নয়াদিল্লি, 17 মে : করোনা কালে যাঁরা কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে অথবা অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিল্লি হাইকোর্টের ৷ এই বিষয়ে রুজু হওয়া জনস্বার্থ মামলাটিকেই স্বজনহারাদের তরফে করা মামলা হিসাবে বিবেচনা করার নির্দেশ দিল আদালত ৷ সোমবার একইসঙ্গে কেন্দ্র এবং দিল্লি সরকারকে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷
তবে এই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করবে না বলেই জানিয়েছে সংশ্লিষ্ট বেঞ্চ ৷ এদিন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন প্য়াটেল এবং বিচারপতি জ্যোতি সিংয়ের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, করোনাকালে যাঁদের মৃত্য়ু হয়েছে, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নীতি নির্ধারকদের আওতাভুক্ত ৷ আদালত সেখানে নাক গলাবে না ৷
প্রসঙ্গত, করোনায় স্বজনহারাদের ক্ষতিপূরণের দাবিতে একটি জনস্বার্থ মামলা রুজু হয়েছে দিল্লি হাইকোর্টে ৷ মামলাকারী পেশায় আইনজীবী পূরব মিদ্ধা ৷ আদালতের নির্দেশ, এই জনস্বার্থ মামলাটিকে স্বজনহারাদের তরফে করা মামলা হিসাবে গণ্য করুক দুই সরকার ৷ আইন, নিয়ম ও নীতি মেনেই এই বিষয়ে পদক্ষেপ করা হোক ৷ পাশাপাশি, সরকার যাতে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বেশি সময় না লাগায়, তাও নির্দেশ দিয়েছে আদালত ৷
আরও পড়ুন : প্রধানমন্ত্রী ও ভেন্টিলেটরের মধ্যে অনেক মিল, ফের মোদিকে বিঁধলেন রাহুল
প্রসঙ্গত, আইনজীবী পূরব মিদ্ধা তাঁর করা মামলায় আর্জি জানিয়েছেন, করোনায় স্বজনহারাদের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহযোগিতা করা হোক ৷ কারণ, বহু ক্ষেত্রেই একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়েছে আক্রান্ত পরিবারগুলি ৷ এই ক্ষতিপূরণের টাকা জোগাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল এবং পিএম কেয়ার্স তহবিল ব্য়বহারের আবেদন করেছেন পূরব ৷