ETV Bharat / bharat

Omicron Patient in Delhi : কোভিড টিকার দু’টি ডোজ নেওয়ায় স্থিতিশীল দিল্লির ওমিক্রন আক্রান্ত - ড. সুরেশ কুমার

দিল্লিতে যে ওমিক্রন আক্রান্ত করোনা রোগীর (Omicron Patient in Delhi) খোঁজ মিলেছে, তাঁর অবস্থা স্থিতিশীল ৷ তাঁর শরীরের ভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে ৷ তিনি কোভিড টিকার দু’টি ডোজ (Covid-19 Vaccination Double Dose) নিয়েছেন বলেই বড় কোনও সমস্যা হয়নি ৷ এমনটাই মনে করছেন চিকিৎসকরা ৷

omicron patient in delhi is fully vaccinated, has mild symptoms
Omicron Patient in Delhi : কোভিড টিকার দু’টি ডোজ নেওয়াতেই স্থিতিশীল দিল্লির ওমিক্রন আক্রান্ত
author img

By

Published : Dec 5, 2021, 5:42 PM IST

নয়াদিল্লি, 5 ডিসেম্বর : তানজানিয়া ফেরত দিল্লির যে বাসিন্দার শরীরের করোনার (Covid-19) নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের (Omicron Patient in Delhi) হদিশ মিলেছে, তিনি কোভিড টিকার দু’টি ডোজই (Covid-19 Vaccination Double Dose) নিয়েছেন ৷ তাঁর শরীরের রোগের মৃদু উপসর্গ রয়েছে ৷ রবিবার একথা জানিয়েছেন এলএনজেপি হাসপাতালের (LNJP Hospital) স্বাস্থ্য অধিকর্তা ড. সুরেশ কুমার (Dr. Suresh Kumar) ৷

আরও পড়ুন : First omicron case in Delhi : এবার রাজধানীতে ওমিক্রন হানা, এক আক্রান্তের হদিশ

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ড. কুমার বলেন, ‘‘তানজানিয়া ফেরত ওই করোনা আক্রান্তের গলায় এবং শরীরের অন্যান্য অংশে সামান্য ব্যথা রয়েছে ৷ তিনি কিছুটা দুর্বলও হয়ে পড়েছেন ৷ এই ক’দিনে তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে ৷ তিনি কোভিড টিকার দু’টি ডোজই নিয়ে নিয়েছেন ৷ সেই কারণেই তাঁর শরীরের ভাইরাসে আক্রান্ত হওয়ার খুবই মৃদু উপসর্গ রয়েছে ৷’’

ড. সুরেশ কুমারের দেওয়া তথ্য বলছে, এই মুহূর্তে তাঁদের হাসপাতালে 23 জন এমন মানুষ ভর্তি রয়েছেন, যাঁরা সদ্য বিদেশ থেকে ফিরেছেন ৷ এই 23 জনের মধ্যে 17 জনের শরীরে ইতিমধ্য়েই কোভিড ভাইরাসের উপস্থিতি মিলেছে ৷ আর বাকি ছ’জন কোনও না কোনওভাবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন ৷ তাঁদের লালারসের নমুনা কোভিড পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনও তার রিপোর্ট এসে পৌঁছয়নি ৷ প্রসঙ্গত, ওমিক্রনে আক্রান্তদের চিকিৎসার জন্যই দিল্লির এই হাসপাতালটিকে ব্যবহার করা হচ্ছে ৷

স্বস্তির বিষয় হল, এলএনজেপি হাসপাতালে যে 17 জন কোভিড রোগী ভর্তি রয়েছেন, তাঁদের সকলের অবস্থাই স্থিতিশীল ৷ অধিকাংশের শরীরেরই রোগের কোনও উপসর্গ নেই ৷ রবিবার আরও চারজনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ করোনা আক্রান্তদের কারও শরীরে ওমিক্রনের উপস্থিতি ধরা পড়লে তাঁর বা তাঁদের চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে একটি বিশেষ দলও গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এর পাশাপাশি, হাসপাতালের পরীক্ষাকেন্দ্রের কর্মক্ষমতাও আগের তুলনায় বাড়ানো হয়েছে ৷ আগে যেখানে প্রতিদিন 30 থেকে 40টি কোভিড নমুনার পরীক্ষা করা হত ৷ এখন সেই সংখ্যাটাই বাড়িয়ে করা হয়েছে 100 ৷ যদি ওমিক্রনের দাপট আগামী দিনে বাড়ে, তাহলে প্রয়োজন মাফিক শয্যার সংখ্য়াও যাতে বাড়ানো যায়, সেই ব্যবস্থাও তৈরি রাখা হয়েছে ৷ এছাড়াও করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য আইসিইউ-তে আলাদা শয্য়া রাখা হয়েছে ৷ রয়েছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনও ৷ এমনকী, প্রয়োজনে রামলীলা ময়দানে অস্থায়ী হাসপাতাল তৈরির জন্যও তাঁরা প্রস্তুত বলে জানিয়েছেন ড. সুরেশ কুমার ৷

আরও পড়ুন : Omicron in India : ওমিক্রন বোঝাল অতিমারি শেষ হয়ে যায়নি, সতর্ক থাকার বার্তা বিশেষজ্ঞের

ওমিক্রন প্রসঙ্গে বলতে গিয়ে ড. সুরেশ কুমার বলেন, ‘‘কারও যদি করোনা টিকার দু’টি ডোজই নেওয়া থাকে, তাহলে ওমিক্রনে আক্রান্ত হলেও তাঁর খুব বেশি সমস্যা হবে না ৷ কারণ, সেক্ষেত্রে খুব মৃদু উপসর্গই থাকবে ৷ এমন রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ারও প্রয়োজন হবে না ৷’’

নয়াদিল্লি, 5 ডিসেম্বর : তানজানিয়া ফেরত দিল্লির যে বাসিন্দার শরীরের করোনার (Covid-19) নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের (Omicron Patient in Delhi) হদিশ মিলেছে, তিনি কোভিড টিকার দু’টি ডোজই (Covid-19 Vaccination Double Dose) নিয়েছেন ৷ তাঁর শরীরের রোগের মৃদু উপসর্গ রয়েছে ৷ রবিবার একথা জানিয়েছেন এলএনজেপি হাসপাতালের (LNJP Hospital) স্বাস্থ্য অধিকর্তা ড. সুরেশ কুমার (Dr. Suresh Kumar) ৷

আরও পড়ুন : First omicron case in Delhi : এবার রাজধানীতে ওমিক্রন হানা, এক আক্রান্তের হদিশ

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ড. কুমার বলেন, ‘‘তানজানিয়া ফেরত ওই করোনা আক্রান্তের গলায় এবং শরীরের অন্যান্য অংশে সামান্য ব্যথা রয়েছে ৷ তিনি কিছুটা দুর্বলও হয়ে পড়েছেন ৷ এই ক’দিনে তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে ৷ তিনি কোভিড টিকার দু’টি ডোজই নিয়ে নিয়েছেন ৷ সেই কারণেই তাঁর শরীরের ভাইরাসে আক্রান্ত হওয়ার খুবই মৃদু উপসর্গ রয়েছে ৷’’

ড. সুরেশ কুমারের দেওয়া তথ্য বলছে, এই মুহূর্তে তাঁদের হাসপাতালে 23 জন এমন মানুষ ভর্তি রয়েছেন, যাঁরা সদ্য বিদেশ থেকে ফিরেছেন ৷ এই 23 জনের মধ্যে 17 জনের শরীরে ইতিমধ্য়েই কোভিড ভাইরাসের উপস্থিতি মিলেছে ৷ আর বাকি ছ’জন কোনও না কোনওভাবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন ৷ তাঁদের লালারসের নমুনা কোভিড পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনও তার রিপোর্ট এসে পৌঁছয়নি ৷ প্রসঙ্গত, ওমিক্রনে আক্রান্তদের চিকিৎসার জন্যই দিল্লির এই হাসপাতালটিকে ব্যবহার করা হচ্ছে ৷

স্বস্তির বিষয় হল, এলএনজেপি হাসপাতালে যে 17 জন কোভিড রোগী ভর্তি রয়েছেন, তাঁদের সকলের অবস্থাই স্থিতিশীল ৷ অধিকাংশের শরীরেরই রোগের কোনও উপসর্গ নেই ৷ রবিবার আরও চারজনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ করোনা আক্রান্তদের কারও শরীরে ওমিক্রনের উপস্থিতি ধরা পড়লে তাঁর বা তাঁদের চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে একটি বিশেষ দলও গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এর পাশাপাশি, হাসপাতালের পরীক্ষাকেন্দ্রের কর্মক্ষমতাও আগের তুলনায় বাড়ানো হয়েছে ৷ আগে যেখানে প্রতিদিন 30 থেকে 40টি কোভিড নমুনার পরীক্ষা করা হত ৷ এখন সেই সংখ্যাটাই বাড়িয়ে করা হয়েছে 100 ৷ যদি ওমিক্রনের দাপট আগামী দিনে বাড়ে, তাহলে প্রয়োজন মাফিক শয্যার সংখ্য়াও যাতে বাড়ানো যায়, সেই ব্যবস্থাও তৈরি রাখা হয়েছে ৷ এছাড়াও করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য আইসিইউ-তে আলাদা শয্য়া রাখা হয়েছে ৷ রয়েছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনও ৷ এমনকী, প্রয়োজনে রামলীলা ময়দানে অস্থায়ী হাসপাতাল তৈরির জন্যও তাঁরা প্রস্তুত বলে জানিয়েছেন ড. সুরেশ কুমার ৷

আরও পড়ুন : Omicron in India : ওমিক্রন বোঝাল অতিমারি শেষ হয়ে যায়নি, সতর্ক থাকার বার্তা বিশেষজ্ঞের

ওমিক্রন প্রসঙ্গে বলতে গিয়ে ড. সুরেশ কুমার বলেন, ‘‘কারও যদি করোনা টিকার দু’টি ডোজই নেওয়া থাকে, তাহলে ওমিক্রনে আক্রান্ত হলেও তাঁর খুব বেশি সমস্যা হবে না ৷ কারণ, সেক্ষেত্রে খুব মৃদু উপসর্গই থাকবে ৷ এমন রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ারও প্রয়োজন হবে না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.