প্রায় দেড় লাখ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল । দেশের বিভিন্ন শহরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে । তাই পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও চলছে জোরকদমে ।
রেলের বিজ্ঞপ্তি সিইএন 03/2019 অনুযায়ী যাঁরা আবেদন করেছেন তাঁদের পরীক্ষা 15 ডিসেম্বর থেকে শুরু হবে । চলবে 18 ডিসেম্বর পর্যন্ত । সিইএন 01/2019-এ আবেদনপ্রার্থীদের পরীক্ষা 28 ডিসেম্বর থেকে শুরু হবে । এর প্রক্রিয়া 2021-এর মার্চ পর্যন্ত চলবে । নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় বিজ্ঞপ্তি সিইএন আরআরসি-01/2019-এর পরীক্ষা 2021-এর এপ্রিলে শুরু হবে ।
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।