ETV Bharat / bharat

Uttarakhand Avalanche : তুষার ঝড় আটকে পড়া এক বাঙালি পর্যটককে উদ্ধার, বাকিদের সন্ধান চলছে - ভারত-চিন সীমান্ত

যে 11 জন পর্যটক নিখোঁজ হয়েছিলেন, তাঁদের মধ্যে 7 জন পশ্চিমবঙ্গের ছিলেন ৷ 14 অক্টোবর ওই দলটি লাখমা পাসের উদ্দেশে রওনা হয়েছিলেন ৷

one bengali tourist rescued by sdrf from lakhma pass
Uttarakhand Avalanche : তুষার ঝড় আটকে পড়া এক বাঙালি পর্যটককে উদ্ধার, বাকিদের সন্ধান চলছে
author img

By

Published : Oct 21, 2021, 3:59 PM IST

উত্তরকাশি, 21 অক্টোবর : গত 14 অক্টোবর হিমাচল প্রদেশের (Himachal Pradesh) হর্ষিল-চিতকুলের লাখমা পাসে যাওয়ার পথে 11 জন পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে 5 জনের মৃতদেহ চিহ্নিত করতে পেরেছেন উদ্ধারকারীরা ৷ ওই পর্যটকদের নিখোঁজ হয়ে যাওয়ার পর ভারতীয় সেনা (Indian Army) ও এসডিআরএফ-এর (SDRF) তরফে তল্লাশি অভিযান শুরু হয়েছিল ৷ সেই অভিযানেই পাঁচজনের মৃতদেহ চিহ্নিত করা গিয়েছে বলে খবর ৷

যে 11 জন পর্যটক নিখোঁজ হয়েছিলেন, তাঁদের মধ্যে 7 জন পশ্চিমবঙ্গের ছিলেন ৷ তাঁদের মধ্যে মিঠুন দারি নামে বছর একত্রিশের এক যুবককে উদ্ধার করা গিয়েছে ৷ তাঁকে নিয়ে হিমাচল প্রদেশের দিকে রওনা দিয়েছে এসডিআরএফ ৷ বাকিদের সন্ধান এখনও চলছে ৷

আরও পড়ুন : 1 Billion Vaccine Milestone : কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত

14 অক্টোবর ওই দলটি লাখমা পাসের (Lakhma Pass) উদ্দেশে রওনা হয়েছিলেন ৷ সেই দলে অনিতা রাওয়াত (38) নামে একজন দিল্লির মহিলা ছিলেন ৷ আর পুরোলা উত্তরকাশী (Uttarkashi) থেকে ছিলেন তিন জন ৷ এছাড়া বাকি সাতজন - তন্ময় তিওয়ারি (30), বিকাশ (33), সৌরভ ঘোষ (34), সবিধান দাস (28), রিচার্ড মণ্ডল (30) ও সুখেন মাঝি (43) কলকাতা থেকে গিয়েছিলেন ৷

ওই দলে 6 জন কুলিও ছিলেন ৷ তাঁরা সকলে আইটিবিপি-র (ITBP) ক্যাম্পে যান ৷ সেখানেই প্রচণ্ড তুষারঝড়ে আটকে পড়েন ৷ তখনই আটজন হারিয়ে যান ৷ বুধবার বিষয়টি স্থানীয় ট্রেকিং সংস্থা উত্তরকাশী প্রশাসনকে জানায় ৷ তার পর সেনা ও এসডিআরএফ হেলিকপ্টারে তল্লাশি শুরু করে ৷

আরও পড়ুন : Uttarakhand Avalanche: হর্ষিল-চিতকুলে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ কলকাতার 7 জন সহ 11 ট্রেকার

এদিকে আইটিবিপি-র জওয়ানদের সঙ্গে থাকা তিনজন কুলির মৃতদেহ উদ্ধার হল বুধবার ৷ ওই তিনজন ভারত-চিন নিলাপানি আন্তর্জাতিক সীমান্তে (India-China Nilapani International Border) আইটিবিপি-র জওয়ানদের সঙ্গে টহলের দায়িত্বে ছিলেন ৷ অক্টোবরের 17 তারিখ ফেরার পথে তুষারপাতের মধ্যে পড়ে যান ৷ সেই সময় তাঁরা জওয়ানদের থেকে আলাদা হয়ে যান ৷

আইটিবিপি-র মাটলি 12 ব্যাটালিয়নের কমান্ডার অভিজিৎ সামাইয়ার জানান, বরফের নিচে এই দেহগুলি পাওয়া গিয়েছে ৷ দেহগুলি উদ্ধারের কাজ শুরু হবে শীঘ্রই ৷ অন্যদিকে বিপর্যয় মোকাবিলা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার তুষারপাতের জন্য পাহাড়ের উপর আটকে পড়েন আইটিবিপি জওয়ানরা ৷ তাঁদের ওই দিনই নিলাপানি পৌঁছানোর কথা ছিল ৷ কিন্তু তাঁরা পরের দিনও ফিরতে পারেননি ৷

আরও পড়ুন : Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ

18 অক্টোবর থেকেই আইটিবিপির তরফে উদ্ধার কাজ শুরু করা হয় ৷ আরও পাঁচজন কুলিকে পাঠানো হয় খোঁজ করার জন্য ৷ অনেক খোঁজাখুঁজির পর তিনজনের দেহ চিহ্নিত করা হয় ৷ তিনজনই উত্তরকাশীর বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷

উত্তরকাশি, 21 অক্টোবর : গত 14 অক্টোবর হিমাচল প্রদেশের (Himachal Pradesh) হর্ষিল-চিতকুলের লাখমা পাসে যাওয়ার পথে 11 জন পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে 5 জনের মৃতদেহ চিহ্নিত করতে পেরেছেন উদ্ধারকারীরা ৷ ওই পর্যটকদের নিখোঁজ হয়ে যাওয়ার পর ভারতীয় সেনা (Indian Army) ও এসডিআরএফ-এর (SDRF) তরফে তল্লাশি অভিযান শুরু হয়েছিল ৷ সেই অভিযানেই পাঁচজনের মৃতদেহ চিহ্নিত করা গিয়েছে বলে খবর ৷

যে 11 জন পর্যটক নিখোঁজ হয়েছিলেন, তাঁদের মধ্যে 7 জন পশ্চিমবঙ্গের ছিলেন ৷ তাঁদের মধ্যে মিঠুন দারি নামে বছর একত্রিশের এক যুবককে উদ্ধার করা গিয়েছে ৷ তাঁকে নিয়ে হিমাচল প্রদেশের দিকে রওনা দিয়েছে এসডিআরএফ ৷ বাকিদের সন্ধান এখনও চলছে ৷

আরও পড়ুন : 1 Billion Vaccine Milestone : কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত

14 অক্টোবর ওই দলটি লাখমা পাসের (Lakhma Pass) উদ্দেশে রওনা হয়েছিলেন ৷ সেই দলে অনিতা রাওয়াত (38) নামে একজন দিল্লির মহিলা ছিলেন ৷ আর পুরোলা উত্তরকাশী (Uttarkashi) থেকে ছিলেন তিন জন ৷ এছাড়া বাকি সাতজন - তন্ময় তিওয়ারি (30), বিকাশ (33), সৌরভ ঘোষ (34), সবিধান দাস (28), রিচার্ড মণ্ডল (30) ও সুখেন মাঝি (43) কলকাতা থেকে গিয়েছিলেন ৷

ওই দলে 6 জন কুলিও ছিলেন ৷ তাঁরা সকলে আইটিবিপি-র (ITBP) ক্যাম্পে যান ৷ সেখানেই প্রচণ্ড তুষারঝড়ে আটকে পড়েন ৷ তখনই আটজন হারিয়ে যান ৷ বুধবার বিষয়টি স্থানীয় ট্রেকিং সংস্থা উত্তরকাশী প্রশাসনকে জানায় ৷ তার পর সেনা ও এসডিআরএফ হেলিকপ্টারে তল্লাশি শুরু করে ৷

আরও পড়ুন : Uttarakhand Avalanche: হর্ষিল-চিতকুলে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ কলকাতার 7 জন সহ 11 ট্রেকার

এদিকে আইটিবিপি-র জওয়ানদের সঙ্গে থাকা তিনজন কুলির মৃতদেহ উদ্ধার হল বুধবার ৷ ওই তিনজন ভারত-চিন নিলাপানি আন্তর্জাতিক সীমান্তে (India-China Nilapani International Border) আইটিবিপি-র জওয়ানদের সঙ্গে টহলের দায়িত্বে ছিলেন ৷ অক্টোবরের 17 তারিখ ফেরার পথে তুষারপাতের মধ্যে পড়ে যান ৷ সেই সময় তাঁরা জওয়ানদের থেকে আলাদা হয়ে যান ৷

আইটিবিপি-র মাটলি 12 ব্যাটালিয়নের কমান্ডার অভিজিৎ সামাইয়ার জানান, বরফের নিচে এই দেহগুলি পাওয়া গিয়েছে ৷ দেহগুলি উদ্ধারের কাজ শুরু হবে শীঘ্রই ৷ অন্যদিকে বিপর্যয় মোকাবিলা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার তুষারপাতের জন্য পাহাড়ের উপর আটকে পড়েন আইটিবিপি জওয়ানরা ৷ তাঁদের ওই দিনই নিলাপানি পৌঁছানোর কথা ছিল ৷ কিন্তু তাঁরা পরের দিনও ফিরতে পারেননি ৷

আরও পড়ুন : Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ

18 অক্টোবর থেকেই আইটিবিপির তরফে উদ্ধার কাজ শুরু করা হয় ৷ আরও পাঁচজন কুলিকে পাঠানো হয় খোঁজ করার জন্য ৷ অনেক খোঁজাখুঁজির পর তিনজনের দেহ চিহ্নিত করা হয় ৷ তিনজনই উত্তরকাশীর বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.