ETV Bharat / bharat

Air India Flight Emergency Landing: মাঝপথে প্রযুক্তিগত সমস্যা ! দিল্লিতে জরুরি অবতরণ প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার বিমানের - ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর

নয়াদিল্লি'র ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight) । প্যারিসের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরেই প্রযুক্তিগত সমস্যায় বিমানটি ঘুরিয়ে নয়াদিল্লিতে নিয়ে আসেন পাইলট । ডিজিসিএ জানিয়েছে, যাত্রীরা সুরক্ষিতই রয়েছেন (Paris bound Air India flight makes emergency landing in Delhi) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 4, 2023, 4:04 PM IST

Updated : Jan 4, 2023, 4:51 PM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি: প্যারিসের উদ্দেশ্যে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Paris-bound Air India Flight) । কিন্তু টেক-অফের পরেই বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা যায় । তারপরেই দিল্লি'তে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি (Air India flight makes emergency landing) । জানা গিয়েছে, বিমানে থাকা 210 জন যাত্রীই সুরক্ষিত রয়েছেন ।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর (Directorate General of Civil Aviation) এক কর্তা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমান বি787-800 (B787-800) এয়ারক্যাফ্ট VT-AND চালিত বিমান এআই143 দিল্লি থেকে প্যারিস যাচ্ছিল । টেক-অফের প্রায় 35 মিনিট পর পাইলট বিপদ সংকেত পান । তারপরেই তিনি তড়িঘড়ি বিমানটিকে ফিরিয়ে আনেন ।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, মোট 210 জন যাত্রী নিয়ে নয়া দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি । বুধবার বেলা 1.28 মিনিটে টেক-অফ করে বিমানটি । 2.03 মিনিটে এমারজেন্সি ডিক্লেয়ার করা হয় । চালকের কাছে জরুরি ভিত্তিতে বার্তা যাওয়ার পরেই তিনি বিমানবন্দরে যোগাযোগ করে বিমানটি ফিরিয়ে আনতে তৎপর হন । শেষ পর্যন্ত 2.25 মিনিট নাগাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি (Flight makes emergency landing in Delhi)।

  • Air India B787-800 aircraft VT-AND operating flight AI143 (Delhi-Paris) was involved in Air turnback due to Slats Drive snag message: DGCA pic.twitter.com/enJGsf4XfE

    — ANI (@ANI) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ পুরুষ যাত্রীর !

এই ঘটনার পরেই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে (DGCA ordered an Inquiry)। আধঘণ্টা আকাশে থাকার পর হঠাৎ করে প্রযুক্তিগত সমস্যা কীভাবে হল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত কয়েকমাসে দেশের বিভিন্ন বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একাধিক বিমান । সেপ্টেম্বর মাসেই হঠাৎই 40 জন পাইলটকে বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছিল এয়ারলাইন সংস্থা স্পাইসজেট । 4 সপ্তাহের জন্য তাদের 50 শতাংশ বিমান কম উড়ার 'শাস্তি'ও দিয়েছিল ডিজিসিএ ।

আরও পড়ুন: পরিষেবা বাড়াতে কোটি কোটি ডলার খরচ করে 500 বিমান কেনার পরিকল্পনা এয়ার ইন্ডিয়ার

অন্যদিকে, গত বছরের শেষদিকে টাটা গোষ্ঠীর হাতে এসেছে এয়ার ইন্ডিয়া । তারপরেই সংস্থার উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে টাটা । জানা গিয়েছে, 500টি নতুন বিমান কিনতে পারে এয়ার ইন্ডিয়া ৷ সূত্রের খবর, বিষয়টি নিয়ে এয়ারবাস ও বোয়িং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে টাটা গোষ্ঠী (Air India likely to buy 500 aircraft worth billions)৷

নয়াদিল্লি, 4 জানুয়ারি: প্যারিসের উদ্দেশ্যে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Paris-bound Air India Flight) । কিন্তু টেক-অফের পরেই বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা যায় । তারপরেই দিল্লি'তে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি (Air India flight makes emergency landing) । জানা গিয়েছে, বিমানে থাকা 210 জন যাত্রীই সুরক্ষিত রয়েছেন ।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর (Directorate General of Civil Aviation) এক কর্তা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমান বি787-800 (B787-800) এয়ারক্যাফ্ট VT-AND চালিত বিমান এআই143 দিল্লি থেকে প্যারিস যাচ্ছিল । টেক-অফের প্রায় 35 মিনিট পর পাইলট বিপদ সংকেত পান । তারপরেই তিনি তড়িঘড়ি বিমানটিকে ফিরিয়ে আনেন ।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, মোট 210 জন যাত্রী নিয়ে নয়া দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি । বুধবার বেলা 1.28 মিনিটে টেক-অফ করে বিমানটি । 2.03 মিনিটে এমারজেন্সি ডিক্লেয়ার করা হয় । চালকের কাছে জরুরি ভিত্তিতে বার্তা যাওয়ার পরেই তিনি বিমানবন্দরে যোগাযোগ করে বিমানটি ফিরিয়ে আনতে তৎপর হন । শেষ পর্যন্ত 2.25 মিনিট নাগাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি (Flight makes emergency landing in Delhi)।

  • Air India B787-800 aircraft VT-AND operating flight AI143 (Delhi-Paris) was involved in Air turnback due to Slats Drive snag message: DGCA pic.twitter.com/enJGsf4XfE

    — ANI (@ANI) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ পুরুষ যাত্রীর !

এই ঘটনার পরেই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে (DGCA ordered an Inquiry)। আধঘণ্টা আকাশে থাকার পর হঠাৎ করে প্রযুক্তিগত সমস্যা কীভাবে হল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত কয়েকমাসে দেশের বিভিন্ন বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একাধিক বিমান । সেপ্টেম্বর মাসেই হঠাৎই 40 জন পাইলটকে বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছিল এয়ারলাইন সংস্থা স্পাইসজেট । 4 সপ্তাহের জন্য তাদের 50 শতাংশ বিমান কম উড়ার 'শাস্তি'ও দিয়েছিল ডিজিসিএ ।

আরও পড়ুন: পরিষেবা বাড়াতে কোটি কোটি ডলার খরচ করে 500 বিমান কেনার পরিকল্পনা এয়ার ইন্ডিয়ার

অন্যদিকে, গত বছরের শেষদিকে টাটা গোষ্ঠীর হাতে এসেছে এয়ার ইন্ডিয়া । তারপরেই সংস্থার উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে টাটা । জানা গিয়েছে, 500টি নতুন বিমান কিনতে পারে এয়ার ইন্ডিয়া ৷ সূত্রের খবর, বিষয়টি নিয়ে এয়ারবাস ও বোয়িং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে টাটা গোষ্ঠী (Air India likely to buy 500 aircraft worth billions)৷

Last Updated : Jan 4, 2023, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.