ETV Bharat / bharat

Oil Prices in India: বিশ্ববাজারে তেলের দাম সবচেয়ে কম সেপ্টেম্বরে, দেশে জ্বালানি তবু একই জায়গায়

আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল (International oil prices) অর্থাৎ অপরিশোধিত তেলের দাম কমেছে ৷ এদিকে গত পাঁচ মাসে পেট্রল ও ডিজেলের যেখানে পৌঁছে ছিল সেখানেই স্থির রইল (Oil Prices in India) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 11, 2022, 2:17 PM IST

Updated : Sep 11, 2022, 4:47 PM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে তেলের দাম সাত মাসে সবচেয়ে কম ৷ তাতে ভারতের বাজারে কোনও প্রভাব পড়েনি অবশ্য ৷ দেশের বিভিন্ন রাজ্যে পেট্রল ও ডিজেলের বিক্রয় মূল্যে (Retail Price) কোনও বদল হয়নি ৷ বিগত পাঁচ মাস ধরে দেশে জ্বালানির দাম ক্রমশ বেড়েছে ৷ এ বছরের ফেব্রুয়ারি মাসের পর থেকে গত সপ্তাহে প্রথম আন্তর্জাতিক বাজারে (International benchmark Brent crude fell) ব্রেন্ট ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) দাম প্রতি ব্যারেলে 90 মার্কিন ডলারের নীচে নামে (Oil prices at seven month low but no change in petrol, diesel prices in India) ৷

বর্তমানে অপরিশোধিত তেলের দাম 92.84 মার্কিন ডলার/প্রতি ব্যারেল, যা বিগত ছ'মাসে সবচেয়ে কম ৷ রাশিয়া নর্থ স্ট্রিম পাইপলাইনের কাজ স্থগিত রেখেছে, তেল রফতানিকারক দেশগুলির গোষ্ঠী ওপেক (Organization of the Petroleum Exporting Countries, OPEC) এবং তাদের সহযোগী ওপেক (OPEC+) তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে ৷ এসব সত্ত্বেও ক্রুড অয়েলের দাম নিম্নমুখী (International oil prices) ৷ তাতে অবশ্য দেশে পেট্রল ও ডিজেলের বিক্রিতে কোনও পরিবর্তন হয়নি ৷ একটানা 158 দিন ধরে দামের বদল না হয়ে রেকর্ড গড়েছে দেশ ৷

শুক্রবার পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Petroleum Minister Hardeep Singh Puri) সাংবাদিকদের বলেন, "যখন বিশ্ব বাজারে দাম ঊর্ধ্বমুখী ছিল, তখন আমাদের (পেট্রল ও ডিজেল) দাম কমই ছিল ৷" উলটে তাঁরই প্রশ্ন "আমরা কি সেই ক্ষতি পূরণ করতে পেরেছি ?" 6 এপ্রিল থেকে যে দাম রয়েছে, তাতে কী ভাবে ক্ষতি হল, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি ৷

আরও পড়ুন: রাশিয়ার তেলের দাম নিয়ন্ত্রণের প্রস্তাবে আগ্রহী ভারত, দাবি মার্কিন আধিকারিকের

8 সেপ্টেম্বর ভারতে আমদানিকারক তেলের গড় দাম 88 মার্কিন ডলার/ব্যারেলে ৷ এপ্রিলে ছিল 102.97 মার্কিন ডলার ৷ পরের মাসে তা হয় 109.51 মার্কিন ডলার এবং জুনে 116.01 মার্কিন ডলার ৷ জুলাই থেকে দাম কমতে শুরু করে ৷ সে সময় ভারত 105.49 মার্কিন ডলার/ব্যারেল দামে আমদানি করছিল ৷ অগস্টে তা কমে হয় 97.40 মার্কিন ডলার/ব্যারেল এবং সেপ্টেম্বরে 92.87 মার্কিন ডলার/প্রতি ব্যারেল ৷

এর মধ্যে আইওসি (Indian Oil Corporation, IOC), বিপিসিএল (Bharat Petroleum Corporation Ltd, BPCL) এবং হিন্দুস্থান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindustan Petroleum Corporation Ltd, HPCL) অবশ্য বিশ্ব বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে পেট্রল ও ডিজেলের বিক্রয়মূল্যে কোনও পরিবর্তন করেনি ৷

আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এক সময় সংস্থাগুলির প্রতি লিটার ডিজেলে 20-25 টাকার এবং প্রতি লিটার পেট্রলে 14-18 টাকা ক্ষতি হচ্ছিল ৷ এখন সে দিন বদলেছে ৷ এক আধিকারিক বলেন, "এখন পেট্রলের ক্ষেত্রে কোনও ক্ষতি হচ্ছে না ৷ ডিজেলের ক্ষতি পূরণ হতে কিছুটা সময় লাগবে ৷" তবে গত পাঁচ মাস ধরে এই তেল কোম্পানিগুলি তুলনামূলক কম দামে তেল বিক্রি করেছে ৷ সেই ক্ষতি মেটাতে দিতে হবে ৷ এখুনি দেশের বাজারে তেলের দাম কমবে কি না, সে বিষয়ে তাই কিছু বলা সম্ভব নয়, জানালেন এক আধিকারিক ৷

আরও পড়ুন: রাশিয়ার থেকে ডিসকাউন্টে তেল কিনেছে ভারত, ইমরানের প্রশংসাসূচক টুইট

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে তেলের দাম সাত মাসে সবচেয়ে কম ৷ তাতে ভারতের বাজারে কোনও প্রভাব পড়েনি অবশ্য ৷ দেশের বিভিন্ন রাজ্যে পেট্রল ও ডিজেলের বিক্রয় মূল্যে (Retail Price) কোনও বদল হয়নি ৷ বিগত পাঁচ মাস ধরে দেশে জ্বালানির দাম ক্রমশ বেড়েছে ৷ এ বছরের ফেব্রুয়ারি মাসের পর থেকে গত সপ্তাহে প্রথম আন্তর্জাতিক বাজারে (International benchmark Brent crude fell) ব্রেন্ট ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) দাম প্রতি ব্যারেলে 90 মার্কিন ডলারের নীচে নামে (Oil prices at seven month low but no change in petrol, diesel prices in India) ৷

বর্তমানে অপরিশোধিত তেলের দাম 92.84 মার্কিন ডলার/প্রতি ব্যারেল, যা বিগত ছ'মাসে সবচেয়ে কম ৷ রাশিয়া নর্থ স্ট্রিম পাইপলাইনের কাজ স্থগিত রেখেছে, তেল রফতানিকারক দেশগুলির গোষ্ঠী ওপেক (Organization of the Petroleum Exporting Countries, OPEC) এবং তাদের সহযোগী ওপেক (OPEC+) তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে ৷ এসব সত্ত্বেও ক্রুড অয়েলের দাম নিম্নমুখী (International oil prices) ৷ তাতে অবশ্য দেশে পেট্রল ও ডিজেলের বিক্রিতে কোনও পরিবর্তন হয়নি ৷ একটানা 158 দিন ধরে দামের বদল না হয়ে রেকর্ড গড়েছে দেশ ৷

শুক্রবার পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Petroleum Minister Hardeep Singh Puri) সাংবাদিকদের বলেন, "যখন বিশ্ব বাজারে দাম ঊর্ধ্বমুখী ছিল, তখন আমাদের (পেট্রল ও ডিজেল) দাম কমই ছিল ৷" উলটে তাঁরই প্রশ্ন "আমরা কি সেই ক্ষতি পূরণ করতে পেরেছি ?" 6 এপ্রিল থেকে যে দাম রয়েছে, তাতে কী ভাবে ক্ষতি হল, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি ৷

আরও পড়ুন: রাশিয়ার তেলের দাম নিয়ন্ত্রণের প্রস্তাবে আগ্রহী ভারত, দাবি মার্কিন আধিকারিকের

8 সেপ্টেম্বর ভারতে আমদানিকারক তেলের গড় দাম 88 মার্কিন ডলার/ব্যারেলে ৷ এপ্রিলে ছিল 102.97 মার্কিন ডলার ৷ পরের মাসে তা হয় 109.51 মার্কিন ডলার এবং জুনে 116.01 মার্কিন ডলার ৷ জুলাই থেকে দাম কমতে শুরু করে ৷ সে সময় ভারত 105.49 মার্কিন ডলার/ব্যারেল দামে আমদানি করছিল ৷ অগস্টে তা কমে হয় 97.40 মার্কিন ডলার/ব্যারেল এবং সেপ্টেম্বরে 92.87 মার্কিন ডলার/প্রতি ব্যারেল ৷

এর মধ্যে আইওসি (Indian Oil Corporation, IOC), বিপিসিএল (Bharat Petroleum Corporation Ltd, BPCL) এবং হিন্দুস্থান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindustan Petroleum Corporation Ltd, HPCL) অবশ্য বিশ্ব বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে পেট্রল ও ডিজেলের বিক্রয়মূল্যে কোনও পরিবর্তন করেনি ৷

আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এক সময় সংস্থাগুলির প্রতি লিটার ডিজেলে 20-25 টাকার এবং প্রতি লিটার পেট্রলে 14-18 টাকা ক্ষতি হচ্ছিল ৷ এখন সে দিন বদলেছে ৷ এক আধিকারিক বলেন, "এখন পেট্রলের ক্ষেত্রে কোনও ক্ষতি হচ্ছে না ৷ ডিজেলের ক্ষতি পূরণ হতে কিছুটা সময় লাগবে ৷" তবে গত পাঁচ মাস ধরে এই তেল কোম্পানিগুলি তুলনামূলক কম দামে তেল বিক্রি করেছে ৷ সেই ক্ষতি মেটাতে দিতে হবে ৷ এখুনি দেশের বাজারে তেলের দাম কমবে কি না, সে বিষয়ে তাই কিছু বলা সম্ভব নয়, জানালেন এক আধিকারিক ৷

আরও পড়ুন: রাশিয়ার থেকে ডিসকাউন্টে তেল কিনেছে ভারত, ইমরানের প্রশংসাসূচক টুইট

Last Updated : Sep 11, 2022, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.