কুলু, 14 জুলাই : দু চাকার সামনের বোর্ডে বড় বড় করে ইংরেজি হরফে লেখা কলকাতা ৷ ক্রিং ক্রিং আওয়াজে ছুটে চলেছে পরিমল কাঞ্জির সাইকেল ৷ কোথাও একটু বিশ্রাম নিয়ে ফের ছুটেছে দু চাকা ৷ কলকাতা থেকে ভারত ভ্রমণে বেরিয়েছেন বছর পঞ্চান্নর পরিমল কাঞ্জি (Parimal kanji traveller) ৷ সঙ্গী সাইকেল ৷ সেটি নিয়েই সমতল থেকে পাহাড়ে পৌঁছে গিয়েছেন পরিমলবাবু ৷ পথের দু'পাশে লোকে অবাক হয়ে দেখছে ৷
গোটা দেশ ঘুরে দেখতে চান ৷ বিভিন্ন রাজ্যের সংস্কৃতি, ভাষা, খাওয়া দাওয়ার সঙ্গে পরিচিত হতে চান ৷ পকেটে পয়সা না থাকলেও ইচ্ছেটা ভরপুর ৷ সেই ইচ্ছের টানেই সাইকেল নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছেন পরিমল কাঞ্জি ৷ সূর্য ডুবলে পথের ধারে তাঁবু খাটিয়ে শুয়ে পড়েন ৷ ভাগ্যক্রমে স্থানীয় কেউ খাবার দিয়ে গেলে সেটা খেয়েই রাতটুকু কাটিয়ে দেন ৷ সাত মাস ধরে ভ্রমণপ্রিয় পরিমল কাঞ্জির এটাই রোজনামচা ৷
কলকাতা থেকে যাত্রা শুরু হয়েছে ৷ ইতিমধ্যেই 15 হাজার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়েছেন তিনি ৷ চলতি বছরের পয়লা জানুয়ারি যাত্রা শুরু করেছিলেন ৷ সাইকেলে কতদূর পাড়ি দিলেন ? ওড়িশা, অন্ধ্র, তামিলনাড়ু, কেরল, কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র, রাজস্থান, পঞ্জাব, জম্মু, শ্রীনগর, লেহ, লাদাখ - এক নিঃশ্বাসে নামগুলি বলে গেলেন পঞ্চাশোর্ধ্ব পরিমলবাবু ৷ 15 হাজার কিমি পাড়ি দিয়ে হিমাচল প্রদেশে পৌঁছেছেন তিনি ৷ এরপর কোথায় যাবেন ? পরিমলবাবুর উত্তর, "কয়েকটা দিন হিমাচলে থেকে ফের যাত্রা শুরু করব ৷ উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, উত্তর পূর্ব ভারত দেখে কলকাতায় ফিরব ৷ আমার পুরো ট্রিপ শেষ হয়ে যাবে ৷"
পথেঘাটে কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন ? অনেক রকমের সমস্যাই থাকে ৷ তবে মাঝে করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের কারণে আটকে গিয়েছিলেন শ্রীনগরে ৷ সেখানেই দুটো মাস কাটিয়ে দেন ৷ করোনার প্রকোপ কমে লকডাউন শিথিল হতেই দু'চাকায় ভর দিয়ে ফের বেরিয়ে পড়েছেন পথে ৷
আরও পড়ুন : আর জমজমাট নয় দার্জিলিং, পাহাড়ে যেতে গেলেই লাগবে আরটিপিসিআর রিপোর্ট
পেশায় প্রেশার কুকার সারাইয়ের মিস্ত্রি পরিমল কাঞ্জি পথে যেতে যেতে পরিবেশ সচেতনের বার্তাও দেন ৷ গাছ লাগানো, পরিবেশ দূষণ সম্পর্কে সমাজকে সচেতন করেন ৷ পেট্রলের দাম আকাশ ছুঁয়েছে ৷ পরিমলবাবু বলছেন, একটা সময় আমারও স্কুটার ছিল ৷ তখন পেট্রল ছিল 16 টাকা লিটার ৷ আজ সেটা 100 টাকায় গিয়ে পৌঁছেছে ৷ লোকে দু'কিলোমিটার পথ পাড়ি দিতে গাড়ির ব্যবহার করে ৷ পরিমলবাবুর কথায়, "আমার অত সাধ্য নেই ৷ তাই সাইকেলেই ভাল ৷"