ETV Bharat / bharat

যে ভারত আপনাকে ভোট দিয়েছে, তারই শ্বাসকষ্ট হচ্ছে ; মোদিকে খোঁচা পার্থর - পার্থ চট্টোপাধ্যায়

টুইটারে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ টুইটারে তিন লেখেন, এই ভারতই আপনাকে ভোট দিয়েছিল , সেই ভারতবর্ষের এখন শ্বাসকষ্ট হচ্ছে ৷ দিল্লির হাইকোর্টের উল্লেখ টেনে তিনি বলেন, ‘‘হাইকোর্ট অনুসারে মানুষের বাঁচার মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব আপনারই প্রধানমন্ত্রী ৷ যে কোনও মূল্যে সেই মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব আপনার ৷’’

যে ভারত আপনাকে ভোট দিয়েছে
যে ভারত আপনাকে ভোট দিয়েছে
author img

By

Published : Apr 22, 2021, 2:26 PM IST

নয়াদিল্লি, 22 এপ্রিল : দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে ৷ বিশ্বে রেকর্ড করে প্রথমবার দৈনিক সংক্রমণে 3 লাখের গন্ডি ছাড়িয়েছে ভারত ৷ করোনা প্রতিদিন নিজের রেকর্ড ভাঙছে ৷ এই অবস্থায় মৃত্যুর হারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ কোনও হাসপাতালে বেডের অভাব, কোথাও আবার অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু, এযেন রোজকারের শিরোনামে ৷ আর এই পরিস্থিতিতে সমস্ত রাজ্য একযোগে ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ তাদের অভিযোগ, কেন্দ্রের থেকে তারা পর্যাপ্ত পরিমাণে টিকা কিংবা অক্সিজেন কিছুই পাচ্ছে না ৷

বিরোধীরা মোদি সরকারকে একটুও জায়গা ছাড়তে নারাজ ৷ এবার সেই পথে হাঁটলেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ টুইটারে নরেন্দ্র মোদিকে তিনি 'মোদিজি' বলে আখ্যা দিয়ে একহাত নেন রাজ্যের বিদায়ী শিক্ষামন্ত্রী ৷ তিনি টুইটারে আন্তর্জাতিক গণমাধ্যমের একটি ভিডিয়ো আপলোড করেন ৷ হৃদয়বিদারক এই ভিডিয়োতে দেখা যাচ্ছে কী দুর্দশার মধ্যে রয়েছেন করোনা রোগীরা ৷ কোনও করোনা রোগী চোখের সামনে অজ্ঞান হয়ে যাচ্ছেন ৷ ডাক্তারদের কাছে আর্তি জানাচ্ছেন রোগীর পরিবারেরা ৷ শয়ে শয়ে জ্বলছে চিতা ৷ এই ভিডিয়ো আপলোডের সঙ্গে মোদিকে খোঁচা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, মোদিজি কী সাহায্যের এই আর্তি শুনতে পাচ্ছেন না ৷

টুইটে পার্থ লেখেন, এই ভারতই আপনাকে ভোট দিয়েছিল , সেই ভারতবর্ষের এখন শ্বাসকষ্ট হচ্ছে ৷ দিল্লির হাইকোর্টের উল্লেখ টেনে তিনি বলেন, ‘‘হাইকোর্ট অনুসারে মানুষের বাঁচার মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব আপনারই প্রধানমন্ত্রী ৷ যে কোনও মূল্যে সেই মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব আপনার ৷’’ এখনই ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি ৷ এরপর হ্যাস ট্যাগ দিয়ে তিনি লেখেন, মোদি হাটাও দেশ বাঁচাও ৷

পার্থ চট্টোপাধ্যায়ের টুইট
পার্থ চট্টোপাধ্যায়ের টুইট

আরও পড়ুন : বিশ্বে প্রথম ! 3 লাখ পেরোল দৈনিক সংক্রমণ, মৃত দু'হাজারের বেশি

নয়াদিল্লি, 22 এপ্রিল : দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে ৷ বিশ্বে রেকর্ড করে প্রথমবার দৈনিক সংক্রমণে 3 লাখের গন্ডি ছাড়িয়েছে ভারত ৷ করোনা প্রতিদিন নিজের রেকর্ড ভাঙছে ৷ এই অবস্থায় মৃত্যুর হারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ কোনও হাসপাতালে বেডের অভাব, কোথাও আবার অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু, এযেন রোজকারের শিরোনামে ৷ আর এই পরিস্থিতিতে সমস্ত রাজ্য একযোগে ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ তাদের অভিযোগ, কেন্দ্রের থেকে তারা পর্যাপ্ত পরিমাণে টিকা কিংবা অক্সিজেন কিছুই পাচ্ছে না ৷

বিরোধীরা মোদি সরকারকে একটুও জায়গা ছাড়তে নারাজ ৷ এবার সেই পথে হাঁটলেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ টুইটারে নরেন্দ্র মোদিকে তিনি 'মোদিজি' বলে আখ্যা দিয়ে একহাত নেন রাজ্যের বিদায়ী শিক্ষামন্ত্রী ৷ তিনি টুইটারে আন্তর্জাতিক গণমাধ্যমের একটি ভিডিয়ো আপলোড করেন ৷ হৃদয়বিদারক এই ভিডিয়োতে দেখা যাচ্ছে কী দুর্দশার মধ্যে রয়েছেন করোনা রোগীরা ৷ কোনও করোনা রোগী চোখের সামনে অজ্ঞান হয়ে যাচ্ছেন ৷ ডাক্তারদের কাছে আর্তি জানাচ্ছেন রোগীর পরিবারেরা ৷ শয়ে শয়ে জ্বলছে চিতা ৷ এই ভিডিয়ো আপলোডের সঙ্গে মোদিকে খোঁচা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, মোদিজি কী সাহায্যের এই আর্তি শুনতে পাচ্ছেন না ৷

টুইটে পার্থ লেখেন, এই ভারতই আপনাকে ভোট দিয়েছিল , সেই ভারতবর্ষের এখন শ্বাসকষ্ট হচ্ছে ৷ দিল্লির হাইকোর্টের উল্লেখ টেনে তিনি বলেন, ‘‘হাইকোর্ট অনুসারে মানুষের বাঁচার মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব আপনারই প্রধানমন্ত্রী ৷ যে কোনও মূল্যে সেই মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব আপনার ৷’’ এখনই ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি ৷ এরপর হ্যাস ট্যাগ দিয়ে তিনি লেখেন, মোদি হাটাও দেশ বাঁচাও ৷

পার্থ চট্টোপাধ্যায়ের টুইট
পার্থ চট্টোপাধ্যায়ের টুইট

আরও পড়ুন : বিশ্বে প্রথম ! 3 লাখ পেরোল দৈনিক সংক্রমণ, মৃত দু'হাজারের বেশি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.