কলকাতা, 21 অক্টোবর : ফের কলকাতা শহরে ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ । এবার ঘটনাস্থল উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিট । ভেঙে পড়া দোতলা বাড়িটির বয়স 300 বছরের কাছাকাছি ।
আরও পড়ুন: Mamata Banerjee : বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে চলতি মাসেই গোয়া যেতে পারেন মমতা
যদিও বাড়িটি ভেঙে পড়লেও কেউ গুরুতর জখম হয়নি বলেই খবর। ক্ষয়ক্ষতির পরিমাণও সামান্য । দমকল সূত্রে খবর, গতকাল গভীর রাতে বাড়িটির ছাদের একাংশ ভেঙে পড়ে । বাড়িটির একটি লোহার সিঁড়ির একাংশও ভেঙে পড়ে । বাড়িটিতে আটকে পড়েন 33 জন ব্যক্তি । স্থানীয় লোকেরা সঙ্গে সঙ্গে দমকল এবং পুলিশকে খবর দেন । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দমকল এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বাড়িটির গায়ে কলকাতা পৌরনিগমের বিপজ্জনক লেখা বোর্ড লাগানো ছিল । বাড়িতে বসবাসকারী লোকেদের সাবধানও করা হয়েছে অনেকবার । কিন্তু এতকিছুর পরেও বাড়ির বাসিন্দারা কোনও কথাতেই কর্ণপাত করেননি।
এই নিয়ে গত পাঁচ দিনে কলকাতায় মোট 16 টি বাড়ি বা বাড়ির একাংশ ভেঙে পড়ল । সব ক্ষেত্রেই বাড়ির বয়স অতি প্রাচীন, বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনাগ্রস্ত বাড়িগুলিতে কলকাতা পৌরনিগমের বিপজ্জনক বোর্ড লাগানো ছিল। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷