ETV Bharat / bharat

ক্ষতিগ্রস্ত 128 গ্রামে একসপ্তাহের ত্রাণ দেবে ওড়িশা সরকার, জানালেন পট্টনায়ক - Yaas

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেক রাস্তার ক্ষতি হয়েছে ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বহু এলাকার ৷ এই অবস্থায় সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতি এবং 80 শতাংশ এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷

যশে ক্ষতিগ্রস্ত ওড়িশার 128 গ্রামের একসপ্তাহের ত্রাণ দেবে সরকার
যশে ক্ষতিগ্রস্ত ওড়িশার 128 গ্রামের একসপ্তাহের ত্রাণ দেবে সরকার
author img

By

Published : May 27, 2021, 4:36 AM IST

Updated : May 27, 2021, 5:07 AM IST

ভুবনেশ্বর, 27 মে : যশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত 128টি গ্রামের গ্রামবাসীদের আগামী 7 দিনের ত্রাণ দেবে ওড়িশা সরকার ৷ বুধবার এমনটাই ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷

ঘূর্ণিঝড় যশের জেরে ওড়িশার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বহু রাস্তার ক্ষতি হয়েছে ৷ বিদ্যুৎ সংযোগ নেই বহু এলাকার ৷ এই অবস্থায় সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতি এবং 80 শতাংশ এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷ এই কাজ আগামী 24 ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ হবে বলে জানান তিনি ৷ উপকূলবর্তী বাসিন্দাদের ঝড়ের আগেই অনত্র সরাতে পেরেছে সরকার, এই কাজের জন্য পঞ্চায়েত প্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন সংস্থা যারা এই কাজে সাহায্য করেছে সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি ধন্যবাদ জানান সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের, যাঁরা ঝড়ের সময় দুর্গত জেলাগুলিতে নিরন্তর কাজ করে গিয়েছেন ৷

ঘড়িতে তখন সকাল 9টা বেজে 15 মিনিট । নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়ে যশ । সমুদ্র উত্তাল হয়ে ওঠে । রীতিমতো তাণ্ডবলীলা চলতে থাকে বালেশ্বর ও পার্শ্ববর্তী এলাকায় । বালেশ্বর, কেন্দ্রাপাড়া, ময়ূরভঞ্জ, পারাদ্বীপে সমুদ্রে বিশাল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যায় ৷ ভিতরকণিকা ও ভদ্রকেও সমুদ্রের অশান্ত ছবি দেখা যায় ৷

আরও পড়ুন : ওড়িশায় আছড়ে পড়ল সুপার সাইক্লোন যশ

তবে ঝড়ের আগেই সরকারি প্রস্তুতির কারণে অনেকটাই এড়ানো গিয়েছে ক্ষয়ক্ষতি ৷ সঠিক সময়ে মানুষকে সুরক্ষিত আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য সেভাবে প্রাণহানি হয়নি ৷ ঝড়ের সময়ে সমুদ্রে থাকা 265টি মাছ ধরার নৌকোও সুরক্ষিতভাবে পাড়ে ফিরে এসেছে বলে জানা গিয়েছে ৷

ভুবনেশ্বর, 27 মে : যশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত 128টি গ্রামের গ্রামবাসীদের আগামী 7 দিনের ত্রাণ দেবে ওড়িশা সরকার ৷ বুধবার এমনটাই ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷

ঘূর্ণিঝড় যশের জেরে ওড়িশার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বহু রাস্তার ক্ষতি হয়েছে ৷ বিদ্যুৎ সংযোগ নেই বহু এলাকার ৷ এই অবস্থায় সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতি এবং 80 শতাংশ এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷ এই কাজ আগামী 24 ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ হবে বলে জানান তিনি ৷ উপকূলবর্তী বাসিন্দাদের ঝড়ের আগেই অনত্র সরাতে পেরেছে সরকার, এই কাজের জন্য পঞ্চায়েত প্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন সংস্থা যারা এই কাজে সাহায্য করেছে সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি ধন্যবাদ জানান সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের, যাঁরা ঝড়ের সময় দুর্গত জেলাগুলিতে নিরন্তর কাজ করে গিয়েছেন ৷

ঘড়িতে তখন সকাল 9টা বেজে 15 মিনিট । নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়ে যশ । সমুদ্র উত্তাল হয়ে ওঠে । রীতিমতো তাণ্ডবলীলা চলতে থাকে বালেশ্বর ও পার্শ্ববর্তী এলাকায় । বালেশ্বর, কেন্দ্রাপাড়া, ময়ূরভঞ্জ, পারাদ্বীপে সমুদ্রে বিশাল জলোচ্ছ্বাস লক্ষ্য করা যায় ৷ ভিতরকণিকা ও ভদ্রকেও সমুদ্রের অশান্ত ছবি দেখা যায় ৷

আরও পড়ুন : ওড়িশায় আছড়ে পড়ল সুপার সাইক্লোন যশ

তবে ঝড়ের আগেই সরকারি প্রস্তুতির কারণে অনেকটাই এড়ানো গিয়েছে ক্ষয়ক্ষতি ৷ সঠিক সময়ে মানুষকে সুরক্ষিত আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য সেভাবে প্রাণহানি হয়নি ৷ ঝড়ের সময়ে সমুদ্রে থাকা 265টি মাছ ধরার নৌকোও সুরক্ষিতভাবে পাড়ে ফিরে এসেছে বলে জানা গিয়েছে ৷

Last Updated : May 27, 2021, 5:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.