ETV Bharat / bharat

Sitharaman Slams KCR: 'তান্ত্রিকের পরামর্শে দলের নাম বদলেছেন !' কেসিআরকে তোপ নির্মলার - Telangana Rashtra Samithi

দশেরার দিন কেসিআর তাঁর দল টিআরএসকে জাতীয় দলে হিসেবে ঘোষণা করেছেন ৷ নতুন নাম হয়েছে ভারত রাষ্ট্র সমিতি । বিজেপি বিরোধী মুখ হিসেবে উঠে আসতেই এমন উদ্যোগ কেসিআরের ৷ এবার এনিয়ে তাঁকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman slams KCR over Bharat Rashtra Samiti) ৷

Nirmala Sitharaman
ETV Bharat
author img

By

Published : Oct 9, 2022, 9:29 AM IST

চেন্নাই, 8 অক্টোবর: "তান্ত্রিকের পরামর্শে নিজের দলের নাম পালটেছেন", তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কেসিআরের সম্পর্কে এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সম্প্রতি 5 অক্টোবর দশেরার দিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কেসিআর তাঁর দলকে সর্বভারতীয় দল হিসেবে ঘোষণা করেছেন ৷ দলের নাম রেখেছেন "ভারত রাষ্ট্র সমিতি" (Bharat Rashtra Samithi, BRS) ৷ কলভকুন্তল চন্দ্রশেখর রাও তথা কেসিআর অন্যতম প্রধান মোদি বিরোধী মুখ হিসেবে উঠে আসতেই এমন উদ্যোগ নিয়েছেন ৷ আঞ্চলিক এই দলটির জাতীয়করণকে কটাক্ষ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই কথা জানান ৷

একটি সংবাদসংস্থাকে সীতারমন বলেন, "মুখ্যমন্ত্রী কেসিআর তান্ত্রিক, সংখ্যাতাত্ত্বিকদের (numerologists) পরামর্শে সেক্রেটারিয়েটে যাওয়া বন্ধ করে দিয়েছেন ৷ এমনকী বিগত কয়েক বছর ধরে তাঁর মন্ত্রিসভায় কোনও মহিলাকেও নিয়োগ করেননি ৷ এবার তান্ত্রিকের মত অনুযায়ী দলের নাম বিআরএস করলেন ৷" মোদি মন্ত্রিসভার অর্থমন্ত্রী কেসিআরের বিরুদ্ধে তেলেগুভাষী মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন ৷ তিনি বলেন, "তেলেঙ্গানা এবং তেলেগু ভাষায় কথা বলার মানুষের কাছে ব্যর্থ হয়ে তিনি জাতীয় দল হিসেবে বিআরএসের সূচনা করেছেন ৷ নতুন দলটির পতন অবশ্যম্ভাবী ৷"

আরও পড়ুন: জাতীয় রাজনীতিতে কেসিআর ! তেলেঙ্গানা থেকে ভারত রাষ্ট্র সমিতি

সীতারমন মনে করিয়ে দেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (Telangana Rashtra Samithi) যখন আসে, তখন রাজ্যে ত্রাণ, জল এবং চাকরিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল ৷ বলা হয়েছিল, রাজ্যে সামাজিক ন্যায়বিচার এবং মহিলাদের উন্নতিকে গুরুত্ব দেওয়া হবে ৷ কিন্তু 2014-18 পর্যন্ত সময়ে টিআরএস সরকারে একজন মহিলাকেও মন্ত্রী করা হয়নি ৷ দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরেও এক বছর কেটে গিয়েছে । এখনও কোনও মহিলা মন্ত্রী নেই মন্ত্রিসভায় ৷ তিনি বলেন, "মনে হচ্ছে তান্ত্রিকের পরামর্শেই মন্ত্রিসভায় কোনও মহিলা প্রতিনিধিকে জায়গা দেননি কেসিআর ৷"

চেন্নাই, 8 অক্টোবর: "তান্ত্রিকের পরামর্শে নিজের দলের নাম পালটেছেন", তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কেসিআরের সম্পর্কে এমন মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সম্প্রতি 5 অক্টোবর দশেরার দিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কেসিআর তাঁর দলকে সর্বভারতীয় দল হিসেবে ঘোষণা করেছেন ৷ দলের নাম রেখেছেন "ভারত রাষ্ট্র সমিতি" (Bharat Rashtra Samithi, BRS) ৷ কলভকুন্তল চন্দ্রশেখর রাও তথা কেসিআর অন্যতম প্রধান মোদি বিরোধী মুখ হিসেবে উঠে আসতেই এমন উদ্যোগ নিয়েছেন ৷ আঞ্চলিক এই দলটির জাতীয়করণকে কটাক্ষ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই কথা জানান ৷

একটি সংবাদসংস্থাকে সীতারমন বলেন, "মুখ্যমন্ত্রী কেসিআর তান্ত্রিক, সংখ্যাতাত্ত্বিকদের (numerologists) পরামর্শে সেক্রেটারিয়েটে যাওয়া বন্ধ করে দিয়েছেন ৷ এমনকী বিগত কয়েক বছর ধরে তাঁর মন্ত্রিসভায় কোনও মহিলাকেও নিয়োগ করেননি ৷ এবার তান্ত্রিকের মত অনুযায়ী দলের নাম বিআরএস করলেন ৷" মোদি মন্ত্রিসভার অর্থমন্ত্রী কেসিআরের বিরুদ্ধে তেলেগুভাষী মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন ৷ তিনি বলেন, "তেলেঙ্গানা এবং তেলেগু ভাষায় কথা বলার মানুষের কাছে ব্যর্থ হয়ে তিনি জাতীয় দল হিসেবে বিআরএসের সূচনা করেছেন ৷ নতুন দলটির পতন অবশ্যম্ভাবী ৷"

আরও পড়ুন: জাতীয় রাজনীতিতে কেসিআর ! তেলেঙ্গানা থেকে ভারত রাষ্ট্র সমিতি

সীতারমন মনে করিয়ে দেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (Telangana Rashtra Samithi) যখন আসে, তখন রাজ্যে ত্রাণ, জল এবং চাকরিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল ৷ বলা হয়েছিল, রাজ্যে সামাজিক ন্যায়বিচার এবং মহিলাদের উন্নতিকে গুরুত্ব দেওয়া হবে ৷ কিন্তু 2014-18 পর্যন্ত সময়ে টিআরএস সরকারে একজন মহিলাকেও মন্ত্রী করা হয়নি ৷ দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরেও এক বছর কেটে গিয়েছে । এখনও কোনও মহিলা মন্ত্রী নেই মন্ত্রিসভায় ৷ তিনি বলেন, "মনে হচ্ছে তান্ত্রিকের পরামর্শেই মন্ত্রিসভায় কোনও মহিলা প্রতিনিধিকে জায়গা দেননি কেসিআর ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.