ভুবনেশ্বর, 4 নভেম্বর: ওড়িশায় ইটিভি ভারতের মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত চিত্র পরিচালক সঞ্জয় ওরফে টুটু নায়েক ৷ শনিবার এসিপি মানস গার্নায়েক সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তের গ্রেফতারির কথা জানিয়েছেন ৷ শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে ইটিভি ভারতের মহিলা সাংবাদিক দেবস্মিতা রাউতকে নিগ্রহ এবং চড় মারার অভিযোগ ছিল চিত্র পরিচালক সঞ্জয় ওরফে টুটু নায়েকের বিরুদ্ধে ৷ খারভেল নগর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এদিন ৷
এদিকে, ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ওডিশার মহিলা কমিশন ৷ 20 নভেম্বরের মধ্যেএই সম্পর্কিত সমস্ত তথ্য জানতে চেয়েছে ৷ কমিশনের চেয়ারপার্সন মিনতি বেহেরা বলেছেন, "আমরা মামলাটিকে গুরুত্ব সহকারে নিয়েছি । একজন সাংবাদিকের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় । আমরা বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য ডেপুটি কমিশনার অফ পুলিশকে (ডিসিপি) চিঠি দিয়েছি ।"
এদিনই ওডিশা উইমেন ইন মিডিয়া ফোরামের সদস্যরা ডিসিপি প্রতীক সিংয়ের সঙ্গে দেখা করে, এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। কর্মক্ষেত্রে এবং বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিসিপিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ওই নারী সাংবাদিকরা । ডিসিপি মহিলা সাংবাদিকদের আশ্বস্ত করে জানান, সাংবাদিকের উপর হামলার তদন্ত শুরু হয়েছে ৷ যে জায়গায় হেনস্থা হয়েছিলেন ওই সাংবাদিক সেখাননের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে তদন্তের স্বার্থে । মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, দেবস্মিতা রাউত বলেছিলেন, "আমার মহিলা সহকর্মীরা আমার সঙ্গে আছেন ৷ তাঁরা ডিসিপির সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।"
আরও পডুন: নিগৃহীত ইটিভি ভারতের মহিলা সাংবাদিক, অভিযোগ ওড়িশার এক প্রযোজকের বিরুদ্ধে
ঠিক কি ঘটেছিল ?
বৃহস্পতিবার ইটিভি ভারতের সাংবাদিক দেবস্মিতা রাউত বলেছিলেন তিনি প্রযোজক সঞ্জয় ওরফে টুটু নায়েকের হাতে হেনস্তার শিকার হয়েছেন ৷ প্রযোজন তাঁকে চড় মেরেছিলেন বলেও অভিযোগ করেন ৷ এই আচরণের জন্য তাঁর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল দাবি জানিয়েছিলেন দেবস্মিতা ।