নয়াদিল্লি, 31 মে: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে কোনও আনুষাঙ্গিক তথ্যপ্রমাণ পাওয়া যায়নি, যাতে সংস্থার প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদকে গ্রেফতার করা যায় ৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, দিল্লি পুলিশের একটি সূত্র এমনটাই জানিয়েছে ৷ পুলিশের ওই শীর্ষস্তরের সূত্র এও জানিয়েছেন, ব্রিজভূষণের বিরুদ্ধে নাবালিকা-সহ 7 মহিলা কুস্তিগীর যে যৌন হেনস্থার অভিযোগ করেছেন, তাঁর পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট আগামী 15 দিনের মধ্যে চলে আসবে ৷
সংবাদ সংস্থাকে দেওয়া তথ্য অনুযায়ী দিল্লি পুলিশের ওই সূত্র বলেছে, ‘‘আগামী 15 দিনের মধ্যে আমরা আদালতে চূড়ান্ত রিপোর্ট পেশ করব ৷ সেটা চার্জশিট আকারেও হতে পারে, আবার ফাইনাল রিপোর্ট হিসেবেও ৷’’ সেই সূত্র এমনটাও দাবি করেছে যে, কুস্তিগীররা যে যৌন হেনস্তার অভিযোগ করছেন, তার নিরিখে কোনও সমর্থন যোগ্য প্রমাণ পুলিশের হাতে আসেনি ৷
উল্লেখ্য, ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারির দাবি তুলেছেন আন্দোলনকারী কুস্তিগীররা ৷ সেই বিষয়টি নিয়েও আইনের বাধ্যবাধকতার কথা তুলে ধরেছে দিল্লি পুলিশের ওই সূত্র ৷ নির্দিষ্টভাবে বলা হয়েছে, "পকসো আইনের ধারায় যে এফআইআর করা হয়েছে, তাতে অভিযুক্তের দোষ প্রমাণিত হলে কমপক্ষে 7 বছরের কারাদণ্ড হতে পারে ৷ তাই অভিযোগকারীর দাবি মেনে তদন্তকারী আধিকারিক অভিযুক্তকে গ্রেফতার করতে পারে না ৷" কারণ হিসেবে বলা হয়েছে, অভিযুক্ত মামলার সাক্ষীদের প্রভাবিতও করছেন না ৷ এমনকি তিনি কোনও তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করছেন ৷’’
আরও পড়ুন: কুস্তিগীরদের আমরণ অনশনে 'না', কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ইন্ডিয়া গেট
উল্লেখ্য, ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে গত 24 এপ্রিল থেকে যন্তর মন্তরে চলা কুস্তিগীরদের প্রতিবাদ বিক্ষোভ তুলে দিয়েছে দিল্লি পুলিশ ৷ এমনকি আন্দোলনকারী কুস্তিগীরদের বিরুদ্ধে দাঙ্গা আইন-সহ 6টি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷ যার প্রতিবাদে গতকাল হরিদ্বারে গঙ্গার ঘাটে অলিম্পিক্সে জেতা পদক বিসর্জন দিতে গিয়েছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়ারা ৷ কিন্তু, কৃষক সংগঠনের নেতা রাকেশ টিকায়েত তাঁদের সেই কাজ থেকে বিরত করেন ৷ অন্যদিকে, দিল্লি গেটের সামনে আপরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন কুস্তিগীররা ৷ সেখানেও আন্দোলনকারী কুস্তিগীরদের রুখতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ ৷