ETV Bharat / bharat

Economic Survey 2022 : অর্থনীতি সম্পর্কে বিরোধীদের কোনও মতামত নেই, বাজেট অধিবেশনের শুরুতেই তোপ চিদম্বরমের - P Chidambaram says Opposition has no views on economy

আজ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । দু'বছর ধরে কোভিড আক্রমণে নিম্নমুখী দেশের অর্থনৈতিক উন্নতি । তা নিয়েই কেন্দ্রের সমালোচনায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ একইসঙ্গে তাঁর তোপের মুখে পড়লেন কংগ্রেস-সহ বিরোধী দলগুলিও (P Chidambaram slammed Opposition parties) ৷

Economic Survey
অর্থনীতি সম্পর্কে বিরোধীদের কোনও মতামত নেই, বাজেট অধিবেশনের শুরুতেই তোপ চিদম্বরমের
author img

By

Published : Feb 1, 2022, 10:28 AM IST

Updated : Feb 1, 2022, 11:10 AM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : আজই সংসদে 2022-23 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ ক্রমশ রুগ্ন হতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কী দাওয়াই দেয় কেন্দ্র, সেদিকেই তাকিয়ে দেশবাসী ৷ বেশ কয়েকবছর ধরেই বারবার অর্থনীতির প্রসঙ্গে সরকারকে কোনঠাসা করেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ৷ কিন্তু বাজেটের কয়েক ঘণ্টা আগেই উলটপুরাণ ৷ ‘‘ভারতে কোনও বিরোধী দল নেই ৷ যদি থেকেও থাকে, অর্থনীতি সম্পর্কে তাদের কোনও মতামত নেই ।’’ পার্লামেন্টের উভয় কক্ষে অর্থনৈতিক সমীক্ষা পেশ হওয়ার পর এভাবেই বিরোধী দলগুলিকে আক্রমণ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram slammed Opposition parties) ৷

চার্লস ডিকেন্সের উপন্যাস 'এ টেল অফ টু সিটিস' থেকে অংশ উদ্ধৃত করে চিদম্বরম লেখেন, ‘‘এটি সেরা সময় ছিল, এটি ছিল সবচেয়ে খারাপ সময় ।’’ বাজেট অধিবেশনের প্রথম দিনের শেষে তিনি বলেন 31 মার্চ, 2022-এ জিডিপি 31 মার্চ, 2020-এর মতো একই স্তরে থাকবে । বিরোধীদের পাশাপাশি সরকারকে কটাক্ষ করে তিনি টুইটে লেখেন, ‘‘আমরা যেখানে 31 মার্চ, 2020-তে ছিলাম, সেখানে ফিরে যেতে দু'বছর সময় লাগল ।’’

  • On the morning after the Economic Survey, if you read some newspapers, you will come to the conclusion that there is no Opposition in India

    And, even if there is a feeble Opposition, it has no views on the economy

    — P. Chidambaram (@PChidambaram_IN) February 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Union Budget 2022 : করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই আজ বাজেট পেশ করবেন নির্মলা

গত বছরের মতো 2022 বাজেটে কাগজ ব্যবহার করা হয়নি (Finance Minister Nirmala Sitharaman to present the union budget 2022 today) । 2021 থেকে এই পরিবর্তন শুরু হয়েছে । চিরাচরিত লেজার বা বই-খাতার বদলে নির্মলা সীতারমন ট্যাবলেট নিয়ে সংসদে এসে বাজেট পেশ করেছিলেন । গত বছর অর্থমন্ত্রীর বাজেট ভাষণ রেকর্ড গড়েছিল । ভারতের সংসদীয় ইতিহাসে এখনও পর্যন্ত এত দীর্ঘ বক্তৃতা কেউ দেননি । 2 ঘণ্টা 40 মিনিট ধরে তিনি বাজেট পেশ করেছিলেন ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : আজই সংসদে 2022-23 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ ক্রমশ রুগ্ন হতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কী দাওয়াই দেয় কেন্দ্র, সেদিকেই তাকিয়ে দেশবাসী ৷ বেশ কয়েকবছর ধরেই বারবার অর্থনীতির প্রসঙ্গে সরকারকে কোনঠাসা করেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ৷ কিন্তু বাজেটের কয়েক ঘণ্টা আগেই উলটপুরাণ ৷ ‘‘ভারতে কোনও বিরোধী দল নেই ৷ যদি থেকেও থাকে, অর্থনীতি সম্পর্কে তাদের কোনও মতামত নেই ।’’ পার্লামেন্টের উভয় কক্ষে অর্থনৈতিক সমীক্ষা পেশ হওয়ার পর এভাবেই বিরোধী দলগুলিকে আক্রমণ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram slammed Opposition parties) ৷

চার্লস ডিকেন্সের উপন্যাস 'এ টেল অফ টু সিটিস' থেকে অংশ উদ্ধৃত করে চিদম্বরম লেখেন, ‘‘এটি সেরা সময় ছিল, এটি ছিল সবচেয়ে খারাপ সময় ।’’ বাজেট অধিবেশনের প্রথম দিনের শেষে তিনি বলেন 31 মার্চ, 2022-এ জিডিপি 31 মার্চ, 2020-এর মতো একই স্তরে থাকবে । বিরোধীদের পাশাপাশি সরকারকে কটাক্ষ করে তিনি টুইটে লেখেন, ‘‘আমরা যেখানে 31 মার্চ, 2020-তে ছিলাম, সেখানে ফিরে যেতে দু'বছর সময় লাগল ।’’

  • On the morning after the Economic Survey, if you read some newspapers, you will come to the conclusion that there is no Opposition in India

    And, even if there is a feeble Opposition, it has no views on the economy

    — P. Chidambaram (@PChidambaram_IN) February 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Union Budget 2022 : করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই আজ বাজেট পেশ করবেন নির্মলা

গত বছরের মতো 2022 বাজেটে কাগজ ব্যবহার করা হয়নি (Finance Minister Nirmala Sitharaman to present the union budget 2022 today) । 2021 থেকে এই পরিবর্তন শুরু হয়েছে । চিরাচরিত লেজার বা বই-খাতার বদলে নির্মলা সীতারমন ট্যাবলেট নিয়ে সংসদে এসে বাজেট পেশ করেছিলেন । গত বছর অর্থমন্ত্রীর বাজেট ভাষণ রেকর্ড গড়েছিল । ভারতের সংসদীয় ইতিহাসে এখনও পর্যন্ত এত দীর্ঘ বক্তৃতা কেউ দেননি । 2 ঘণ্টা 40 মিনিট ধরে তিনি বাজেট পেশ করেছিলেন ৷

Last Updated : Feb 1, 2022, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.