ETV Bharat / bharat

Presidential Election 2022 : নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থীর খোঁজে বিরোধীরা - তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে বৈঠক করে বিরোধীরা (Opposition Meeting on Presidential Election) ৷ এই বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Leader Mamata Banerjee) ৷

Opposition Parties Looking for Unanimous Candidate for Presidential Election 2022
Presidential Election 2022 : নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থীর খোঁজে বিরোধীরা
author img

By

Published : Jun 15, 2022, 6:39 PM IST

নয়াদিল্লি, 15 জুন : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের বৈঠকে কোনও নাম চূড়ান্ত হল না ৷ তবে বিরোধীরা ঠিক করেছে যে তাদের তরফে সর্বসম্মতিতে একজনকে প্রার্থী করা হবে ৷ বৈঠক শেষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Leader Mamata Banerjee) জানান, বৈঠকে উপস্থিত বিরোধী দলের নেতারা শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন৷ কিন্তু তিনি রাজি হননি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিল বিরোধীরা (Opposition Meeting on Presidential Election) ৷ বিজেপি বিরোধী 17টি দল যোগদান করে বৈঠকে ৷ যদিও বৈঠকে 22টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনিই সকলকে চিঠি দিয়ে এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷

  • Several parties were here today. We've decided we will choose only one consensus candidate. Everybody will give this candidate our support. We will consult with others. This is a good beginning. We sat together after several months, and we will do it again: Mamata Banerjee, TMC pic.twitter.com/oI2L5xDp3n

    — ANI (@ANI) June 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রের খবর, বৈঠকে একাধিক রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ৷ সেই তালিকায় যেমন শরদ পাওয়ার রয়েছেন, তেমনই আলোচনা হয়েছে ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাকে নিয়েও ৷ আবার পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির নাম উঠে এসেছে আলোচনায় ৷

  • A UNITED OPPOSITION is the need of the hour to fight the DIVISIVE & OPPRESSIVE regime of @BJP4India.

    Our Hon'ble Chairperson @MamataOfficial convened the Opposition meeting on Presidential Elections in Delhi.

    Together, we will fight with all our might FOR THE PEOPLE OF INDIA. pic.twitter.com/reHBdwprKj

    — All India Trinamool Congress (@AITCofficial) June 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু কোনও নামই চূড়ান্ত হয়নি ৷ বৈঠক শেষে বিরোধীদের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে যে বিরোধীরা এমন একজনকে প্রার্থী করতে চাইছে, যিনি সংবিধান রক্ষার কাজ করতে পারবেন ৷ মোদি সরকারকে সংবিধান বিরোধী কাজ করতে বাধা দেবেন ৷

আরও পড়ুন : TRS-AAP Skip Opposition Meet: কংগ্রেস থাকায় মমতার ডাকা বিরোধী বৈঠকে যাবে না টিআরএস, অনুপস্থিত আপও

নয়াদিল্লি, 15 জুন : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের বৈঠকে কোনও নাম চূড়ান্ত হল না ৷ তবে বিরোধীরা ঠিক করেছে যে তাদের তরফে সর্বসম্মতিতে একজনকে প্রার্থী করা হবে ৷ বৈঠক শেষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Leader Mamata Banerjee) জানান, বৈঠকে উপস্থিত বিরোধী দলের নেতারা শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন৷ কিন্তু তিনি রাজি হননি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিল বিরোধীরা (Opposition Meeting on Presidential Election) ৷ বিজেপি বিরোধী 17টি দল যোগদান করে বৈঠকে ৷ যদিও বৈঠকে 22টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনিই সকলকে চিঠি দিয়ে এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷

  • Several parties were here today. We've decided we will choose only one consensus candidate. Everybody will give this candidate our support. We will consult with others. This is a good beginning. We sat together after several months, and we will do it again: Mamata Banerjee, TMC pic.twitter.com/oI2L5xDp3n

    — ANI (@ANI) June 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রের খবর, বৈঠকে একাধিক রাজনৈতিক নেতার নাম উঠে এসেছে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ৷ সেই তালিকায় যেমন শরদ পাওয়ার রয়েছেন, তেমনই আলোচনা হয়েছে ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাকে নিয়েও ৷ আবার পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির নাম উঠে এসেছে আলোচনায় ৷

  • A UNITED OPPOSITION is the need of the hour to fight the DIVISIVE & OPPRESSIVE regime of @BJP4India.

    Our Hon'ble Chairperson @MamataOfficial convened the Opposition meeting on Presidential Elections in Delhi.

    Together, we will fight with all our might FOR THE PEOPLE OF INDIA. pic.twitter.com/reHBdwprKj

    — All India Trinamool Congress (@AITCofficial) June 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু কোনও নামই চূড়ান্ত হয়নি ৷ বৈঠক শেষে বিরোধীদের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে যে বিরোধীরা এমন একজনকে প্রার্থী করতে চাইছে, যিনি সংবিধান রক্ষার কাজ করতে পারবেন ৷ মোদি সরকারকে সংবিধান বিরোধী কাজ করতে বাধা দেবেন ৷

আরও পড়ুন : TRS-AAP Skip Opposition Meet: কংগ্রেস থাকায় মমতার ডাকা বিরোধী বৈঠকে যাবে না টিআরএস, অনুপস্থিত আপও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.