", "primaryImageOfPage": { "@id": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13545459-402-13545459-1636019366065.jpg" }, "inLanguage": "bn", "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "contentUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13545459-402-13545459-1636019366065.jpg" } } }
", "articleSection": "bharat", "articleBody": "এত দিন পেট্রল-ডিজেলের দামের প্রসঙ্গ উঠলে নানা যুক্তি দিতেন বিজেপির নেতা-মন্ত্রীরা ৷ ‘সস্তায় পেট্রল চাইলে আফগানিস্তান চলে যান’, ‘বিনামূল্যে টিকা পাচ্ছেন, সেই যথেষ্ট নয় কি’, এমন মণিমুক্তোও ঝরে পড়েছে তাঁদের মুখ থেকে ৷ কিন্তু বুধবার কেন্দ্রের ঘোষণার পরই একযোগে নরেন্দ্র মোদির বন্দনায় নেমে পড়েন বিজেপির ছোট-বড় সব নেতা-মন্ত্রীরা ৷নয়াদিল্লি, 4 নভেম্বর: প্রায় দেড় বছর পর রাশ টানা হল পেট্রল-ডিজেলের দামে ৷ তার পরেও সমালোচনা থেকে নিষ্কৃতি পাচ্ছে না কেন্দ্র ৷ এত দিন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ কানে না তুললেও, উপনির্বাচনের ‘ভরাডুবি’তে ভয় পেয়েই সাত তাড়াতাড়ি উৎপাদন শুল্ক কমানো হল বলে অভিযোগ বিরোধীদের ৷ তাদের দাবি, জ্বালানির উপর থেকে এই শুল্ক হ্রাস আসলে উপনির্বাচনের ফলাফলের ফসল ৷ জ্বালানির চড়া মূল্য নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন বিরোধীরা ৷ তা নিয়ে কটাক্ষ করতে গিয়ে ‘পকেটমার হইতে সাবধান’ বলেও সাধারণ মানুষকে সতর্ক করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাতে এত দিন কোনও গা না করলেও, বুধবার আচমকাই পেট্রল-ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক কমিয়ে দেয় কেন্দ্র ৷ রাজনৈতিক স্বার্থেই কেন্দ্র উৎপাদন শুল্ক কমাতে বাধ্য হয়েছে বলে মনে করছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ৷ বৃহস্পতিবার টুইটারে তিনি লেখেন, ‘30টি বিধানসভা এবং 3টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল থেকে একটি উপজাত ফসলের আমদানি ৷ পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক হ্রাস করেছে কেন্দ্র ৷ আমরা দীর্ঘদিন ধরেই তা বলে আসছিলাম, চড়া শুল্কের জন্যই যে জ্বালানির দাম আকাশছোঁয়া হয়েছে ৷ কেন্দ্রের লোভের জন্যই হয়রান হচ্ছেন সাধারণ মানুষ ৷ আজ তা প্রমাণ হয়ে গেল ৷ ’যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী । চিদম্বরমের অভিযোগের পাল্টা তাঁর জবাব, ‘‘মানুষের চাহিদার তোয়াক্কা না করে এই ধরনের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর । মানুষের দুঃখ বুঝি আমরা । তাই সব অভিযোগে মুখ বুজে রয়েছি । মানুষের সুখ-দুঃখ পাশে আছি আমরা ।’’আরও পড়ুন: Yogi Adityanath: দোল পর্যন্ত বিনামূল্যে রেশন, ভোটের আগে কল্পতরু যোগী The results of the 30 Assembly and 3 LS by-elections have produced a by-productThe centre has cut excise duties on petrol and diesel!— P. Chidambaram (@PChidambaram_IN) November 4, 2021 পেট্রল-ডিজেলের দাম 100-র কোঠায় নিয়ে যাওয়ার পর 5-10 টাকা ছাড় দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, ‘‘গত 18 মাসে 35 টাকা বাড়ানোর পর মোদি সরকার 5 টাকা শুল্ক কমিয়েছে ৷ ইউপিএ আমলের শুল্কে ফিরে যেতে হবে তাদের ৷ তবেই রক্ষা পাবেন মানুষ ৷ তবে মনে হচ্ছে, বিজেপি যত ভোটে হারবে, ততই দাম কমবে পেট্রল-ডিজেলের ৷’’পেট্রল-ডিজেলের দাম নিয়ে লাগাতার কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বাংলা । অবশেষে শুল্ক কমানো নিয়ে সরাসরি নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে একহাত নেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন । টুইটারে লেখেন, ‘‘মতি ফিরল তাহলে । গত কয়েক মাস ধরে লক্ষ লক্ষ মানুষকে হয়রান করে, যন্ত্রণা দিয়ে পেট্রল-ডিজেলের দামে নয়া চমক স্টান্ট মাস্টার এম এবং এস-এর । ’’ After increasing petrol price by more than ₹35 in last 18 months, Modi govt has cut excise tax by just ₹5Tax on fuel must be brought to what it was during UPA rule. That would be real relief to the people.Looks like, the more BJP loses elections,cheaper fuel rates will get.— Mallikarjun Kharge (@kharge) November 3, 2021 এত দিন যে চড়া দামে জ্বালানি বিক্রি হয়েছে, সেই তুলনায় দাম তেমন কমানো হয়নি বলেও অভিযোগ করেন ডেরেক । তাঁর কথায়, ‘‘গত বছর পেট্রলের উপর শুল্ক বাড়ানো হয় 65 শতাংশ । এখন কমানো হল 15 শতাংশ । এবছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পেট্রলের বর্ধিত শুল্ক থেকে সরকারের আয় গত বছরের তুলনায় 33 শতাংশ বাড়ে । কোভিডের আগে যা আয় হত, পেট্রল-ডিজেল থেকে সরকার এখন তার চেয়ে 79 শতাংশ বেশি আয় করে ।’দীর্ঘ টানাপড়েনের পর বৃহস্পতিবার পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক হ্রাস করে কেন্দ্র ৷ প্রতি লিটার পেট্রলে 5 টাকা কমানো হয় উৎপাদন শুল্ক ৷ লিটার প্রতি ডিজেলের উৎপাদন শুল্ক কমানো হয় 10 টাকা ৷ কেন্দ্রের সেই ঘোষণার পরই বিজেপিশাসিত অসম, ত্রিপুরা, মণিপুর, কর্নাটক, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ এবং উত্তরখণ্ডেও পেট্রল-ডিজেলের উপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো হয় ৷ বিজেপির মিত্র হিসেবে পরিচিত ওড়িশার বিজু জনতা দলের (বিজেডি) সরকারও দাম কমানোর সিদ্ধান্ত নেয় । আরও পড়ুন: Punjab Congress : বিধানসভা ভোটের আগে ঘরে-বাইরের দ্বন্দ্বে জেরবার পঞ্জাব কংগ্রেসএত দিন পেট্রল-ডিজেলের দামের প্রসঙ্গ উঠলে নানা যুক্তি দিতেন বিজেপির নেতা-মন্ত্রীরা ৷ ‘সস্তায় পেট্রল চাইলে আফগানিস্তান চলে যান’, ‘বিনামূল্যে টিকা পাচ্ছেন, সেই যথেষ্ট নয় কি’, এমন মণিমুক্তোও ঝরে পড়েছে তাঁদের মুখ থেকে ৷ কিন্তু বুধবার কেন্দ্রের ঘোষণার পরই একযোগে নরেন্দ্র মোদীর বন্দনায় নেমে পড়েন বিজেপির ছোট-বড় সব নেতা-মন্ত্রীরা ৷ দীপাবলির আগে দেশবাসীর হাতে অনন্য উপহার তুলে দিয়েছেন বলে মন্তব্য করতে দেখা যায় তাঁদের ৷ Laut ke buddhu ghar ko aaye😜After months of causing hardship and pain to millions, excise duty on petrol and diesel tweaked by stunt masters M&S— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 3, 2021 তাই দাম সমান্য কমানোর পর যে ভাবে বিজেপি নেতারা মোদিস্তূতিতে নেমে পড়েন তার তীব্র নিন্দা করেন বিরোধী শিবিরের নেতারা । সাধারণ মানুষের যন্ত্রণা লাঘবে নয়, উপনির্বাচনের ফলাফল দেখে মনে ভয় জেগেছে, তাই সাত তাড়াতাড়ি পেট্রল-ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে মানুষের ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করছেন তাঁরা । উল্লেখ্য, চড়া শুল্কের জেরে গত এক বছরেই প্রতি লিটারে পেট্রলের দাম বাড়ে 26 টাকা । গত 12 মাসে প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে 25 টাকা । শুধু পেট্রল-ডিজেল থেকে 2018-’19 সালে সরকারের আয় হয় 2.3 লক্ষ কোটি টাকা । 2.5 কোটি টাকা আয় হয় 2017-’18 সালে । কিন্তু অতিরিক্ত হারে দাম বাড়তে থাকায় এবছর শুধুমাত্র এপ্রিল-জুলাই মাসেই কেন্দ্রের আয় হয় 1 লক্ষ কোটি টাকা । তা নিয়ে লাগাতার কেন্দ্রের উপর চাপ দিয়ে আসছিল বিরোধী দলগুলি । তাতেই শেষ পর্যন্ত কেন্দ্র অবস্থান বদলাল বলে মনে করা হচ্ছে । কেন্দ্রের ঘোষণার পর গোয়া সরকার পেট্রল-ডিজেলের উপর থেকে প্রতি লিটারে 7 টাকা ভ্যাট কমিয়েছে । উত্তরাখণ্ডে পেট্রলের দামের উপর থেকে ভ্যাট কমানো হয়েছে 2 টাকা । হরিয়ানা দুই জ্বালানির উপর থেকেই ১২ টাকা প্রতি লিটারে ভ্যাট কমানো হয়েছে । ওড়িশায় প্রতি লিটারে 3 টাকা কমানো হয়েছে পেট্রল-ডিজেলের দাম ।", "url": "https://www.etvbharat.com/bengali/west-bengal/bharat/p-chidambaram-derek-obrien-take-dig-at-modi-government-over-fuel-tax-cut-just-after-bypolls-results/wb20211104165206078", "inLanguage": "bn", "datePublished": "2021-11-04T16:52:07+05:30", "dateModified": "2021-11-04T20:48:51+05:30", "dateCreated": "2021-11-04T16:52:07+05:30", "thumbnailUrl": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13545459-402-13545459-1636019366065.jpg", "mainEntityOfPage": { "@type": "WebPage", "@id": "https://www.etvbharat.com/bengali/west-bengal/bharat/p-chidambaram-derek-obrien-take-dig-at-modi-government-over-fuel-tax-cut-just-after-bypolls-results/wb20211104165206078", "name": "Fuel Price: উপনির্বাচনে ধাক্কার জের, পেট্রল-ডিজেলের শুল্ক হ্রাস নিয়ে মোদি-শাহকে কটাক্ষ বিরোধীদের", "image": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13545459-402-13545459-1636019366065.jpg" }, "image": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13545459-402-13545459-1636019366065.jpg", "width": 1200, "height": 900 }, "author": { "@type": "Organization", "name": "ETV Bharat", "url": "https://www.etvbharat.com/author/undefined" }, "publisher": { "@type": "Organization", "name": "ETV Bharat West Bengal", "url": "https://www.etvbharat.com", "logo": { "@type": "ImageObject", "url": "https://etvbharatimages.akamaized.net/etvbharat/static/assets/images/etvlogo/bengali.png", "width": 82, "height": 60 } } }

ETV Bharat / bharat

Fuel Price: উপনির্বাচনে ধাক্কার জের, পেট্রল-ডিজেলের শুল্ক হ্রাস নিয়ে মোদি-শাহকে কটাক্ষ বিরোধীদের - BJP

এত দিন পেট্রল-ডিজেলের দামের প্রসঙ্গ উঠলে নানা যুক্তি দিতেন বিজেপির নেতা-মন্ত্রীরা ৷ ‘সস্তায় পেট্রল চাইলে আফগানিস্তান চলে যান’, ‘বিনামূল্যে টিকা পাচ্ছেন, সেই যথেষ্ট নয় কি’, এমন মণিমুক্তোও ঝরে পড়েছে তাঁদের মুখ থেকে ৷ কিন্তু বুধবার কেন্দ্রের ঘোষণার পরই একযোগে নরেন্দ্র মোদির বন্দনায় নেমে পড়েন বিজেপির ছোট-বড় সব নেতা-মন্ত্রীরা ৷

P Chidambaram, Derek O.Brien take dig at Modi government over fuel tax cut just after bypolls results
আচমকা পেট্রল-ডিজেলের শুল্কহ্রাস নিয়ে মোদী-শাহকে কটাক্ষ বিরোধীদের
author img

By

Published : Nov 4, 2021, 4:52 PM IST

Updated : Nov 4, 2021, 8:48 PM IST

নয়াদিল্লি, 4 নভেম্বর: প্রায় দেড় বছর পর রাশ টানা হল পেট্রল-ডিজেলের দামে ৷ তার পরেও সমালোচনা থেকে নিষ্কৃতি পাচ্ছে না কেন্দ্র ৷ এত দিন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ কানে না তুললেও, উপনির্বাচনের ‘ভরাডুবি’তে ভয় পেয়েই সাত তাড়াতাড়ি উৎপাদন শুল্ক কমানো হল বলে অভিযোগ বিরোধীদের ৷ তাদের দাবি, জ্বালানির উপর থেকে এই শুল্ক হ্রাস আসলে উপনির্বাচনের ফলাফলের ফসল ৷

জ্বালানির চড়া মূল্য নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন বিরোধীরা ৷ তা নিয়ে কটাক্ষ করতে গিয়ে ‘পকেটমার হইতে সাবধান’ বলেও সাধারণ মানুষকে সতর্ক করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাতে এত দিন কোনও গা না করলেও, বুধবার আচমকাই পেট্রল-ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক কমিয়ে দেয় কেন্দ্র ৷

রাজনৈতিক স্বার্থেই কেন্দ্র উৎপাদন শুল্ক কমাতে বাধ্য হয়েছে বলে মনে করছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ৷ বৃহস্পতিবার টুইটারে তিনি লেখেন, ‘30টি বিধানসভা এবং 3টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল থেকে একটি উপজাত ফসলের আমদানি ৷ পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক হ্রাস করেছে কেন্দ্র ৷ আমরা দীর্ঘদিন ধরেই তা বলে আসছিলাম, চড়া শুল্কের জন্যই যে জ্বালানির দাম আকাশছোঁয়া হয়েছে ৷ কেন্দ্রের লোভের জন্যই হয়রান হচ্ছেন সাধারণ মানুষ ৷ আজ তা প্রমাণ হয়ে গেল ৷ ’

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী । চিদম্বরমের অভিযোগের পাল্টা তাঁর জবাব, ‘‘মানুষের চাহিদার তোয়াক্কা না করে এই ধরনের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর । মানুষের দুঃখ বুঝি আমরা । তাই সব অভিযোগে মুখ বুজে রয়েছি । মানুষের সুখ-দুঃখ পাশে আছি আমরা ।’’

আরও পড়ুন: Yogi Adityanath: দোল পর্যন্ত বিনামূল্যে রেশন, ভোটের আগে কল্পতরু যোগী

পেট্রল-ডিজেলের দাম 100-র কোঠায় নিয়ে যাওয়ার পর 5-10 টাকা ছাড় দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, ‘‘গত 18 মাসে 35 টাকা বাড়ানোর পর মোদি সরকার 5 টাকা শুল্ক কমিয়েছে ৷ ইউপিএ আমলের শুল্কে ফিরে যেতে হবে তাদের ৷ তবেই রক্ষা পাবেন মানুষ ৷ তবে মনে হচ্ছে, বিজেপি যত ভোটে হারবে, ততই দাম কমবে পেট্রল-ডিজেলের ৷’’

পেট্রল-ডিজেলের দাম নিয়ে লাগাতার কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বাংলা । অবশেষে শুল্ক কমানো নিয়ে সরাসরি নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে একহাত নেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন । টুইটারে লেখেন, ‘‘মতি ফিরল তাহলে । গত কয়েক মাস ধরে লক্ষ লক্ষ মানুষকে হয়রান করে, যন্ত্রণা দিয়ে পেট্রল-ডিজেলের দামে নয়া চমক স্টান্ট মাস্টার এম এবং এস-এর । ’’

  • After increasing petrol price by more than ₹35 in last 18 months, Modi govt has cut excise tax by just ₹5

    Tax on fuel must be brought to what it was during UPA rule. That would be real relief to the people.

    Looks like, the more BJP loses elections,cheaper fuel rates will get.

    — Mallikarjun Kharge (@kharge) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এত দিন যে চড়া দামে জ্বালানি বিক্রি হয়েছে, সেই তুলনায় দাম তেমন কমানো হয়নি বলেও অভিযোগ করেন ডেরেক । তাঁর কথায়, ‘‘গত বছর পেট্রলের উপর শুল্ক বাড়ানো হয় 65 শতাংশ । এখন কমানো হল 15 শতাংশ । এবছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পেট্রলের বর্ধিত শুল্ক থেকে সরকারের আয় গত বছরের তুলনায় 33 শতাংশ বাড়ে । কোভিডের আগে যা আয় হত, পেট্রল-ডিজেল থেকে সরকার এখন তার চেয়ে 79 শতাংশ বেশি আয় করে ।’

দীর্ঘ টানাপড়েনের পর বৃহস্পতিবার পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক হ্রাস করে কেন্দ্র ৷ প্রতি লিটার পেট্রলে 5 টাকা কমানো হয় উৎপাদন শুল্ক ৷ লিটার প্রতি ডিজেলের উৎপাদন শুল্ক কমানো হয় 10 টাকা ৷ কেন্দ্রের সেই ঘোষণার পরই বিজেপিশাসিত অসম, ত্রিপুরা, মণিপুর, কর্নাটক, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ এবং উত্তরখণ্ডেও পেট্রল-ডিজেলের উপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো হয় ৷ বিজেপির মিত্র হিসেবে পরিচিত ওড়িশার বিজু জনতা দলের (বিজেডি) সরকারও দাম কমানোর সিদ্ধান্ত নেয় ।

আরও পড়ুন: Punjab Congress : বিধানসভা ভোটের আগে ঘরে-বাইরের দ্বন্দ্বে জেরবার পঞ্জাব কংগ্রেস

এত দিন পেট্রল-ডিজেলের দামের প্রসঙ্গ উঠলে নানা যুক্তি দিতেন বিজেপির নেতা-মন্ত্রীরা ৷ ‘সস্তায় পেট্রল চাইলে আফগানিস্তান চলে যান’, ‘বিনামূল্যে টিকা পাচ্ছেন, সেই যথেষ্ট নয় কি’, এমন মণিমুক্তোও ঝরে পড়েছে তাঁদের মুখ থেকে ৷ কিন্তু বুধবার কেন্দ্রের ঘোষণার পরই একযোগে নরেন্দ্র মোদীর বন্দনায় নেমে পড়েন বিজেপির ছোট-বড় সব নেতা-মন্ত্রীরা ৷ দীপাবলির আগে দেশবাসীর হাতে অনন্য উপহার তুলে দিয়েছেন বলে মন্তব্য করতে দেখা যায় তাঁদের ৷

  • Laut ke buddhu ghar ko aaye😜

    After months of causing hardship and pain to millions, excise duty on petrol and diesel tweaked by stunt masters M&S

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাই দাম সমান্য কমানোর পর যে ভাবে বিজেপি নেতারা মোদিস্তূতিতে নেমে পড়েন তার তীব্র নিন্দা করেন বিরোধী শিবিরের নেতারা । সাধারণ মানুষের যন্ত্রণা লাঘবে নয়, উপনির্বাচনের ফলাফল দেখে মনে ভয় জেগেছে, তাই সাত তাড়াতাড়ি পেট্রল-ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে মানুষের ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করছেন তাঁরা ।

উল্লেখ্য, চড়া শুল্কের জেরে গত এক বছরেই প্রতি লিটারে পেট্রলের দাম বাড়ে 26 টাকা । গত 12 মাসে প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে 25 টাকা । শুধু পেট্রল-ডিজেল থেকে 2018-’19 সালে সরকারের আয় হয় 2.3 লক্ষ কোটি টাকা । 2.5 কোটি টাকা আয় হয় 2017-’18 সালে । কিন্তু অতিরিক্ত হারে দাম বাড়তে থাকায় এবছর শুধুমাত্র এপ্রিল-জুলাই মাসেই কেন্দ্রের আয় হয় 1 লক্ষ কোটি টাকা । তা নিয়ে লাগাতার কেন্দ্রের উপর চাপ দিয়ে আসছিল বিরোধী দলগুলি । তাতেই শেষ পর্যন্ত কেন্দ্র অবস্থান বদলাল বলে মনে করা হচ্ছে ।

কেন্দ্রের ঘোষণার পর গোয়া সরকার পেট্রল-ডিজেলের উপর থেকে প্রতি লিটারে 7 টাকা ভ্যাট কমিয়েছে । উত্তরাখণ্ডে পেট্রলের দামের উপর থেকে ভ্যাট কমানো হয়েছে 2 টাকা । হরিয়ানা দুই জ্বালানির উপর থেকেই ১২ টাকা প্রতি লিটারে ভ্যাট কমানো হয়েছে । ওড়িশায় প্রতি লিটারে 3 টাকা কমানো হয়েছে পেট্রল-ডিজেলের দাম ।

নয়াদিল্লি, 4 নভেম্বর: প্রায় দেড় বছর পর রাশ টানা হল পেট্রল-ডিজেলের দামে ৷ তার পরেও সমালোচনা থেকে নিষ্কৃতি পাচ্ছে না কেন্দ্র ৷ এত দিন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ কানে না তুললেও, উপনির্বাচনের ‘ভরাডুবি’তে ভয় পেয়েই সাত তাড়াতাড়ি উৎপাদন শুল্ক কমানো হল বলে অভিযোগ বিরোধীদের ৷ তাদের দাবি, জ্বালানির উপর থেকে এই শুল্ক হ্রাস আসলে উপনির্বাচনের ফলাফলের ফসল ৷

জ্বালানির চড়া মূল্য নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন বিরোধীরা ৷ তা নিয়ে কটাক্ষ করতে গিয়ে ‘পকেটমার হইতে সাবধান’ বলেও সাধারণ মানুষকে সতর্ক করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাতে এত দিন কোনও গা না করলেও, বুধবার আচমকাই পেট্রল-ডিজেলের উপর থেকে উৎপাদন শুল্ক কমিয়ে দেয় কেন্দ্র ৷

রাজনৈতিক স্বার্থেই কেন্দ্র উৎপাদন শুল্ক কমাতে বাধ্য হয়েছে বলে মনে করছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ৷ বৃহস্পতিবার টুইটারে তিনি লেখেন, ‘30টি বিধানসভা এবং 3টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল থেকে একটি উপজাত ফসলের আমদানি ৷ পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক হ্রাস করেছে কেন্দ্র ৷ আমরা দীর্ঘদিন ধরেই তা বলে আসছিলাম, চড়া শুল্কের জন্যই যে জ্বালানির দাম আকাশছোঁয়া হয়েছে ৷ কেন্দ্রের লোভের জন্যই হয়রান হচ্ছেন সাধারণ মানুষ ৷ আজ তা প্রমাণ হয়ে গেল ৷ ’

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী । চিদম্বরমের অভিযোগের পাল্টা তাঁর জবাব, ‘‘মানুষের চাহিদার তোয়াক্কা না করে এই ধরনের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর । মানুষের দুঃখ বুঝি আমরা । তাই সব অভিযোগে মুখ বুজে রয়েছি । মানুষের সুখ-দুঃখ পাশে আছি আমরা ।’’

আরও পড়ুন: Yogi Adityanath: দোল পর্যন্ত বিনামূল্যে রেশন, ভোটের আগে কল্পতরু যোগী

পেট্রল-ডিজেলের দাম 100-র কোঠায় নিয়ে যাওয়ার পর 5-10 টাকা ছাড় দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, ‘‘গত 18 মাসে 35 টাকা বাড়ানোর পর মোদি সরকার 5 টাকা শুল্ক কমিয়েছে ৷ ইউপিএ আমলের শুল্কে ফিরে যেতে হবে তাদের ৷ তবেই রক্ষা পাবেন মানুষ ৷ তবে মনে হচ্ছে, বিজেপি যত ভোটে হারবে, ততই দাম কমবে পেট্রল-ডিজেলের ৷’’

পেট্রল-ডিজেলের দাম নিয়ে লাগাতার কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বাংলা । অবশেষে শুল্ক কমানো নিয়ে সরাসরি নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে একহাত নেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন । টুইটারে লেখেন, ‘‘মতি ফিরল তাহলে । গত কয়েক মাস ধরে লক্ষ লক্ষ মানুষকে হয়রান করে, যন্ত্রণা দিয়ে পেট্রল-ডিজেলের দামে নয়া চমক স্টান্ট মাস্টার এম এবং এস-এর । ’’

  • After increasing petrol price by more than ₹35 in last 18 months, Modi govt has cut excise tax by just ₹5

    Tax on fuel must be brought to what it was during UPA rule. That would be real relief to the people.

    Looks like, the more BJP loses elections,cheaper fuel rates will get.

    — Mallikarjun Kharge (@kharge) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এত দিন যে চড়া দামে জ্বালানি বিক্রি হয়েছে, সেই তুলনায় দাম তেমন কমানো হয়নি বলেও অভিযোগ করেন ডেরেক । তাঁর কথায়, ‘‘গত বছর পেট্রলের উপর শুল্ক বাড়ানো হয় 65 শতাংশ । এখন কমানো হল 15 শতাংশ । এবছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পেট্রলের বর্ধিত শুল্ক থেকে সরকারের আয় গত বছরের তুলনায় 33 শতাংশ বাড়ে । কোভিডের আগে যা আয় হত, পেট্রল-ডিজেল থেকে সরকার এখন তার চেয়ে 79 শতাংশ বেশি আয় করে ।’

দীর্ঘ টানাপড়েনের পর বৃহস্পতিবার পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক হ্রাস করে কেন্দ্র ৷ প্রতি লিটার পেট্রলে 5 টাকা কমানো হয় উৎপাদন শুল্ক ৷ লিটার প্রতি ডিজেলের উৎপাদন শুল্ক কমানো হয় 10 টাকা ৷ কেন্দ্রের সেই ঘোষণার পরই বিজেপিশাসিত অসম, ত্রিপুরা, মণিপুর, কর্নাটক, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ এবং উত্তরখণ্ডেও পেট্রল-ডিজেলের উপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো হয় ৷ বিজেপির মিত্র হিসেবে পরিচিত ওড়িশার বিজু জনতা দলের (বিজেডি) সরকারও দাম কমানোর সিদ্ধান্ত নেয় ।

আরও পড়ুন: Punjab Congress : বিধানসভা ভোটের আগে ঘরে-বাইরের দ্বন্দ্বে জেরবার পঞ্জাব কংগ্রেস

এত দিন পেট্রল-ডিজেলের দামের প্রসঙ্গ উঠলে নানা যুক্তি দিতেন বিজেপির নেতা-মন্ত্রীরা ৷ ‘সস্তায় পেট্রল চাইলে আফগানিস্তান চলে যান’, ‘বিনামূল্যে টিকা পাচ্ছেন, সেই যথেষ্ট নয় কি’, এমন মণিমুক্তোও ঝরে পড়েছে তাঁদের মুখ থেকে ৷ কিন্তু বুধবার কেন্দ্রের ঘোষণার পরই একযোগে নরেন্দ্র মোদীর বন্দনায় নেমে পড়েন বিজেপির ছোট-বড় সব নেতা-মন্ত্রীরা ৷ দীপাবলির আগে দেশবাসীর হাতে অনন্য উপহার তুলে দিয়েছেন বলে মন্তব্য করতে দেখা যায় তাঁদের ৷

  • Laut ke buddhu ghar ko aaye😜

    After months of causing hardship and pain to millions, excise duty on petrol and diesel tweaked by stunt masters M&S

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাই দাম সমান্য কমানোর পর যে ভাবে বিজেপি নেতারা মোদিস্তূতিতে নেমে পড়েন তার তীব্র নিন্দা করেন বিরোধী শিবিরের নেতারা । সাধারণ মানুষের যন্ত্রণা লাঘবে নয়, উপনির্বাচনের ফলাফল দেখে মনে ভয় জেগেছে, তাই সাত তাড়াতাড়ি পেট্রল-ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে মানুষের ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে করছেন তাঁরা ।

উল্লেখ্য, চড়া শুল্কের জেরে গত এক বছরেই প্রতি লিটারে পেট্রলের দাম বাড়ে 26 টাকা । গত 12 মাসে প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে 25 টাকা । শুধু পেট্রল-ডিজেল থেকে 2018-’19 সালে সরকারের আয় হয় 2.3 লক্ষ কোটি টাকা । 2.5 কোটি টাকা আয় হয় 2017-’18 সালে । কিন্তু অতিরিক্ত হারে দাম বাড়তে থাকায় এবছর শুধুমাত্র এপ্রিল-জুলাই মাসেই কেন্দ্রের আয় হয় 1 লক্ষ কোটি টাকা । তা নিয়ে লাগাতার কেন্দ্রের উপর চাপ দিয়ে আসছিল বিরোধী দলগুলি । তাতেই শেষ পর্যন্ত কেন্দ্র অবস্থান বদলাল বলে মনে করা হচ্ছে ।

কেন্দ্রের ঘোষণার পর গোয়া সরকার পেট্রল-ডিজেলের উপর থেকে প্রতি লিটারে 7 টাকা ভ্যাট কমিয়েছে । উত্তরাখণ্ডে পেট্রলের দামের উপর থেকে ভ্যাট কমানো হয়েছে 2 টাকা । হরিয়ানা দুই জ্বালানির উপর থেকেই ১২ টাকা প্রতি লিটারে ভ্যাট কমানো হয়েছে । ওড়িশায় প্রতি লিটারে 3 টাকা কমানো হয়েছে পেট্রল-ডিজেলের দাম ।

Last Updated : Nov 4, 2021, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.