ETV Bharat / bharat

সংসদের নিরাপত্তা লঙ্ঘন মামলায় মূল অভিযুক্ত ললিতকে 7 দিনের পুলিশ হেফাজত, নির্দেশ দিল্লি পাতিয়ালা হাউস কোর্টের

Parliament security breach case: সংসদের নিরাপত্তা লঙ্ঘন মামলায় মূল অভিযুক্ত ললিতকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল্লি পাতিয়ালা হাউস কোর্টের ৷ বিশেষ বিচারক হরদীপ কৌর, ললিত ঝা'কে দিল্লি পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 5:18 PM IST

Updated : Dec 15, 2023, 6:22 PM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা লঙ্ঘনের মামলায় গ্রেফতার হওয়া ললিত ঝা'কে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ৷ শুক্রবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ বিচারক হরদীপ কৌর, ললিত ঝা'কে দিল্লি পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ এদিন ললিতকে আদালতে পেশ করা হলে, সরকারি আইনজীবী জানান, তিনি (ললিত) সংসদে স্মোক বোমা অ্যাটাকের মূল পরিকল্পনাকারী এবং পুরো ষড়যন্ত্র উদঘাটনের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতেও চায় পুলিশ ৷ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

অন্যদিকে, সংসদের নিরাপত্তা লঙ্ঘনের পিছনে মাস্টারমাইন্ড ললিত মোহন ঝা-এর বড় ভাই শম্ভু ঝা এদিন কার্যত হতভম্ব হয়ে গিয়েছে ৷ তাঁর দাবি, পুরো পরিবার এখনও অবিশ্বাসের মধ্যে রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকে গ্রেফতার করা হয় ললিতকে। এদিন শম্ভু সাংবাদিকদের বলেন, "আমরা জানি না সে কীভাবে এই সমস্ত কিছুতে জড়িত ছিলেন। সে সবসময় ঝামেলা থেকে দূরে থাকত। ছোট থেকেই অত্যন্ত শান্ত এবং খুব অন্তর্মুখী ছিল। আমরা এটুকুই জানতাম সে এনজিওর সঙ্গে জড়িত ছিল ৷ সঙ্গে প্রাইভেট পড়াত ৷ টিভি চ্যানেলে তার ছবি দেখে আমরা সত্যিই হতবাক ৷" বুধবার রাত থেকে শম্ভুর ফোন বাজছে ৷ পুলিশ থেকে শুরু করে আত্মীয়-স্বজন সকলেই ললিতের খোঁজখবর নিচ্ছেন।

তিনি বলেন, "আমরা তাকে শেষবার 10 ডিসেম্বর দেখেছিলাম ৷ আমরা সেসময় বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সে আমাদের সঙ্গে শিয়ালদা স্টেশনে এসেছিল। পরের দিন সে আমাদের ডেকে বলেছিল, কোনও ব্যক্তিগত কাজে নয়াদিল্লি যাচ্ছে। শেষবার আমরা তার সঙ্গে ওই দিনই কথা বলেছিলাম ৷" ললিতের প্রতিবেশীরা নিউজ চ্যানেলে তার ছবি দেখে অবাক হয়েছিলেন ৷ প্রথমে বড়বাজার এলাকায় থাকলেও পরে তার পরিবার উত্তর 24 পরগনা জেলার বাগুইআটিতে স্থানান্তরিত হয়। বড়োবাজার এলাকার রবীন্দ্র সরণিতে চা স্টলের মালিক পাপুন শ, ললিতকে একজন 'শিক্ষক' হিসেবেই চেলেন ৷ দুই বছর আগে সে নিখোঁজ হয়ে যায় বলেও জানান তিনি।

পাপুন শ বলেন, "তিনি একজন শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন ৷ স্থানীয় শিক্ষার্থীদের পড়াতেন। কয়েক বছর আগে তিনি এলাকায় এসে একা থাকতেন। স্থানীয়দের সঙ্গে তিনি খুব কমই মেলামেশা করতেন। মাঝে মাঝে তিনি আমার স্টলে চা খেতেন। তিনি খুব লো প্রোফাইল রাখতেন। দুই বছর আগে তিনি হঠাৎ এলাকা ছেড়ে চলে যান এবং আর ফিরে আসেননি।"

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা লঙ্ঘনের মামলায় গ্রেফতার হওয়া ললিত ঝা'কে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ৷ শুক্রবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ বিচারক হরদীপ কৌর, ললিত ঝা'কে দিল্লি পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ এদিন ললিতকে আদালতে পেশ করা হলে, সরকারি আইনজীবী জানান, তিনি (ললিত) সংসদে স্মোক বোমা অ্যাটাকের মূল পরিকল্পনাকারী এবং পুরো ষড়যন্ত্র উদঘাটনের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতেও চায় পুলিশ ৷ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

অন্যদিকে, সংসদের নিরাপত্তা লঙ্ঘনের পিছনে মাস্টারমাইন্ড ললিত মোহন ঝা-এর বড় ভাই শম্ভু ঝা এদিন কার্যত হতভম্ব হয়ে গিয়েছে ৷ তাঁর দাবি, পুরো পরিবার এখনও অবিশ্বাসের মধ্যে রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকে গ্রেফতার করা হয় ললিতকে। এদিন শম্ভু সাংবাদিকদের বলেন, "আমরা জানি না সে কীভাবে এই সমস্ত কিছুতে জড়িত ছিলেন। সে সবসময় ঝামেলা থেকে দূরে থাকত। ছোট থেকেই অত্যন্ত শান্ত এবং খুব অন্তর্মুখী ছিল। আমরা এটুকুই জানতাম সে এনজিওর সঙ্গে জড়িত ছিল ৷ সঙ্গে প্রাইভেট পড়াত ৷ টিভি চ্যানেলে তার ছবি দেখে আমরা সত্যিই হতবাক ৷" বুধবার রাত থেকে শম্ভুর ফোন বাজছে ৷ পুলিশ থেকে শুরু করে আত্মীয়-স্বজন সকলেই ললিতের খোঁজখবর নিচ্ছেন।

তিনি বলেন, "আমরা তাকে শেষবার 10 ডিসেম্বর দেখেছিলাম ৷ আমরা সেসময় বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সে আমাদের সঙ্গে শিয়ালদা স্টেশনে এসেছিল। পরের দিন সে আমাদের ডেকে বলেছিল, কোনও ব্যক্তিগত কাজে নয়াদিল্লি যাচ্ছে। শেষবার আমরা তার সঙ্গে ওই দিনই কথা বলেছিলাম ৷" ললিতের প্রতিবেশীরা নিউজ চ্যানেলে তার ছবি দেখে অবাক হয়েছিলেন ৷ প্রথমে বড়বাজার এলাকায় থাকলেও পরে তার পরিবার উত্তর 24 পরগনা জেলার বাগুইআটিতে স্থানান্তরিত হয়। বড়োবাজার এলাকার রবীন্দ্র সরণিতে চা স্টলের মালিক পাপুন শ, ললিতকে একজন 'শিক্ষক' হিসেবেই চেলেন ৷ দুই বছর আগে সে নিখোঁজ হয়ে যায় বলেও জানান তিনি।

পাপুন শ বলেন, "তিনি একজন শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন ৷ স্থানীয় শিক্ষার্থীদের পড়াতেন। কয়েক বছর আগে তিনি এলাকায় এসে একা থাকতেন। স্থানীয়দের সঙ্গে তিনি খুব কমই মেলামেশা করতেন। মাঝে মাঝে তিনি আমার স্টলে চা খেতেন। তিনি খুব লো প্রোফাইল রাখতেন। দুই বছর আগে তিনি হঠাৎ এলাকা ছেড়ে চলে যান এবং আর ফিরে আসেননি।"

আরও পড়ুন

সংসদের স্মোক অ্যাটাকে বাংলা যোগ ! মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন রাজ্যের বিরোধীদের

সংসদ হামলার 'মাস্টার মাইন্ড' ললিতের সঙ্গে তাপস রায়ের ছবি ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি মালব্যর

এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসিটিভি খুলে সিআরপিএফ মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

Last Updated : Dec 15, 2023, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.