশ ৷

জানা গিয়েছে নাগপুর থেকে ইন্ডিগোর বিমানে ওঠা ওই যাত্রীর বেঙ্গালুরু হয়ে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল রবিবার ৷ বিমানকর্মীদের অভিযোগের ভিত্তিতে ওই যাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 336 ধারায়, বিমানযাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলার অভিযোগে মামলা রুজু করে পুলিশ ৷ তবে প্রথমে গ্রেফতার করা হলেও পরে ওই অভিযুক্ত জামিনে ছাড়া পান ৷

আরও পড়ুন: বোমাতঙ্কের জেরে বেনারস বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ

এরকম ঘটনা এই প্রথম নয় ৷ এর আগেও ইন্ডিগোর বিমানে এই ধরনের ঘটনা ঘটেছে ৷ চলতি বছরের এপ্রিল মাসেই দিল্লি থেকে বেঙ্গালুরুগামী একটি বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী ৷ প্রতীক নামের ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে অভিযোগ ৷ তাকে আটকও করেছিল পুলিশ ৷

বেঙ্গালুরু, 2 অক্টোবর: নাগপুর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমানের ইমারজেন্সি এক্সিট ডোর বা আপৎকালীন দরজা খোলার চেষ্টার অভিযোগে গ্রেফতার এরক যাত্রী ৷ ধৃতের নাম স্বপ্নীল হোলে বলে জানা গিয়েছে ৷ 30 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার রাতে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ শনিবার রাত 10 নাগাদ ইন্ডিগোর 6ই 6803 বিমানে এই ঘটনাটি ঘটে ৷ তবে মাঝ আকাশে নয়, বিমানটি টেক অফ করার ঠিক আগের মুহূর্তে যাত্রীটি ওই ঘটনা ঘটান বলে অভিযোগ ৷ সোমবার ঘটনাটি জানা গিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, স্বপ্নীল হোলে নামে ওই যাত্রী বিমানটির ইমারজেন্সি এক্সিট ডোরের কাছে বসে ছিলেন ৷ বিমানটি টেক অফের আগে বিমানকর্মীরা যখন নিয়ম মতো যাত্রীদের ব্রিফিং করছিলেন সেই সময় এই ঘটনাটি ঘটে, ওই যাত্রী আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন ৷ এরপর ওই যাত্রীকে নিয়েই নাগপুর থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিগোর বিমানটি ৷ ক্যাম্পেগৌড়া অন্তর্জাতিক বিমানবন্দরে ওই দিন রাত 11টা 55 মিনিটে অবতরণ করে বিমানটি ৷ এরপর ওই যাত্রীকে পুলিশ স্টেশনে নিয়ে যান বিমানকর্মীরা ৷ সেখানেই ওই যাত্রীকে গ্রেফতার করে পুলিশ ৷

জানা গিয়েছে নাগপুর থেকে ইন্ডিগোর বিমানে ওঠা ওই যাত্রীর বেঙ্গালুরু হয়ে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল রবিবার ৷ বিমানকর্মীদের অভিযোগের ভিত্তিতে ওই যাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 336 ধারায়, বিমানযাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলার অভিযোগে মামলা রুজু করে পুলিশ ৷ তবে প্রথমে গ্রেফতার করা হলেও পরে ওই অভিযুক্ত জামিনে ছাড়া পান ৷

আরও পড়ুন: বোমাতঙ্কের জেরে বেনারস বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ

এরকম ঘটনা এই প্রথম নয় ৷ এর আগেও ইন্ডিগোর বিমানে এই ধরনের ঘটনা ঘটেছে ৷ চলতি বছরের এপ্রিল মাসেই দিল্লি থেকে বেঙ্গালুরুগামী একটি বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী ৷ প্রতীক নামের ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে অভিযোগ ৷ তাকে আটকও করেছিল পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.