ETV Bharat / bharat

ECI to Law Ministry: এক ব্যক্তি এক আসনে ভোটে লড়বেন, কেন্দ্রকে প্রস্তাব নির্বাচন কমিশনের - Chief Election Commissioner Rajiv Kumar

এক ব্যক্তি সর্বাধিক একটি আসনেই লড়াই করতে পারবেন (One person One Seat ECI Proposal to Law Ministry) ৷ এমন প্রস্তাবই দিলেন ভারতীয় নির্বাচন কমিশনের মুখ্য কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajiv Kumar) ৷ কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে এ নিয়ে একটি চিঠি দিয়েছেন তিনি ৷

one-person-one-seat-eci-proposal-to-law-ministry
one-person-one-seat-eci-proposal-to-law-ministry
author img

By

Published : Oct 8, 2022, 3:39 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর: এক ব্যক্তি একটি কেন্দ্র থেকেই নির্বাচনে দাঁড়াতে পারবেন ৷ এই নিয়ম লাগু করতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে প্রস্তাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (One person One Seat ECI Proposal to Law Ministry) ৷ বর্তমানে একজন যোগ্য ব্যক্তি একসঙ্গে দু’টি কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন ৷

প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশন 284টি রাজনৈতিক দলকে স্বীকৃতিহীন বলে ঘোষণা করেছে ভারতীয় নির্বাচন কমিশন ৷ আর 253টি দলকে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন ৷ সেই সূত্রেই এ বার নির্বাচন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে একজন প্রার্থীর একটি আসনে ভোটে দাঁড়াবেন, এই নিয়ম আনার প্রস্তাব পেশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ প্রসঙ্গত, 2019 লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধি অমেঠি এবং ওয়েনাড কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান ৷

প্রসঙ্গত, সেই নির্বাচনে রাহুল ওয়েনাড থেকে জেতেন ৷ কিন্তু, অমেঠি থেকে হেরে যান ৷ কিন্তু, যদি অমেঠি থেকেও জিততেন, তাহলে কোনও একটি আসন তাঁকে ছেড়ে দিতে হত ৷ পরবর্তী সময়ে সেখানে উপনির্বাচন করাতে হত কমিশনকে ৷ যেমনটা করতে হয়েছিল 2014 সালে নরেন্দ্র মোদির ক্ষেত্রে ৷ যেখানে তিনি বারাণসী এবং ভদোদরা দুই লোকসভা কেন্দ্র থেকে জিতে ছিলেন ৷ কিন্তু, ভদোদরা কেন্দ্র থেকে ইস্তফা দিয়ে দেন তিনি ৷ ফলে সেখানে উপনির্বাচন করতে হয় ৷

আরও পড়ুন: শুধু হিন্দিকে রাষ্ট্র ভাষা করার পরিকল্পনা নেই, রাহুলের মত জানাল কংগ্রেস

এখানেই সমস্যার কথা জানিয়েছেন ভারতীয় নির্বাচন কমিশন (Chief Election Commissioner Rajiv Kumar) ৷ তাদের মতে, এর ফলে অতিরিক্ত অর্থ খরচ এবং মানব সম্পদ প্রয়োজন হয় ৷ যা এড়াতে চাইছে ভারতের নির্বাচন কমিশন ৷ তবে, কেন্দ্র নির্বাচন কমিশনের এই প্রস্তাব মেনে নেয় কি না, সেটাই এখন দেখার ৷

নয়াদিল্লি, 8 অক্টোবর: এক ব্যক্তি একটি কেন্দ্র থেকেই নির্বাচনে দাঁড়াতে পারবেন ৷ এই নিয়ম লাগু করতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে প্রস্তাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (One person One Seat ECI Proposal to Law Ministry) ৷ বর্তমানে একজন যোগ্য ব্যক্তি একসঙ্গে দু’টি কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন ৷

প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশন 284টি রাজনৈতিক দলকে স্বীকৃতিহীন বলে ঘোষণা করেছে ভারতীয় নির্বাচন কমিশন ৷ আর 253টি দলকে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন ৷ সেই সূত্রেই এ বার নির্বাচন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে একজন প্রার্থীর একটি আসনে ভোটে দাঁড়াবেন, এই নিয়ম আনার প্রস্তাব পেশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ প্রসঙ্গত, 2019 লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধি অমেঠি এবং ওয়েনাড কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান ৷

প্রসঙ্গত, সেই নির্বাচনে রাহুল ওয়েনাড থেকে জেতেন ৷ কিন্তু, অমেঠি থেকে হেরে যান ৷ কিন্তু, যদি অমেঠি থেকেও জিততেন, তাহলে কোনও একটি আসন তাঁকে ছেড়ে দিতে হত ৷ পরবর্তী সময়ে সেখানে উপনির্বাচন করাতে হত কমিশনকে ৷ যেমনটা করতে হয়েছিল 2014 সালে নরেন্দ্র মোদির ক্ষেত্রে ৷ যেখানে তিনি বারাণসী এবং ভদোদরা দুই লোকসভা কেন্দ্র থেকে জিতে ছিলেন ৷ কিন্তু, ভদোদরা কেন্দ্র থেকে ইস্তফা দিয়ে দেন তিনি ৷ ফলে সেখানে উপনির্বাচন করতে হয় ৷

আরও পড়ুন: শুধু হিন্দিকে রাষ্ট্র ভাষা করার পরিকল্পনা নেই, রাহুলের মত জানাল কংগ্রেস

এখানেই সমস্যার কথা জানিয়েছেন ভারতীয় নির্বাচন কমিশন (Chief Election Commissioner Rajiv Kumar) ৷ তাদের মতে, এর ফলে অতিরিক্ত অর্থ খরচ এবং মানব সম্পদ প্রয়োজন হয় ৷ যা এড়াতে চাইছে ভারতের নির্বাচন কমিশন ৷ তবে, কেন্দ্র নির্বাচন কমিশনের এই প্রস্তাব মেনে নেয় কি না, সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.