নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: হিন্দি দিবসে (Hindi Diwas), ভাষার ব্যবহারিক গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর কথায়, ‘‘সরকারি ভাষা হিন্দি, দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে (Language Hindi Unites Nation in Thread of Unity) ৷’’ এদিন হিন্দি দিবস নিয়ে একটি টুইট করে এমনটাই জানান শাহ ৷ সেখানে তিনি হিন্দি ভাষা নিয়ে তাঁর মতামত এবং ভাবনা ব্যক্ত করেন ৷ পাশাপাশি, এও জানান, শুধু মাত্র হিন্দি নয় ৷ বহুমাত্রিক ভাষার দেশ ভারতের আঞ্চলিক ভাষাগুলিকেও সমানভাবে গুরুত্ব দিতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদির সরকার ।
এদিন সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘সরকারি ভাষা হিন্দি দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে ৷ সকল ভারতীয় ভাষার বন্ধু হল হিন্দি ৷ মোদি সরকার হিন্দির পাশাপাশি অন্য আঞ্চলিক ভাষাগুলিকে সমানভাবে তুলে ধরতে বদ্ধপরিকর ৷ আমি সেই সকল ব্যক্তিদের আমার সম্মান জানাই যাঁরা হিন্দি ভাষার সংরক্ষণ ও প্রচারে অবদান রেখেছেন ৷ সকলকে ‘হিন্দি দিবসে’র অভিনন্দন ৷’’
আজ সুরাতে দ্বিতীয় ‘সর্বভারতীয় সরকারি ভাষা’ অধিবেশনে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা আগে হিন্দি দিবসে অমিত শাহ এই টুইটটি করেন ৷ প্রসঙ্গত, 14 সেপ্টেম্বর দিনটিকে হিন্দি দিবস হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র ৷ এই দিনটিকে হিন্দি ভাষার প্রতি উৎসর্গ করা হয়েছে কেন্দ্রের তরফে ৷ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1949 সালে 14 সেপ্টেম্বর দিনটিকে ‘হিন্দি দিবস’ হিসাবে ঘোষণা করেছিলেন ৷
-
राजभाषा हिंदी राष्ट्र को एकता के सूत्र में पिरोती है।
— Amit Shah (@AmitShah) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
हिंदी सभी भारतीय भाषाओं की सखी है। मोदी सरकार हिंदी सहित सभी स्थानीय भाषाओं के समानांतर विकास हेतु प्रतिबद्ध है।
हिंदी के संरक्षण व संवर्धन में योगदान देने वाले महानुभावों को नमन करता हूँ।
सभी को 'हिंदी दिवस' की शुभकामनाएं। pic.twitter.com/mQXnUa28PF
">राजभाषा हिंदी राष्ट्र को एकता के सूत्र में पिरोती है।
— Amit Shah (@AmitShah) September 14, 2022
हिंदी सभी भारतीय भाषाओं की सखी है। मोदी सरकार हिंदी सहित सभी स्थानीय भाषाओं के समानांतर विकास हेतु प्रतिबद्ध है।
हिंदी के संरक्षण व संवर्धन में योगदान देने वाले महानुभावों को नमन करता हूँ।
सभी को 'हिंदी दिवस' की शुभकामनाएं। pic.twitter.com/mQXnUa28PFराजभाषा हिंदी राष्ट्र को एकता के सूत्र में पिरोती है।
— Amit Shah (@AmitShah) September 14, 2022
हिंदी सभी भारतीय भाषाओं की सखी है। मोदी सरकार हिंदी सहित सभी स्थानीय भाषाओं के समानांतर विकास हेतु प्रतिबद्ध है।
हिंदी के संरक्षण व संवर्धन में योगदान देने वाले महानुभावों को नमन करता हूँ।
सभी को 'हिंदी दिवस' की शुभकामनाएं। pic.twitter.com/mQXnUa28PF
আরও পড়ুন: হিন্দি ভাষা ইশুতে শাহকে আক্রমণ ফিরহাদের
ভারতীয় সংবিধানে হিন্দিকে ভারতের প্রথম সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয় ৷ আর দ্বিতীয় সরকারি ভাষার তকমা দেওয়া হয় ইংরেজিকে । সংবিধানে বিষয়টি লিপিবদ্ধ হয় 1950 সালের 26 জানুয়ারি ৷ বহুমাত্রিক ভাষার দেশ হিসাবে ভারতের সরকারি সব কাজের ক্ষেত্রে হিন্দিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে সংবিধানে ৷ বিশ্বের প্রায় 258 মিলিয়ন মানুষ হিন্দি ভাষায় কথা বলেন ৷ হিন্দি বিশ্বের চতুর্থ ভাষা হিসাবে স্বীকৃতিও পেয়েছে ৷