ETV Bharat / bharat

পাকিস্তান ও চিন, উভয় দেশই ভারতের চিন্তার : সেনাপ্রধান - Pakistan

সামনেই আর্মি ডে৷ তার আগে মঙ্গলবার সেনাবাহিনীর বার্ষিক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়৷ সেখানে সেনা প্রধান এম এম নারাভানে জানিয়েছেন যে চিন ও পাকিস্তান, দুটি দেশই ভারতের জন্য চিন্তার ৷

Pakistan and China together form a potent threat: Army Chief
পাকিস্তান ও চিন, উভয় দেশই ভারতের জন্য চিন্তার কারণ : সেনাপ্রধান
author img

By

Published : Jan 12, 2021, 4:49 PM IST

দিল্লি, 12 জানুয়ারি : চিন ও পাকিস্তান, দুটি দেশই ভারতের জন্য চিন্তার৷ তারা একযোগে ভারতকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে ৷ এমনটাই মনে করেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে৷ মঙ্গলবার তিনি হাজির হয়েছিলেন আর্মি ডে উপলক্ষে আয়োজিত বার্ষিক সাংবাদিক সম্মেলনে৷ সেখানেই তিনি এই কথা বলেন৷

তিনি জানান, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া কোনওদিন বন্ধ করবে না৷ কিন্তু ভারত সন্ত্রাসবাদকে কোনও ভাবেই সহ্য করবে না৷ কিন্তু ঠিক কখন ও কোথায় এই জবাব দেওয়া হবে, তাই ভারতীয় সেনারাই ঠিক করবে বলে জানিয়েছেন তিনি৷ আর এই বার্তা যে সকলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটাও তিনি জানিয়েছেন৷ একই সঙ্গে তিনি জানান যে গত বছরটা সেনাবাহিনীর জন্য খুবই চ্যালেঞ্জের ছিল৷ আর সেনার তরফে সেই চ্যালেঞ্জ যথাযথ ভাবে পালন করা হয়েছে৷

গত বছরের একটা বড় সময় ভারতীয় সেনাকে দেশের উত্তর সীমান্তে চিনের বিরুদ্ধে সতর্কতা বজায় রাখতে হয়েছিল৷ সেই প্রসঙ্গই কার্যত উঠে এসেছে সেনাপ্রধানের কথায় ৷ পাশাাপাশি কোভিড পরিস্থিতিও যে সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল, সেটাও তিনি জানিয়েছেন ৷ আগামিদিনেও সেনাবাহিনীকে আরও অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে তিনি মনে করেন ৷ সেই কারণে ওই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে প্রযুক্তির সাহায্য নেওয়া হবে ৷ তার রোডম্যাপও করা হবে ৷

আরও পড়ুন : কৃষি আইন প্রত্য়াহারের দাবি কৃষকদের : রাহুল

উল্লেখ্য, ভারত ও চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েন আগের মতোই রয়েছে ৷ তবে চিন 10 হাজার বাহিনীকে সরিয়ে দিয়েছে৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি কোনও এলাকায় তাদের মোতায়েন করে রাখা ছিল৷ সরকারি একটি সূত্রের খবর, ওই বাহিনীকে প্রশিক্ষণের জন্য সরানো হয়েছে৷

দিল্লি, 12 জানুয়ারি : চিন ও পাকিস্তান, দুটি দেশই ভারতের জন্য চিন্তার৷ তারা একযোগে ভারতকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে ৷ এমনটাই মনে করেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে৷ মঙ্গলবার তিনি হাজির হয়েছিলেন আর্মি ডে উপলক্ষে আয়োজিত বার্ষিক সাংবাদিক সম্মেলনে৷ সেখানেই তিনি এই কথা বলেন৷

তিনি জানান, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া কোনওদিন বন্ধ করবে না৷ কিন্তু ভারত সন্ত্রাসবাদকে কোনও ভাবেই সহ্য করবে না৷ কিন্তু ঠিক কখন ও কোথায় এই জবাব দেওয়া হবে, তাই ভারতীয় সেনারাই ঠিক করবে বলে জানিয়েছেন তিনি৷ আর এই বার্তা যে সকলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটাও তিনি জানিয়েছেন৷ একই সঙ্গে তিনি জানান যে গত বছরটা সেনাবাহিনীর জন্য খুবই চ্যালেঞ্জের ছিল৷ আর সেনার তরফে সেই চ্যালেঞ্জ যথাযথ ভাবে পালন করা হয়েছে৷

গত বছরের একটা বড় সময় ভারতীয় সেনাকে দেশের উত্তর সীমান্তে চিনের বিরুদ্ধে সতর্কতা বজায় রাখতে হয়েছিল৷ সেই প্রসঙ্গই কার্যত উঠে এসেছে সেনাপ্রধানের কথায় ৷ পাশাাপাশি কোভিড পরিস্থিতিও যে সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল, সেটাও তিনি জানিয়েছেন ৷ আগামিদিনেও সেনাবাহিনীকে আরও অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে তিনি মনে করেন ৷ সেই কারণে ওই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে প্রযুক্তির সাহায্য নেওয়া হবে ৷ তার রোডম্যাপও করা হবে ৷

আরও পড়ুন : কৃষি আইন প্রত্য়াহারের দাবি কৃষকদের : রাহুল

উল্লেখ্য, ভারত ও চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েন আগের মতোই রয়েছে ৷ তবে চিন 10 হাজার বাহিনীকে সরিয়ে দিয়েছে৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি কোনও এলাকায় তাদের মোতায়েন করে রাখা ছিল৷ সরকারি একটি সূত্রের খবর, ওই বাহিনীকে প্রশিক্ষণের জন্য সরানো হয়েছে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.