নয়া দিল্লি, 13 মে : শুক্রবার রাজ্যের কৃষকরা প্রধানমন্ত্রী কিষান নিধি সম্মান প্রকল্পের প্রথম কিস্তির আর্থিক সহায়তা পেতে চলেছেন ৷ কেন্দ্রের কৃষিমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কৃষকদের প্রথম কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হবে ৷ 14 মে যা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে ৷
কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কিষান নিধি প্রকল্পের টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন ৷ এর আগে রাজ্যের কৃষকদের এই প্রকল্পের আওতায় টাকা পাওয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলে শাসক দল তৃণমূল ও বিজেপির মধ্যে ৷ সূত্রের খবর, প্রথম কিস্তিতে শুক্রবার রাজ্যের কৃষকদের সেই টাকা দিতে চলেছে কেন্দ্র ৷
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের এক প্রতিনিধি জানিয়েছেন, রাজ্য সরকার অনুমতি দেওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের কিষান নিধি সম্মান প্রকল্পের আর্থিক সহায়তা পেতে আর কোনও বাধা নেই ৷ ফলে 14 মে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে প্রথম কিস্তির টাকা ৷