ETV Bharat / bharat

2011 সালে সবচেয়ে বেশি ভিখারি ছিল বাংলায়

2011 সালে গোটা দেশে ভিখারির সংখ্যা ছিল চার লাখেরও বেশি ৷ ভিখারির সংখ্যার বিচারে রাজ্যভিত্তিক তালিকায় সবার উপরে নাম ছিল পশ্চিমবঙ্গের ৷ এ রাজ্যে ভিখারির সংখ্যা ছিল 81 হাজার 244 ৷ রাজ্য়সভায় এই হিসাব পেশ করেন কেন্দ্রীয় সামাজিক ন্য়ায়বিচার মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট ৷

Over 4 lakh beggars in India, West Bengal ranks top: Govt informs Rajya Sabha
ভারতের চার লাখেরও বেশি মানুষের পেশা ভিক্ষাবৃত্তি
author img

By

Published : Mar 11, 2021, 4:42 PM IST

নয়াদিল্লি, 11 মার্চ : ভারতে ভিখারির সংখ্যা চার লাখেরও বেশি ৷ যার মধ্যে সবথেকে এগিয়ে পশ্চিমবঙ্গ ৷ এ রাজ্যে ভিখারির সংখ্যা 81 হাজার 244 ৷ যেখানে লাক্ষাদ্বীপে ভবঘুরের সংখ্যা মাত্র দুই ! তবে এই হিসাবে এখনকার নয়, 2011 সালের ৷ রাজ্যসভায় যা পেশ করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্য়ায়বিচার মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট ৷

গেহলটের পেশ করা হিসাব বলছে, 2011 সালে ভারতে মোট ভিখারি ছিলেন 4 লাখ 13 হাজার 670 জন ৷ তার মধ্যে 2 লাখ 21 হাজার 673 জন পুরুষ এবং 1 লাখ 91 হাজার 997 জন মহিলা ৷ একটি প্রশ্নের লিখিত জবাবে একথা জানান গেহলট ৷

ভিখারিদের সংখ্যার বিচারে তালিকায় সবথেকে উপরে নাম ছিল পশ্চিমবঙ্গের ৷ এ রাজ্যে ভিখারির সংখ্যা ছিল 81 হাজার 224 জন ৷ দ্বিতীয় স্থানে নাম ছিল উত্তরপ্রদেশের ৷ 2011 সালে সেখানে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেন 65 হাজার 835 জন ৷ তিন নম্বরে থাকা অন্ধ্রপ্রদেশে ভিখারি ছিলেন 30 হাজার 218 জন ৷ তালিকার পরের দু’টি রাজ্য মধ্যপ্রদেশ এবং রাজস্থান ৷ যেখানে ভিখারির সংখ্যা যথাক্রমে 28 হাজার 695 এবং 25 হাজার 853 জন ৷ 2011 সালে দেশের রাজধানী দিল্লিতে ভিক্ষুক ছিলেন 2 হাজার 187 জন ৷ অন্যদিকে চণ্ডীগড়ে মাত্র 121 জন ভিখারির সন্ধান মিলেছিল ৷

আরও পড়ুন : মিলে গেল লোকসভা-রাজ্যসভা, নতুন চ্যানেল সংসদ

2011 সালের আদমশুমারি অনুযায়ী, সেই সময় লাক্ষাদ্বীপে মাত্র দু’জন ভবঘুরের সন্ধান মিলেছিল ৷ দাদরা নগর হাভেলি, দমন ও দিউ এবং আন্দামান-নিকোবরে এই সংখ্যাটাই ছিল যথাক্রমে 19, 22 এবং 56 ৷

নয়াদিল্লি, 11 মার্চ : ভারতে ভিখারির সংখ্যা চার লাখেরও বেশি ৷ যার মধ্যে সবথেকে এগিয়ে পশ্চিমবঙ্গ ৷ এ রাজ্যে ভিখারির সংখ্যা 81 হাজার 244 ৷ যেখানে লাক্ষাদ্বীপে ভবঘুরের সংখ্যা মাত্র দুই ! তবে এই হিসাবে এখনকার নয়, 2011 সালের ৷ রাজ্যসভায় যা পেশ করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্য়ায়বিচার মন্ত্রী থাওয়ার চাঁদ গেহলট ৷

গেহলটের পেশ করা হিসাব বলছে, 2011 সালে ভারতে মোট ভিখারি ছিলেন 4 লাখ 13 হাজার 670 জন ৷ তার মধ্যে 2 লাখ 21 হাজার 673 জন পুরুষ এবং 1 লাখ 91 হাজার 997 জন মহিলা ৷ একটি প্রশ্নের লিখিত জবাবে একথা জানান গেহলট ৷

ভিখারিদের সংখ্যার বিচারে তালিকায় সবথেকে উপরে নাম ছিল পশ্চিমবঙ্গের ৷ এ রাজ্যে ভিখারির সংখ্যা ছিল 81 হাজার 224 জন ৷ দ্বিতীয় স্থানে নাম ছিল উত্তরপ্রদেশের ৷ 2011 সালে সেখানে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেন 65 হাজার 835 জন ৷ তিন নম্বরে থাকা অন্ধ্রপ্রদেশে ভিখারি ছিলেন 30 হাজার 218 জন ৷ তালিকার পরের দু’টি রাজ্য মধ্যপ্রদেশ এবং রাজস্থান ৷ যেখানে ভিখারির সংখ্যা যথাক্রমে 28 হাজার 695 এবং 25 হাজার 853 জন ৷ 2011 সালে দেশের রাজধানী দিল্লিতে ভিক্ষুক ছিলেন 2 হাজার 187 জন ৷ অন্যদিকে চণ্ডীগড়ে মাত্র 121 জন ভিখারির সন্ধান মিলেছিল ৷

আরও পড়ুন : মিলে গেল লোকসভা-রাজ্যসভা, নতুন চ্যানেল সংসদ

2011 সালের আদমশুমারি অনুযায়ী, সেই সময় লাক্ষাদ্বীপে মাত্র দু’জন ভবঘুরের সন্ধান মিলেছিল ৷ দাদরা নগর হাভেলি, দমন ও দিউ এবং আন্দামান-নিকোবরে এই সংখ্যাটাই ছিল যথাক্রমে 19, 22 এবং 56 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.