নয়া দিল্লি, 23 জুন : আজ বিশ্ব অলিম্পিক দিবস ৷ 1894 সালে প্যারিসে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তৈরি হয় ৷ আর 1948 সাল থেকে 23 জুনকে "ওয়ার্ল্ড অলিম্পিক ডে" হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ উল্লেখ্য যে, 23 জুলাই শুরু হচ্ছে টোকিও অলিম্পিকস ৷
আরও পড়ুন : ড্র নাকি জয়...ষষ্ঠ দিনে কীসের জন্য এগোবে ভারত ?
তাই স্বাস্থ্য সচেতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইটে আসন্ন অলিম্পিকসে অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করেন ৷ তিনি জানান, "আজ, এই অলিম্পিক দিবসে, যে সব খেলোয়াড়রা অলিম্পিকসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের সকলের প্রতি আমরা শুভেচ্ছা ৷ আমাদের দেশ গর্বিত ৷" এই বার্তা দিয়ে তিনি একটি অলিম্পিক খেলার বিষয়ে একটি কুইজে অংশগ্রহণ করতে বলেন ৷
-
In a few weeks, @Tokyo2020 begins. Wishing the very best to our contingent, which consists of our finest athletes. In the run up to the games, here is an interesting quiz on MyGov. I urge you all, specially my young friends to take part. https://t.co/De25nciIUZ
— Narendra Modi (@narendramodi) June 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In a few weeks, @Tokyo2020 begins. Wishing the very best to our contingent, which consists of our finest athletes. In the run up to the games, here is an interesting quiz on MyGov. I urge you all, specially my young friends to take part. https://t.co/De25nciIUZ
— Narendra Modi (@narendramodi) June 23, 2021In a few weeks, @Tokyo2020 begins. Wishing the very best to our contingent, which consists of our finest athletes. In the run up to the games, here is an interesting quiz on MyGov. I urge you all, specially my young friends to take part. https://t.co/De25nciIUZ
— Narendra Modi (@narendramodi) June 23, 2021
21 জুলাই থেকে 8 অগস্ট পর্যন্ত চলবে অলিম্পিকস ৷ প্যানডেমিকে বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বের প্রাচীন খেলার অনুষ্ঠান ৷ কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, 10000 মানুষকে স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি দেবে ৷ তবে পরিস্থিতি অনুযায়ী তা বদলাতে পারে ৷ "যদি দেখি যে করোনা সংক্রমণে বিশাল কোনও পরিবর্তন হয়েছে, তা হলে হয়তো খেলার জায়গায় কাউকেই ঢুকতে দেব না", জানিয়েছেন টোকিওর গভর্নর৷