ETV Bharat / bharat

Kargil Vijay Diwas: কার্গিল দিবসের 22তম পূর্তি, শহিদদের শ্রদ্ধা মোদি-মমতা-রাহুলের

কার্গিল দিবসের (Kargil Vijay Diwas) 22তম বর্ষপূর্তিতে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দেশ ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও অন্যান্য মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধির মতো বিরোধী দলের নেতারা, তিন বাহিনীর প্রধান ও অন্যরা শহিদ জওয়ানদের আত্মবলিদানকে কুর্নিশ জানিয়েছেন ৷

on-22nd-kargil-vijay-diwas-nation-bows-in-reverence-to-1999-heroes
কার্গিল দিবসের 22তম পূর্তি, শহিদদের শ্রদ্ধা মোদি-মমতা-রাহুলের
author img

By

Published : Jul 26, 2021, 11:30 AM IST

Updated : Jul 26, 2021, 11:41 AM IST

নয়াদিল্লি, 26 জুলাই : কার্গিল দিবসের (Kargil Vijay Diwas) 22তম বর্ষপূর্তিতে অমর জওয়ানদের (Kargil Martyrs) স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ ৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রী, বিরোধী দলের নেতারা, তিন বাহিনীর প্রধান ও অন্যান্যরা শহিদ জওয়ানদের আত্মবলিদানকে কুর্নিশ জানিয়েছেন ৷

আজ দ্রাস সেক্টরে গিয়ে কার্গিল যুদ্ধ স্মারকে সম্মান জানানোর কথা ছিল রাাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind) ৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাঁর সেই সফর বাতিল করা হয় ৷ সেনা আধিকারিকরা জানিয়েছেন, বারামুলাতেই যুদ্ধ স্মারকে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ৷ তবে দ্রাসে কার্গিল ওয়ার মেমোরিয়ালে ফুল দিয়ে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আরকে মাথুর ও লাদাখের সাংসদ জামইয়াং শেরিং ৷

  • Chief of Defence Staff (CDS) General Bipin Rawat, Ladakh Lieutenant Governor RK Mathur & Ladakh MP Jamyang Tsering Namgyal pay floral tribute at Kargil War Memorial in Dras on the occasion of #KargilVijayDiwas2021

    CDS also installs victory flame at the memorial. pic.twitter.com/5hhfzuGtoF

    — ANI (@ANI) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লিতে জাতীয় শহিদ স্মারকে শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান এমএম নারাভানে, বায়ুসেনার প্রধান আরকেএস বাদুড়িয়া ও নৌসেনার চিফ ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার ৷

আরও পড়ুন: অলিম্পিকসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের শুভেচ্ছা, কার্গিল যুদ্ধে শহিদদের স্মরণ প্রধানমন্ত্রীর

  • Army Chief General MM Naravane, Air Force Chief Air Chief Marshal RKS Bhadauria, Navy Vice Chief Vice Admiral G Ashok Kumar, and CISC Vice Admiral Atul Jain pay tribute at National War Memorial in Delhi, on the occasion of #KargilVijayDiwas2021 pic.twitter.com/1GY0L0hUXs

    — ANI (@ANI) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজয় দিবসে জাতীয় শহিদ স্মারকে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাটও ৷

কার্গিল দিবসে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi) ৷ সাতসকালে টুইটে তিনি লিখেছেন, "আমরা তাঁদের আত্মত্যাগ মনে রেখেছি ৷ আজ কার্গিল দিবস ৷ দেশকে সুরক্ষা দেওয়ার জন্য কার্গিলে যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা রইল ৷" রবিবারের মন কি বাতেও কার্গিলের শহিদদের কুর্নিশ জানানোর জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন নমো ৷

  • We remember their sacrifices.

    We remember their valour.

    Today, on Kargil Vijay Diwas we pay homage to all those who lost their lives in Kargil protecting our nation. Their bravery motivates us every single day.

    Also sharing an excerpt from last year’s ’Mann Ki Baat.’ pic.twitter.com/jC42es8OLz

    — Narendra Modi (@narendramodi) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কার্গিল দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ তিনি লিখেছেন, "দেশের সুরক্ষার জন্য যে নায়করা চরম ত্যাগ করেছেন, কার্গিল দিবসে তাঁদের কুর্নিশ জানাই ৷ এই সাহসী জওয়ানদের প্রতি চিরকাল ঋণী থাকব ৷"

আরও পড়ুন: কার্গিলে শহিদদের স্মরণে সেনার ভিডিয়ো, 3 ঘণ্টায় ভিউ 2.5 লাখের বেশি

  • On Kargil Vijay Diwas, I salute the heroes who made the supreme sacrifice to protect our country.

    India will forever remain indebted to the bravehearts.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) হিন্দিতে পোস্ট করে কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৷ তিনি যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "আমাদের তেরঙ্গার মর্যাদা রক্ষায় প্রাণ দেওয়া প্রত্যেক সেনাকে মন থেকে শ্রদ্ধাঞ্জলি ৷ দেশের সুরক্ষায় সর্বোচ্চ বলিদান দেওয়ার জন্য আপনাদের এবং আপনাদের পরিবারকে দেশ চিরকাল স্মরণে রাখবে ৷ জয় হিন্দ ৷"

  • हमारे तिरंगे की गरिमा में अपनी जान देने वाले प्रत्येक सेनानी को दिल से श्रद्धांजलि। देश की सुरक्षा के लिए आपके व आपके परिवारों के इस सर्वोच्च बलिदान को हम हमेशा याद करेंगे।

    जय हिंद।#KargilVijayDiwas pic.twitter.com/66IGe50kiy

    — Rahul Gandhi (@RahulGandhi) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1999 সালে মে থেকে জুলাই পর্যন্ত চলে কার্গিলের যুদ্ধ ৷ 26 জুলাই যুদ্ধে জয়ী হয়েছিল ভারত ৷ সেই জয় ছিল পাকিস্তানের নর্দার্ন লাইট ইনফ্যানট্রির বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর প্রথম জয় ৷ তারপর থেকেই এই দিনটিকে শহিদ জওয়ানদের আত্মবলিদান দিবস হিসেবে পালন করে দেশ ৷

নয়াদিল্লি, 26 জুলাই : কার্গিল দিবসের (Kargil Vijay Diwas) 22তম বর্ষপূর্তিতে অমর জওয়ানদের (Kargil Martyrs) স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ ৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রী, বিরোধী দলের নেতারা, তিন বাহিনীর প্রধান ও অন্যান্যরা শহিদ জওয়ানদের আত্মবলিদানকে কুর্নিশ জানিয়েছেন ৷

আজ দ্রাস সেক্টরে গিয়ে কার্গিল যুদ্ধ স্মারকে সম্মান জানানোর কথা ছিল রাাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind) ৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাঁর সেই সফর বাতিল করা হয় ৷ সেনা আধিকারিকরা জানিয়েছেন, বারামুলাতেই যুদ্ধ স্মারকে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ৷ তবে দ্রাসে কার্গিল ওয়ার মেমোরিয়ালে ফুল দিয়ে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আরকে মাথুর ও লাদাখের সাংসদ জামইয়াং শেরিং ৷

  • Chief of Defence Staff (CDS) General Bipin Rawat, Ladakh Lieutenant Governor RK Mathur & Ladakh MP Jamyang Tsering Namgyal pay floral tribute at Kargil War Memorial in Dras on the occasion of #KargilVijayDiwas2021

    CDS also installs victory flame at the memorial. pic.twitter.com/5hhfzuGtoF

    — ANI (@ANI) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লিতে জাতীয় শহিদ স্মারকে শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান এমএম নারাভানে, বায়ুসেনার প্রধান আরকেএস বাদুড়িয়া ও নৌসেনার চিফ ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার ৷

আরও পড়ুন: অলিম্পিকসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের শুভেচ্ছা, কার্গিল যুদ্ধে শহিদদের স্মরণ প্রধানমন্ত্রীর

  • Army Chief General MM Naravane, Air Force Chief Air Chief Marshal RKS Bhadauria, Navy Vice Chief Vice Admiral G Ashok Kumar, and CISC Vice Admiral Atul Jain pay tribute at National War Memorial in Delhi, on the occasion of #KargilVijayDiwas2021 pic.twitter.com/1GY0L0hUXs

    — ANI (@ANI) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজয় দিবসে জাতীয় শহিদ স্মারকে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাটও ৷

কার্গিল দিবসে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi) ৷ সাতসকালে টুইটে তিনি লিখেছেন, "আমরা তাঁদের আত্মত্যাগ মনে রেখেছি ৷ আজ কার্গিল দিবস ৷ দেশকে সুরক্ষা দেওয়ার জন্য কার্গিলে যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা রইল ৷" রবিবারের মন কি বাতেও কার্গিলের শহিদদের কুর্নিশ জানানোর জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন নমো ৷

  • We remember their sacrifices.

    We remember their valour.

    Today, on Kargil Vijay Diwas we pay homage to all those who lost their lives in Kargil protecting our nation. Their bravery motivates us every single day.

    Also sharing an excerpt from last year’s ’Mann Ki Baat.’ pic.twitter.com/jC42es8OLz

    — Narendra Modi (@narendramodi) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কার্গিল দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ তিনি লিখেছেন, "দেশের সুরক্ষার জন্য যে নায়করা চরম ত্যাগ করেছেন, কার্গিল দিবসে তাঁদের কুর্নিশ জানাই ৷ এই সাহসী জওয়ানদের প্রতি চিরকাল ঋণী থাকব ৷"

আরও পড়ুন: কার্গিলে শহিদদের স্মরণে সেনার ভিডিয়ো, 3 ঘণ্টায় ভিউ 2.5 লাখের বেশি

  • On Kargil Vijay Diwas, I salute the heroes who made the supreme sacrifice to protect our country.

    India will forever remain indebted to the bravehearts.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) হিন্দিতে পোস্ট করে কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৷ তিনি যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "আমাদের তেরঙ্গার মর্যাদা রক্ষায় প্রাণ দেওয়া প্রত্যেক সেনাকে মন থেকে শ্রদ্ধাঞ্জলি ৷ দেশের সুরক্ষায় সর্বোচ্চ বলিদান দেওয়ার জন্য আপনাদের এবং আপনাদের পরিবারকে দেশ চিরকাল স্মরণে রাখবে ৷ জয় হিন্দ ৷"

  • हमारे तिरंगे की गरिमा में अपनी जान देने वाले प्रत्येक सेनानी को दिल से श्रद्धांजलि। देश की सुरक्षा के लिए आपके व आपके परिवारों के इस सर्वोच्च बलिदान को हम हमेशा याद करेंगे।

    जय हिंद।#KargilVijayDiwas pic.twitter.com/66IGe50kiy

    — Rahul Gandhi (@RahulGandhi) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1999 সালে মে থেকে জুলাই পর্যন্ত চলে কার্গিলের যুদ্ধ ৷ 26 জুলাই যুদ্ধে জয়ী হয়েছিল ভারত ৷ সেই জয় ছিল পাকিস্তানের নর্দার্ন লাইট ইনফ্যানট্রির বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর প্রথম জয় ৷ তারপর থেকেই এই দিনটিকে শহিদ জওয়ানদের আত্মবলিদান দিবস হিসেবে পালন করে দেশ ৷

Last Updated : Jul 26, 2021, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.