নয়াদিল্লি, 12 মে : দেশের 12টি মুখ্য বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একযোগে চিঠি পাঠাল ৷ চিঠিতে দেশের বর্তমান পরিস্থিতিকে গণ বিপর্যয় অ্যাখ্যা দিয়ে একাধিক দাবি সামনে রেখেছে তারা ৷ সেই দাবির মধ্যে যেমন সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্ট বন্ধ করে অক্সিজেন ও টিকা কেনার আর্জি রয়েছে ৷ তেমনই কৃষি আইন প্রত্যাহার করার প্রস্তাবও করেছে বিরোধীরা ৷
বিরোধীদের পাঠানো চিঠিতে মোট 9টি প্রস্তাব দেওয়া হয়েছে ৷ লেখা হয়েছে, "আমরা যৌথভাবে অথবা ব্য়ক্তিগতভাবে বারবার আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি ৷ অথচ আপনার সরকার হয় সেই পরামর্শ এড়িয়ে চলেছে বা কোনও গুরুত্ব দেয়নি । কেন্দ্রের এই মনোভাবই দেশকে আজ এই গণবিপর্যয়ের মুখোমুখি দাঁড় করিয়েছে ৷" চিঠিতে যে নয়টি প্রস্তাব রাখা হয়েছে সেগুলি হল-
- দেশীয় অথবা বিদেশি সংস্থা থেকে ভ্যাকসিন মজুত
- অবিলম্বে বিনামূল্যে গণটিকাকরণ শুরু
- দেশে প্রস্তুত টিকার সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা
- টিকাকরণের জন্য 35 হাজার কোটি টাকা বরাদ্দ
- পিএম কেয়ার ফান্ডের টাকা দিয়ে অক্সিজেন, ভ্যাকসিন ও চিকিৎসার সরঞ্জাম কেনার প্রস্তাব
- সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্ট বন্ধ করে সেই টাকায় অক্সিজেন এবং ভ্যাকসিন ক্রয়
- বেকারদের প্রতিমাসে 6 হাজার টাকা দেওয়ার প্রস্তাব
- গরিবদের বিনামূল্যে খাদ্য়শস্য সরবরাহ
- করোনা থেকে কৃষকদের বাঁচাতে কৃষি আইন প্রত্যাহার
এই চিঠির দ্রুত প্রতিক্রিয়া চেয়েছে বিরোধী দলগুলি ৷ দেশের মানুষের স্বার্থে শীঘ্রই এই প্রস্তাবগুলি নিয়ে ভেবে দেখার অনুরোধ করা হয়েছে ৷ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি এই চিঠিতে স্বাক্ষর করেনি ৷