ETV Bharat / bharat

P Chidambaram on CBI : এফআইআর-এ নাম নেই অথচ বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই, অভিযোগ চিদম্বরমের

ভিসা দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকালে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI Raids Nine Locations Linked to Karti Chidambaram in Visa Corruption Case) ৷ হানা দেওয়া হয় তাঁর বাড়ি-সহ 9টি জায়গায় ৷

chidambaram claims against cbi
সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ চিদম্বরমের
author img

By

Published : May 17, 2022, 4:53 PM IST

নয়াদিল্লি, 17 মে : ভিসা দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকালে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বাড়ি তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ কার্তির চেন্নাইয়ের বাড়ি-সহ মোট 9টি জায়গায় এদিন তল্লাশি চালায় সিবিআই ৷ তবে শুধু কার্তির বাড়িতে নয়, সিবিআই এদিন হানা দেয় তাঁর বাবা পি চিদম্বরমের বাড়িতেও ৷ কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী নিজেই টুইট করে একথা জানিয়েছেন ৷

আরও পড়ুন: ভিসা দুর্নীতির অভিযোগে কার্তির বাড়ি-সহ 9 জায়গায় সিবিআই তল্লাশি

পি চিদম্বরমের অভিযোগ, তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চালালেও এফআইআরে তাঁর নাম দেখাতে পারেনি (Not named in FIR but CBI searched his house claims P Chidambaram) ৷ টুইটে তিনি লেখেন, "আজ সকালে সিবিআই এর দল আমার দিল্লি ও চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি চালায় ৷ সিবিআই দলের তরফে আমায় যে এফআইআর দেখানো হয়েছে সেখানে অভিযুক্ত হিসেবে আমার নাম নেই ৷ তল্লাশিতে তারা কিছু পায়নি, কিছু বাজেয়াপ্তও করেনি ৷ তল্লাশি চালানোর সময়টা বেশ চিত্তাকর্ষক ৷"

  • This morning, a CBI team searched my residence at Chennai and my official residence at Delhi. The team showed me a FIR in which I am not named as an accused.

    The search team found nothing and seized nothing.

    I may point out that the timing of the search is interesting.

    — P. Chidambaram (@PChidambaram_IN) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ভিসা জালিয়াতি সংক্রান্ত নয়া মামলা দায়ের করেছে সিবিআই ৷ অভিযোগ, 2011 সালে তিনি 50 লক্ষ টাকার বিনিময়ে 250 জন চিনা নাগরিককে বেআইনিভাবে ভারতের ভিসা পেতে সাহায্য করেছিলেন ৷

নয়াদিল্লি, 17 মে : ভিসা দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকালে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বাড়ি তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ কার্তির চেন্নাইয়ের বাড়ি-সহ মোট 9টি জায়গায় এদিন তল্লাশি চালায় সিবিআই ৷ তবে শুধু কার্তির বাড়িতে নয়, সিবিআই এদিন হানা দেয় তাঁর বাবা পি চিদম্বরমের বাড়িতেও ৷ কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী নিজেই টুইট করে একথা জানিয়েছেন ৷

আরও পড়ুন: ভিসা দুর্নীতির অভিযোগে কার্তির বাড়ি-সহ 9 জায়গায় সিবিআই তল্লাশি

পি চিদম্বরমের অভিযোগ, তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চালালেও এফআইআরে তাঁর নাম দেখাতে পারেনি (Not named in FIR but CBI searched his house claims P Chidambaram) ৷ টুইটে তিনি লেখেন, "আজ সকালে সিবিআই এর দল আমার দিল্লি ও চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি চালায় ৷ সিবিআই দলের তরফে আমায় যে এফআইআর দেখানো হয়েছে সেখানে অভিযুক্ত হিসেবে আমার নাম নেই ৷ তল্লাশিতে তারা কিছু পায়নি, কিছু বাজেয়াপ্তও করেনি ৷ তল্লাশি চালানোর সময়টা বেশ চিত্তাকর্ষক ৷"

  • This morning, a CBI team searched my residence at Chennai and my official residence at Delhi. The team showed me a FIR in which I am not named as an accused.

    The search team found nothing and seized nothing.

    I may point out that the timing of the search is interesting.

    — P. Chidambaram (@PChidambaram_IN) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ভিসা জালিয়াতি সংক্রান্ত নয়া মামলা দায়ের করেছে সিবিআই ৷ অভিযোগ, 2011 সালে তিনি 50 লক্ষ টাকার বিনিময়ে 250 জন চিনা নাগরিককে বেআইনিভাবে ভারতের ভিসা পেতে সাহায্য করেছিলেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.