ETV Bharat / bharat

একটার দামই 30 হাজার ! প্রশিক্ষণ দিতে পারেন আপনিও ; কোথায় মিলবে এই মহার্ঘ-মুরগি ?

Hen Price: 30 হাজার টাকায় মুরগি বিক্রি হচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জে ৷ চাইলে তার মাংসও খেতে পারেন আবার কিনে তাকে প্রশিক্ষণও দিতে পারেন ৷ কিন্তু কেন এত দাম ? পড়ুন বিস্তারিত প্রতিবেদন।

Etv Bharat
30 হাজারি মুরগি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 7:51 AM IST

Updated : Dec 13, 2023, 9:42 AM IST

চাক্ষুষ করে নিন 30 হাজারি মুরগি

বালাসোর, 13 ডিসেম্বর: সাধারণত একটা মুরগির দাম কত হতে পারে ? বড় জোড় 500 বা হাজার টাকা ৷ তার চেয়ে বেশি দামে মুরগি বিক্রি হতে বড় একটা দেখা যায় না। কিন্তু জেনে অবাক হবেন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার করঞ্জিয়ার সাপ্তাহিক বাজারে একটা মুরগির দাম শুরু হয় হাজার টাকা থেকে ৷ আর তা বাড়তে বাড়তে 30 হাজার পর্যন্ত উঠতে পারে ৷ আশ্চর্য হলেও এটাই সত্যি ৷

করঞ্জিয়ার মুরগির দাম শুনে যে কেউ অবাক হবেন ৷ কিন্তু তাতে বাস্তবকে অস্বীকার করা যায় না। ময়ূরভঞ্জ জেলার রারুয়ান ব্লকের আঙ্গারপাড়ার সাপ্তাহিক হাটে এক একটি মুরগির দাম এমনই ৷ প্রতি বছর শীতকালে এখানে এই বিশেষ মুরগি বিক্রি হয় ৷ ওজন এক থেকে তিন কেজির মধ্যে হয় ৷ আর এই মুরগিগুলি কেটে বিক্রি হলে তার দাম পড়ে প্রতি কেজি 600 থেকে 1800 টাকা ৷ ক্ষেত্র বিশেষ তা আরও বাড়তে পারে। গোটা মুরগি নিলে 1 হাজার থেকে 30 হাজার টাকা পর্যন্ত দাম পড়ে বলে বিক্রেতারা জানালেন ৷ এই মুরগিগুলি কেন এত দাম তা জানতে স্বভাবতই আগ্রহ রয়েছে সবার মধ্যে ৷

এই বিষয়ে স্থানীয়দের বক্তব্য, এগুলি মোরগ লড়াইয়ে অংশ নেয় ৷ সেই কারণে বিশেষভাবে বেড়ে ওঠে এরা ৷ এদের রক্ষণাবেক্ষণও করা হয় সেভাবেই ৷ আলাদাভাবে যত্ন নিয়ে এদের বড় করতে হয় ৷ আর তার জেরেই এতটা বাড়ে দাম। মোরগ লড়াইয়ে অংশগ্রহণ ও তা জেতার জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে এই মুরগিদের ৷ এই মুরগি যিনি বিক্রি করেন তার নাম ভবানী বিসওয়াল ৷ বাড়ি বালাসোরের অনন্তপুর এলাকায় ৷ তবে শুধু এই মোরগ লড়াইয়ে অংশ নিতে পারার কারণেই এত দাম নাকি এর এই বিশেষ মুরগির অন্য কোনও গুণ আছে তা জানা নেই ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের অনেকেরই।

আরও পড়ুন :

1 খাসির মাংসের দাম ছুঁল টাইগার মুরগি ! বাণিজ্যিক প্রতিপালন শুরু রাজ্যে

2 "কড়কনাথ" প্রতিপালনই দিন বদলেছে আদিবাসী গ্রামের যুবকদের

3 মেখলিগঞ্জে প্রায় 41 কোটি টাকা বিনিয়োগে ডিম উৎপাদন কেন্দ্র গড়ছে রাজ্য সরকার

চাক্ষুষ করে নিন 30 হাজারি মুরগি

বালাসোর, 13 ডিসেম্বর: সাধারণত একটা মুরগির দাম কত হতে পারে ? বড় জোড় 500 বা হাজার টাকা ৷ তার চেয়ে বেশি দামে মুরগি বিক্রি হতে বড় একটা দেখা যায় না। কিন্তু জেনে অবাক হবেন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার করঞ্জিয়ার সাপ্তাহিক বাজারে একটা মুরগির দাম শুরু হয় হাজার টাকা থেকে ৷ আর তা বাড়তে বাড়তে 30 হাজার পর্যন্ত উঠতে পারে ৷ আশ্চর্য হলেও এটাই সত্যি ৷

করঞ্জিয়ার মুরগির দাম শুনে যে কেউ অবাক হবেন ৷ কিন্তু তাতে বাস্তবকে অস্বীকার করা যায় না। ময়ূরভঞ্জ জেলার রারুয়ান ব্লকের আঙ্গারপাড়ার সাপ্তাহিক হাটে এক একটি মুরগির দাম এমনই ৷ প্রতি বছর শীতকালে এখানে এই বিশেষ মুরগি বিক্রি হয় ৷ ওজন এক থেকে তিন কেজির মধ্যে হয় ৷ আর এই মুরগিগুলি কেটে বিক্রি হলে তার দাম পড়ে প্রতি কেজি 600 থেকে 1800 টাকা ৷ ক্ষেত্র বিশেষ তা আরও বাড়তে পারে। গোটা মুরগি নিলে 1 হাজার থেকে 30 হাজার টাকা পর্যন্ত দাম পড়ে বলে বিক্রেতারা জানালেন ৷ এই মুরগিগুলি কেন এত দাম তা জানতে স্বভাবতই আগ্রহ রয়েছে সবার মধ্যে ৷

এই বিষয়ে স্থানীয়দের বক্তব্য, এগুলি মোরগ লড়াইয়ে অংশ নেয় ৷ সেই কারণে বিশেষভাবে বেড়ে ওঠে এরা ৷ এদের রক্ষণাবেক্ষণও করা হয় সেভাবেই ৷ আলাদাভাবে যত্ন নিয়ে এদের বড় করতে হয় ৷ আর তার জেরেই এতটা বাড়ে দাম। মোরগ লড়াইয়ে অংশগ্রহণ ও তা জেতার জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে এই মুরগিদের ৷ এই মুরগি যিনি বিক্রি করেন তার নাম ভবানী বিসওয়াল ৷ বাড়ি বালাসোরের অনন্তপুর এলাকায় ৷ তবে শুধু এই মোরগ লড়াইয়ে অংশ নিতে পারার কারণেই এত দাম নাকি এর এই বিশেষ মুরগির অন্য কোনও গুণ আছে তা জানা নেই ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের অনেকেরই।

আরও পড়ুন :

1 খাসির মাংসের দাম ছুঁল টাইগার মুরগি ! বাণিজ্যিক প্রতিপালন শুরু রাজ্যে

2 "কড়কনাথ" প্রতিপালনই দিন বদলেছে আদিবাসী গ্রামের যুবকদের

3 মেখলিগঞ্জে প্রায় 41 কোটি টাকা বিনিয়োগে ডিম উৎপাদন কেন্দ্র গড়ছে রাজ্য সরকার

Last Updated : Dec 13, 2023, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.