ETV Bharat / bharat

ছক্কা হাঁকিয়ে প্রদেশ সভাপতি পদে সিধু, সেলিব্রেশন পঞ্জাব কংগ্রেসে - নভজ্যোত সিং সিধু প্রদেশ কংগ্রেস সভাপতি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি (PPCC Chief) পদে বসানো হল নভজ্যোত সিং সিধুকে (Navjot Singh Sidhu) ৷ এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই অমৃতসর, পাতিয়ালা ও অন্যান্য জায়গায় সেলিব্রেশনে মাতলেন কংগ্রেস কর্মী সমর্থকরা ৷ তবে চার কার্যনির্বাহী সভাপতিকেও নির্বাচিত করেছে কংগ্রেস ৷

party workers in celebration mood in-punjab-after-navjot-singh-sidhu-appointed-ppcc-chief
প্রদেশ সভাপতি পদে সিধু, সেলিব্রেশন পঞ্জাব কংগ্রেসে
author img

By

Published : Jul 19, 2021, 10:53 AM IST

চণ্ডীগড়, 19 জুলাই : দীর্ঘ জল্পনা কল্পনা, টানাপোড়েনের অবসান ৷ বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবের রাজনীতিতে ছক্কা হাঁকিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি (PPCC Chief) হলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) ৷ নয়া নেতা হিসেবে তাঁকে পাওয়ার পর অমৃতসর, পাতিয়ালা ও অন্যান্য জায়গায় সেলিব্রেশনে মেতেছেন কংগ্রেস সমর্থকরা ৷ ক্রিকেটার-রাজনীতিককে সংগঠন চালাতে সাহায্য করার জন্য চার কার্যনির্বাহী সভাপতিকেও নির্বাচিত করেছে কংগ্রেস হাইকম্যান্ড ৷

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি পদে তাঁর নাম ঘোষণার পরই জলন্ধর থেকে ফেরার পথে পাতিয়ালায় দুখ নিবারণ সাহিব গুরুদ্বারে প্রার্থনা করেন নভজ্যোত সিং সিধু ৷ রবিবার রাত 11.40-এ বাড়ি ফেরার পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কর্মী সমর্থকরা ৷ গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাঁকে ঘিরে ধরেন সমর্থক ও সংবাদমাধ্যমের কর্মীরা ৷ তবে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি সিধু ৷

সুনীল জাখরের স্থলাভিষিক্ত হলেন নভজ্যোত সিং সিধু ৷ 2017 সাল থেকে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান ছিলেন জাখর ৷ নয়া সভাপতি হিসেবে সিধুর নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলের অন্যান্য নেতারা তাঁকে অভিনন্দন জানাতে থাকেন ৷ অভিনন্দন জানান অমরিন্দর সিং, রাজা ওয়ারিং, গুরকিরাত সিং কোটলি ৷ সিধুর সমর্থকরা মিষ্টি বিতরণ করেন ৷ ঢাক ঢোল পিটিয়ে শুরু হয়ে যায় নাচ গান ৷

আরও পড়ুন, সত্যকে ধামাচাপা দিলেও হারানো যাবে না, হুঁশিয়ারি সিধুর

সিধুকে প্রদেশ সভাপতি পদে আনা নিয়ে দলের অন্দরে কোন্দল প্রকাশ্যে এসেছিল গত কয়েকদিনে ৷ মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে সিধুর সংঘাত মিটিয়ে রাজ্যে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চালানোর উপরই বেশি জোর দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড ৷ সে জন্যই ক্ষোভ প্রশমিত করতে সিধুকে সভাপতি করার পাশাপাশি তাঁর চারজন সাপোর্ট স্টাফও নির্বাচিত করা হয়েছে ৷ সঙ্গত সিং গিলজিয়ান, সুখবিন্দর সিং ড্যানি, পবন গোয়েল ও কুলজিৎ সিং নাগ্রাকে করা হয়েছে কার্যকরী সভাপতি ৷

চণ্ডীগড়, 19 জুলাই : দীর্ঘ জল্পনা কল্পনা, টানাপোড়েনের অবসান ৷ বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবের রাজনীতিতে ছক্কা হাঁকিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি (PPCC Chief) হলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) ৷ নয়া নেতা হিসেবে তাঁকে পাওয়ার পর অমৃতসর, পাতিয়ালা ও অন্যান্য জায়গায় সেলিব্রেশনে মেতেছেন কংগ্রেস সমর্থকরা ৷ ক্রিকেটার-রাজনীতিককে সংগঠন চালাতে সাহায্য করার জন্য চার কার্যনির্বাহী সভাপতিকেও নির্বাচিত করেছে কংগ্রেস হাইকম্যান্ড ৷

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি পদে তাঁর নাম ঘোষণার পরই জলন্ধর থেকে ফেরার পথে পাতিয়ালায় দুখ নিবারণ সাহিব গুরুদ্বারে প্রার্থনা করেন নভজ্যোত সিং সিধু ৷ রবিবার রাত 11.40-এ বাড়ি ফেরার পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কর্মী সমর্থকরা ৷ গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাঁকে ঘিরে ধরেন সমর্থক ও সংবাদমাধ্যমের কর্মীরা ৷ তবে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি সিধু ৷

সুনীল জাখরের স্থলাভিষিক্ত হলেন নভজ্যোত সিং সিধু ৷ 2017 সাল থেকে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান ছিলেন জাখর ৷ নয়া সভাপতি হিসেবে সিধুর নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলের অন্যান্য নেতারা তাঁকে অভিনন্দন জানাতে থাকেন ৷ অভিনন্দন জানান অমরিন্দর সিং, রাজা ওয়ারিং, গুরকিরাত সিং কোটলি ৷ সিধুর সমর্থকরা মিষ্টি বিতরণ করেন ৷ ঢাক ঢোল পিটিয়ে শুরু হয়ে যায় নাচ গান ৷

আরও পড়ুন, সত্যকে ধামাচাপা দিলেও হারানো যাবে না, হুঁশিয়ারি সিধুর

সিধুকে প্রদেশ সভাপতি পদে আনা নিয়ে দলের অন্দরে কোন্দল প্রকাশ্যে এসেছিল গত কয়েকদিনে ৷ মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে সিধুর সংঘাত মিটিয়ে রাজ্যে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চালানোর উপরই বেশি জোর দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড ৷ সে জন্যই ক্ষোভ প্রশমিত করতে সিধুকে সভাপতি করার পাশাপাশি তাঁর চারজন সাপোর্ট স্টাফও নির্বাচিত করা হয়েছে ৷ সঙ্গত সিং গিলজিয়ান, সুখবিন্দর সিং ড্যানি, পবন গোয়েল ও কুলজিৎ সিং নাগ্রাকে করা হয়েছে কার্যকরী সভাপতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.