ETV Bharat / bharat

Amit Shah on Hindi Diwas: হিন্দি ভাষা দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে, মত শাহর - Official Language Hindi

আজ হিন্দি দিবসে (Hindi Diwas) ভারতের সরকারি ভাষা গুরুত্ব নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ যেখানে তিনি উল্লেখ করেছেন, হিন্দি ভাষা ভারতের ঐক্যকে বজায় রেখেছে (Language Hindi Unites Nation in Thread of Unity) ৷ পাশাপাশি, অন্যান্য আঞ্চলিক ভাষার উন্নতিতেও মোদি সরকার কাজ করছে বলে জানান তিনি ৷

official-language-hindi-unites-nation-in-thread-of-unity-amit-shah-on-hindi-diwas
official-language-hindi-unites-nation-in-thread-of-unity-amit-shah-on-hindi-diwas
author img

By

Published : Sep 14, 2022, 11:58 AM IST

Updated : Sep 14, 2022, 2:04 PM IST

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: হিন্দি দিবসে (Hindi Diwas), ভাষার ব্যবহারিক গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর কথায়, ‘‘সরকারি ভাষা হিন্দি, দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে (Language Hindi Unites Nation in Thread of Unity) ৷’’ এদিন হিন্দি দিবস নিয়ে একটি টুইট করে এমনটাই জানান শাহ ৷ সেখানে তিনি হিন্দি ভাষা নিয়ে তাঁর মতামত এবং ভাবনা ব্যক্ত করেন ৷ পাশাপাশি, এও জানান, শুধু মাত্র হিন্দি নয় ৷ বহুমাত্রিক ভাষার দেশ ভারতের আঞ্চলিক ভাষাগুলিকেও সমানভাবে গুরুত্ব দিতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদির সরকার ।

এদিন সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘সরকারি ভাষা হিন্দি দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে ৷ সকল ভারতীয় ভাষার বন্ধু হল হিন্দি ৷ মোদি সরকার হিন্দির পাশাপাশি অন্য আঞ্চলিক ভাষাগুলিকে সমানভাবে তুলে ধরতে বদ্ধপরিকর ৷ আমি সেই সকল ব্যক্তিদের আমার সম্মান জানাই যাঁরা হিন্দি ভাষার সংরক্ষণ ও প্রচারে অবদান রেখেছেন ৷ সকলকে ‘হিন্দি দিবসে’র অভিনন্দন ৷’’

আজ সুরাতে দ্বিতীয় ‘সর্বভারতীয় সরকারি ভাষা’ অধিবেশনে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা আগে হিন্দি দিবসে অমিত শাহ এই টুইটটি করেন ৷ প্রসঙ্গত, 14 সেপ্টেম্বর দিনটিকে হিন্দি দিবস হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র ৷ এই দিনটিকে হিন্দি ভাষার প্রতি উৎসর্গ করা হয়েছে কেন্দ্রের তরফে ৷ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1949 সালে 14 সেপ্টেম্বর দিনটিকে ‘হিন্দি দিবস’ হিসাবে ঘোষণা করেছিলেন ৷

  • राजभाषा हिंदी राष्ट्र को एकता के सूत्र में पिरोती है।

    हिंदी सभी भारतीय भाषाओं की सखी है। मोदी सरकार हिंदी सहित सभी स्थानीय भाषाओं के समानांतर विकास हेतु प्रतिबद्ध है।

    हिंदी के संरक्षण व संवर्धन में योगदान देने वाले महानुभावों को नमन करता हूँ।

    सभी को 'हिंदी दिवस' की शुभकामनाएं। pic.twitter.com/mQXnUa28PF

    — Amit Shah (@AmitShah) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হিন্দি ভাষা ইশুতে শাহকে আক্রমণ ফিরহাদের

ভারতীয় সংবিধানে হিন্দিকে ভারতের প্রথম সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয় ৷ আর দ্বিতীয় সরকারি ভাষার তকমা দেওয়া হয় ইংরেজিকে । সংবিধানে বিষয়টি লিপিবদ্ধ হয় 1950 সালের 26 জানুয়ারি ৷ বহুমাত্রিক ভাষার দেশ হিসাবে ভারতের সরকারি সব কাজের ক্ষেত্রে হিন্দিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে সংবিধানে ৷ বিশ্বের প্রায় 258 মিলিয়ন মানুষ হিন্দি ভাষায় কথা বলেন ৷ হিন্দি বিশ্বের চতুর্থ ভাষা হিসাবে স্বীকৃতিও পেয়েছে ৷

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: হিন্দি দিবসে (Hindi Diwas), ভাষার ব্যবহারিক গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর কথায়, ‘‘সরকারি ভাষা হিন্দি, দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে (Language Hindi Unites Nation in Thread of Unity) ৷’’ এদিন হিন্দি দিবস নিয়ে একটি টুইট করে এমনটাই জানান শাহ ৷ সেখানে তিনি হিন্দি ভাষা নিয়ে তাঁর মতামত এবং ভাবনা ব্যক্ত করেন ৷ পাশাপাশি, এও জানান, শুধু মাত্র হিন্দি নয় ৷ বহুমাত্রিক ভাষার দেশ ভারতের আঞ্চলিক ভাষাগুলিকেও সমানভাবে গুরুত্ব দিতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদির সরকার ।

এদিন সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘সরকারি ভাষা হিন্দি দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে ৷ সকল ভারতীয় ভাষার বন্ধু হল হিন্দি ৷ মোদি সরকার হিন্দির পাশাপাশি অন্য আঞ্চলিক ভাষাগুলিকে সমানভাবে তুলে ধরতে বদ্ধপরিকর ৷ আমি সেই সকল ব্যক্তিদের আমার সম্মান জানাই যাঁরা হিন্দি ভাষার সংরক্ষণ ও প্রচারে অবদান রেখেছেন ৷ সকলকে ‘হিন্দি দিবসে’র অভিনন্দন ৷’’

আজ সুরাতে দ্বিতীয় ‘সর্বভারতীয় সরকারি ভাষা’ অধিবেশনে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা আগে হিন্দি দিবসে অমিত শাহ এই টুইটটি করেন ৷ প্রসঙ্গত, 14 সেপ্টেম্বর দিনটিকে হিন্দি দিবস হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র ৷ এই দিনটিকে হিন্দি ভাষার প্রতি উৎসর্গ করা হয়েছে কেন্দ্রের তরফে ৷ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1949 সালে 14 সেপ্টেম্বর দিনটিকে ‘হিন্দি দিবস’ হিসাবে ঘোষণা করেছিলেন ৷

  • राजभाषा हिंदी राष्ट्र को एकता के सूत्र में पिरोती है।

    हिंदी सभी भारतीय भाषाओं की सखी है। मोदी सरकार हिंदी सहित सभी स्थानीय भाषाओं के समानांतर विकास हेतु प्रतिबद्ध है।

    हिंदी के संरक्षण व संवर्धन में योगदान देने वाले महानुभावों को नमन करता हूँ।

    सभी को 'हिंदी दिवस' की शुभकामनाएं। pic.twitter.com/mQXnUa28PF

    — Amit Shah (@AmitShah) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হিন্দি ভাষা ইশুতে শাহকে আক্রমণ ফিরহাদের

ভারতীয় সংবিধানে হিন্দিকে ভারতের প্রথম সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয় ৷ আর দ্বিতীয় সরকারি ভাষার তকমা দেওয়া হয় ইংরেজিকে । সংবিধানে বিষয়টি লিপিবদ্ধ হয় 1950 সালের 26 জানুয়ারি ৷ বহুমাত্রিক ভাষার দেশ হিসাবে ভারতের সরকারি সব কাজের ক্ষেত্রে হিন্দিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে সংবিধানে ৷ বিশ্বের প্রায় 258 মিলিয়ন মানুষ হিন্দি ভাষায় কথা বলেন ৷ হিন্দি বিশ্বের চতুর্থ ভাষা হিসাবে স্বীকৃতিও পেয়েছে ৷

Last Updated : Sep 14, 2022, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.