ETV Bharat / bharat

কোভিডের বিরুদ্ধে সাংবাদিকদের ফ্রন্টলাইন ওয়ার্কারের স্বীকৃতি ওড়িশায় - গোপাবন্ধু সাংবাদিকা স্বাস্থ্য বিমা যোজনা

সাংবাদিকরা অনবরত খবর জোগাড় করে পাঠিয়ে দিচ্ছেন রাজ্যের সর্বত্র ৷ করোনাবিধি বিষয়ে মানুষকে সতর্ক করার কাজ চালিয়ে যাচ্ছেন ৷ তাই তাঁদের ফ্রন্টলাইন কর্মী হিসেবে স্বীকৃতি দিল ওড়িশা ৷

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
author img

By

Published : May 2, 2021, 1:24 PM IST

ওড়িশা, 2 মে: রাজ্যের সাংবাদিকদের ‘ফ্রন্টলাইন ওয়ার্কার ওয়ারিয়র’-এর স্বীকৃতি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷ আর তাই তাঁদের জন্য দুই লক্ষ টাকা করে বিমা ঘোষণা করল সরকার ৷

"কর্মরত সাংবাদিকরা সব সময় খবর পাঠিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ দারুণ কাজ করছেন ৷ মানুষকে কোভিডের বিধিনিষেধ নিয়ে সচেতন করে চলেছেন অনবরত ৷ কোভিডের বিরুদ্ধে তাঁরা একটা ভয়ঙ্কর যুদ্ধ করছেন", একটি বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

এর ফলে বর্তমানে রাজ্যে 6994 জন কর্মরত সাংবাদিকরা উপকৃত হবেন ৷ ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে, "তাঁদের সকলকে গোপাবন্ধু সাংবাদিকা স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আনা হবে ৷ তাঁরা প্রত্যেক দু'লক্ষ টাকা করে বিমা পাবেন ৷"

আরও পড়ুন: পূর্ণ উদ্যমে চলছে কোভিশিল্ডের উত্পাদন: ব্রিটেন থেকে দাবি পুনাওয়ালার

এর পাশাপাশি কোভিড-19 চলাকালীন কর্মরত সাংবাদিকের মৃত্য়ুর জন্য ক্ষতিপূরণ হিসেবে তাঁর আত্মীয়কে পনেরো লক্ষ টাকা দেওয়া হবে ৷

এর আগে উত্তরাখণ্ড রাজ্যের সংবাদমাধ্যমে কর্মরত সব কর্মী ও সাংবাদিকদের ফ্রন্টলাইন ওয়ার্কারের স্বীকৃতি দেয় ৷ সরকার তাঁদের সকলকে ভ্যাকসিন দেবে, এমন ঘোষণা ও নির্দেশ দেওয়া হয়েছে ৷

গোটা দেশে শুধুমাত্র এপ্রিল মাসেই 52-র বেশি সাংবাদিক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ করোনা সংক্রমণের ভয়ঙ্কর পরিস্থিতিতে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে সাংবাদিকদের ফ্রন্টলাইন কর্মী হিসেবে ঘোষণা করার অনুরোধ জানায় ৷ এতে সরকারের কাছ থেকে কোভিড ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন সাংবাদিকরা ৷

ওড়িশা, 2 মে: রাজ্যের সাংবাদিকদের ‘ফ্রন্টলাইন ওয়ার্কার ওয়ারিয়র’-এর স্বীকৃতি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷ আর তাই তাঁদের জন্য দুই লক্ষ টাকা করে বিমা ঘোষণা করল সরকার ৷

"কর্মরত সাংবাদিকরা সব সময় খবর পাঠিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ দারুণ কাজ করছেন ৷ মানুষকে কোভিডের বিধিনিষেধ নিয়ে সচেতন করে চলেছেন অনবরত ৷ কোভিডের বিরুদ্ধে তাঁরা একটা ভয়ঙ্কর যুদ্ধ করছেন", একটি বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

এর ফলে বর্তমানে রাজ্যে 6994 জন কর্মরত সাংবাদিকরা উপকৃত হবেন ৷ ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে, "তাঁদের সকলকে গোপাবন্ধু সাংবাদিকা স্বাস্থ্য বিমা যোজনার আওতায় আনা হবে ৷ তাঁরা প্রত্যেক দু'লক্ষ টাকা করে বিমা পাবেন ৷"

আরও পড়ুন: পূর্ণ উদ্যমে চলছে কোভিশিল্ডের উত্পাদন: ব্রিটেন থেকে দাবি পুনাওয়ালার

এর পাশাপাশি কোভিড-19 চলাকালীন কর্মরত সাংবাদিকের মৃত্য়ুর জন্য ক্ষতিপূরণ হিসেবে তাঁর আত্মীয়কে পনেরো লক্ষ টাকা দেওয়া হবে ৷

এর আগে উত্তরাখণ্ড রাজ্যের সংবাদমাধ্যমে কর্মরত সব কর্মী ও সাংবাদিকদের ফ্রন্টলাইন ওয়ার্কারের স্বীকৃতি দেয় ৷ সরকার তাঁদের সকলকে ভ্যাকসিন দেবে, এমন ঘোষণা ও নির্দেশ দেওয়া হয়েছে ৷

গোটা দেশে শুধুমাত্র এপ্রিল মাসেই 52-র বেশি সাংবাদিক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ করোনা সংক্রমণের ভয়ঙ্কর পরিস্থিতিতে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে সাংবাদিকদের ফ্রন্টলাইন কর্মী হিসেবে ঘোষণা করার অনুরোধ জানায় ৷ এতে সরকারের কাছ থেকে কোভিড ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন সাংবাদিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.