পুনে, 14 জানুয়ারি: উস্তাদ রশিদ খানের প্রয়াণ শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশের সঙ্গীত জগৎ ৷ এরইমধ্যে ফের মন খারাপ করা খবর ৷ চলে গেলেন কিরানা ঘরানা বর্ষীয়ান শিল্পী প্রভা আত্রে ৷ বয়স হয়েছিল 92 বছর ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার পুনেতে মৃত্যু হয় তিন-তিনবার পদ্ম সম্মানে ভূষিত এই শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর ৷
1990 সালে পদ্মশ্রী, 2002 পদ্মভূষণের পর 2022 সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন প্রভা আত্রে ৷ শনিবার ঘুমের মধ্য়েই শিল্পী হৃদরোগে আক্রান্ত হন বলে পরিবার সূত্রে খবর ৷ এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ৷ কিন্তু চিকিৎসা শুরুর আগেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
প্রয়াত শিল্পীর নিকট আত্মীয়রা প্রায় সকলেই আমেরিকা নিবাসী ৷ তারা দেশে ফিরলেই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে ৷ উল্লেখযোগ্য বিষয় হল, শনিবার তাঁর একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত প্রভা আত্রেকে তড়িঘড়ি দীননাথ মঙ্গেশকর হাসপাতালে নিয়ে আসা হলে ভোর 5টা 30 মিনিটে মৃত্যু হয় তাঁর ৷
1932 পুনেতেই জন্ম প্রভা আত্রের ৷ কিরানা ঘরানার প্রসিদ্ধ শিল্পী সুরেশবাবু মানের কাছে তাঁর শাস্ত্রীয় সঙ্গীতের হাতেখড়ি ৷ ক্রমেই তাঁর কণ্ঠের খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পৌঁছয় ৷ রাজ্যের তরফে শিল্পীর শেষকৃত্যের ঘোষণা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ তিনি বলেন, "ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর অবদান সর্বোচ্চ পর্যায়ে ৷" আগামী 16 জানুয়ারি পুনেতেই শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত শিল্পীর ৷
আরও পড়ুন: