ETV Bharat / bharat

লকডাউনে রাস্তার পশুদের পেট ভরাতে 60 লাখ টাকা অনুদান ওড়িশা সরকারের

করোনা সংক্রমণ রুখতে নবীন পট্টনায়েক সরকারের অভিনব উদ্যোগ ৷ লকডাউনের মাঝে রাস্তার পশুরা যাতে কোনওভাবেই অভুক্ত না থাকে সেজন্য 60 লাখ টাকার অনুদান ঘোষণা করল ওড়িশা সরকারের ৷

নবীন পট্টনায়েক
নবীন পট্টনায়েক
author img

By

Published : May 10, 2021, 10:15 AM IST

ভুবনেশ্বর, 10 মে :লকডাউনে অভিনব উদ্যোগ ওড়িশা সরকারের ৷ লকডাউনের মধ্যে পথকুকুর ও অন্যান্য পশুরা যাতে যথাযথ খাবার পায় সেজন্য নবীন পট্টনায়েকের তরফ থেকে 60 লাখ টাকা মঞ্জুর করা হয়েছে ৷ এমনটাই জানিয়েছে ওড়িশার পাবলিক ইনফরমেশন দফতর ৷ বিভিন্ন ছোট বড় এলাকায় রাস্তার পশুদের খাওয়ানো হবে ওই টাকায় ৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই কাজ করা হবে ৷

গোটা দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ ৷ আর এই সংক্রমণ রুখতে এখনও পর্যন্ত বেশ কিছু রাজ্য লকডাউন ঘোষণা করেছে ৷ তার মধ্যে ওড়িশাও আছে ৷ ওড়িশার 5 মেট্রোপলিটন কর্পোরেশন, 48 পুরসভা এবং আরও 61টি এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ আর এই লকডাউন চলাকালীন রাস্তার বিভিন্ন প্রাণীরা যাতে অভুক্ত হয়ে না থাকে , তার জন্যই এই ব্যবস্থা ৷

আরও পড়ুন : মমতার মন্ত্রিসভায় 43 সদস্য, তালিকায় নেই রুপোলি পর্দার বিধায়করা

জাজপুর জেলার তরফে একটি রিপোর্ট পেশ করা হয় ৷ সেখানে বলা হয় , মহাবিনায়ক মন্দিরে বেশ কয়েকটি হনুমান , কুকুর ও গোরুকে খাওয়ানো হয়েছে ৷ করোনা ভাইরাসের দাপটে যখন মানুষ নিত্যদিন প্রাণ হারাচ্ছে , সেইসময় ওড়িশা সরকারের ওই অভিনব উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছে সবাই ৷

ভুবনেশ্বর, 10 মে :লকডাউনে অভিনব উদ্যোগ ওড়িশা সরকারের ৷ লকডাউনের মধ্যে পথকুকুর ও অন্যান্য পশুরা যাতে যথাযথ খাবার পায় সেজন্য নবীন পট্টনায়েকের তরফ থেকে 60 লাখ টাকা মঞ্জুর করা হয়েছে ৷ এমনটাই জানিয়েছে ওড়িশার পাবলিক ইনফরমেশন দফতর ৷ বিভিন্ন ছোট বড় এলাকায় রাস্তার পশুদের খাওয়ানো হবে ওই টাকায় ৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই কাজ করা হবে ৷

গোটা দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ ৷ আর এই সংক্রমণ রুখতে এখনও পর্যন্ত বেশ কিছু রাজ্য লকডাউন ঘোষণা করেছে ৷ তার মধ্যে ওড়িশাও আছে ৷ ওড়িশার 5 মেট্রোপলিটন কর্পোরেশন, 48 পুরসভা এবং আরও 61টি এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ আর এই লকডাউন চলাকালীন রাস্তার বিভিন্ন প্রাণীরা যাতে অভুক্ত হয়ে না থাকে , তার জন্যই এই ব্যবস্থা ৷

আরও পড়ুন : মমতার মন্ত্রিসভায় 43 সদস্য, তালিকায় নেই রুপোলি পর্দার বিধায়করা

জাজপুর জেলার তরফে একটি রিপোর্ট পেশ করা হয় ৷ সেখানে বলা হয় , মহাবিনায়ক মন্দিরে বেশ কয়েকটি হনুমান , কুকুর ও গোরুকে খাওয়ানো হয়েছে ৷ করোনা ভাইরাসের দাপটে যখন মানুষ নিত্যদিন প্রাণ হারাচ্ছে , সেইসময় ওড়িশা সরকারের ওই অভিনব উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছে সবাই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.