ETV Bharat / bharat

Oppositions Meeting on Terrorist Hit-list: জঙ্গিদের নিশানায় ছিল বিরোধী জোটের বৈঠক, সিদ্দারামাইয়াকে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীর - Opposition Party Meeting was on Terrorist Hit list

সন্ত্রাসবাদীদের নিশানায় ছিল বেঙ্গালুরুতে হওয়া বিরোধী দলগুলির বৈঠক ৷ বেঙ্গালুরুর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ ও এএনআই-এর যৌথ অভিযানে ধৃত সন্দেহভাজন 5 জঙ্গিকে জেরায় এই তথ্য জানা গিয়েছে ৷ কর্ণাটক স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে এ নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন ৷

Oppositions Meeting on Terrorist Hit-list ETV BHARAT
Oppositions Meeting on Terrorist Hit-list
author img

By

Published : Jul 19, 2023, 6:38 PM IST

বেঙ্গালুরু, 19 জুলাই: বেঙ্গালুরুতে গ্রেফতার হওয়া সন্দেহভাজন 5 জঙ্গি সম্পর্কে বিস্ফোরক তথ্য ৷ গত দু’দিন ধরে বেঙ্গালুরুতে চলা 26 বিরোধী দলের বৈঠকে হামলা চালানোর পরিকল্পনা ছিল ধৃত 5 জনের ৷ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দেওয়া রিপোর্টে এমনটাই জানিয়েছে কর্ণাটকের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী ৷ দফতরের মন্ত্রী জি পরমেশ্বর নিজে এই রিপোর্ট পেশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে ৷ সেই রিপোর্টে উল্লেখ্য করা হয়েছে, 17 ও 18 জুলাই বেঙ্গালুরুতে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটের যে বৈঠক হচ্ছিল, সেটিও ওই সন্দেহভাজন জঙ্গিদের নিশানায় ছিল ৷

বেঙ্গালুরু পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এনআইএ-এর সঙ্গে যৌথ অভিযানে প্রথমে এক জঙ্গিকে গ্রেফতার করা হয় ৷ পরবর্তী সময়ে বাকি 4 জনকে গ্রেফতার করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ ৷ গোয়েন্দা সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, দু’দিনে বেঙ্গালুরুতে একাধিক বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল ওই 5 জনের ৷ তারমধ্যে একটি ছিল 26টি বিরোধী রাজনৈতিক দলের বৈঠক ৷ গোয়েন্দা বিভাগের আধিকারিকদের থেকে তথ্য পাওয়ার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

গোয়েন্দারা ওই 5 জনকে জেরায় জানতে পেরেছেন বেঙ্গালুরুর একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বড়সড় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল ৷ সক্ষেত্রে সিসিবি ও এনআইএ-এর একদিন দেরি হলে বেঙ্গালুরু শহরে বড় কোনও হামলা করতে পারত ধৃত সন্দেহভাজন জঙ্গিরা ৷ বেঙ্গালুরু পুলিশের এই সাফল্যের জন্য তাদের প্রশংসা করেছেন স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী জি পরমেশ্বর ৷ উল্লেখ্য, ধৃত পাঁচ জঙ্গিদের মধ্যে 4 জন স্থানীয় আরতিনগর থানা এলাকার কুখ্যাত দুষ্কৃতী ৷ তাদের বিরুদ্ধে করোনার সময় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন: বেঙ্গালুরুতে বিস্ফোরণের ছক ! গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জঙ্গি

গোয়েন্দা সূত্রে খবর, জেলে থাকাকালীন ওই চারজনের সঙ্গে এক ব্য়ক্তির পরিচয় হয় ৷ পরবর্তী সময়ে তারা জানতে পারে, সে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ৷ জেল থেকে ছাড়া পেয়েও তাদের মধ্যে যোগাযোগ ছিল ৷ সম্প্রতি তারা বেঙ্গালুরু শহরকে নিশানা করেছিল ৷ আর সেই নিশানায় অন্যতম ছিল বিরোধী 26টি রাজনৈতিক দলের বৈঠক ৷ ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, বোমা বানানোর সামগ্রী ও ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷

বেঙ্গালুরু, 19 জুলাই: বেঙ্গালুরুতে গ্রেফতার হওয়া সন্দেহভাজন 5 জঙ্গি সম্পর্কে বিস্ফোরক তথ্য ৷ গত দু’দিন ধরে বেঙ্গালুরুতে চলা 26 বিরোধী দলের বৈঠকে হামলা চালানোর পরিকল্পনা ছিল ধৃত 5 জনের ৷ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দেওয়া রিপোর্টে এমনটাই জানিয়েছে কর্ণাটকের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী ৷ দফতরের মন্ত্রী জি পরমেশ্বর নিজে এই রিপোর্ট পেশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে ৷ সেই রিপোর্টে উল্লেখ্য করা হয়েছে, 17 ও 18 জুলাই বেঙ্গালুরুতে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটের যে বৈঠক হচ্ছিল, সেটিও ওই সন্দেহভাজন জঙ্গিদের নিশানায় ছিল ৷

বেঙ্গালুরু পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এনআইএ-এর সঙ্গে যৌথ অভিযানে প্রথমে এক জঙ্গিকে গ্রেফতার করা হয় ৷ পরবর্তী সময়ে বাকি 4 জনকে গ্রেফতার করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ ৷ গোয়েন্দা সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, দু’দিনে বেঙ্গালুরুতে একাধিক বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল ওই 5 জনের ৷ তারমধ্যে একটি ছিল 26টি বিরোধী রাজনৈতিক দলের বৈঠক ৷ গোয়েন্দা বিভাগের আধিকারিকদের থেকে তথ্য পাওয়ার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

গোয়েন্দারা ওই 5 জনকে জেরায় জানতে পেরেছেন বেঙ্গালুরুর একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বড়সড় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল ৷ সক্ষেত্রে সিসিবি ও এনআইএ-এর একদিন দেরি হলে বেঙ্গালুরু শহরে বড় কোনও হামলা করতে পারত ধৃত সন্দেহভাজন জঙ্গিরা ৷ বেঙ্গালুরু পুলিশের এই সাফল্যের জন্য তাদের প্রশংসা করেছেন স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী জি পরমেশ্বর ৷ উল্লেখ্য, ধৃত পাঁচ জঙ্গিদের মধ্যে 4 জন স্থানীয় আরতিনগর থানা এলাকার কুখ্যাত দুষ্কৃতী ৷ তাদের বিরুদ্ধে করোনার সময় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন: বেঙ্গালুরুতে বিস্ফোরণের ছক ! গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জঙ্গি

গোয়েন্দা সূত্রে খবর, জেলে থাকাকালীন ওই চারজনের সঙ্গে এক ব্য়ক্তির পরিচয় হয় ৷ পরবর্তী সময়ে তারা জানতে পারে, সে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ৷ জেল থেকে ছাড়া পেয়েও তাদের মধ্যে যোগাযোগ ছিল ৷ সম্প্রতি তারা বেঙ্গালুরু শহরকে নিশানা করেছিল ৷ আর সেই নিশানায় অন্যতম ছিল বিরোধী 26টি রাজনৈতিক দলের বৈঠক ৷ ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, বোমা বানানোর সামগ্রী ও ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.