নয়াদিল্লি, 2 অগস্ট: দেশে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা মঙ্গলবার বেড়ে হয়েছে 9 ৷ এরমধ্যে 5 জনই কেরলের বাসিন্দা ৷ ধীরে ধীরে দেশে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে, তখন বিষয়টি নিয়ে আতঙ্কিত না-হওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷
মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতায় এ বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে ৷ জনসচেতনতা খুব প্রয়োজন ৷ সরকারের তরফে নীতি আয়োগের একজন সদস্যের পৌরহিত্যে এবিষয়ে নজর রাখতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে ৷ "
-
When cases started appearing in the world, India had already started preparations. Before the first case in Kerala, we had issued guidelines to all the states. We sent an expert team, helped state government. Contact tracing was done: Union Health Minister Mansukh Mandaviya in RS pic.twitter.com/ueZGBKCEry
— ANI (@ANI) August 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">When cases started appearing in the world, India had already started preparations. Before the first case in Kerala, we had issued guidelines to all the states. We sent an expert team, helped state government. Contact tracing was done: Union Health Minister Mansukh Mandaviya in RS pic.twitter.com/ueZGBKCEry
— ANI (@ANI) August 2, 2022When cases started appearing in the world, India had already started preparations. Before the first case in Kerala, we had issued guidelines to all the states. We sent an expert team, helped state government. Contact tracing was done: Union Health Minister Mansukh Mandaviya in RS pic.twitter.com/ueZGBKCEry
— ANI (@ANI) August 2, 2022
আরও পড়ুন : কেরলে পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ, দেশে সংক্রমিত বেড়ে 7
মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, টাস্কফোর্সের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ কেরল সরকারের কোনও সাহায্য প্রয়োজন হলে কেন্দ্রের তরফে তা করা হবে ৷ কেন্দ্রের বিশেষজ্ঞদল এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখছে ৷ স্বাস্থ্যমন্ত্রীর দাবি, বাইরের দেশগুলিতে যখন মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বাড়ছিল, তখন থেকেই ভারত সতর্ক ছিল ৷ কেরলে প্রথম কেস ধরা পড়ার আগেই সমস্ত রাজ্যকে এইনিয়ে গাইডলাইন পাঠানো হয়েছিল ৷ নিয়মিত নজরদারি এবং মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তির থেকে 12-13 দিনের জন্য দূরত্ব বজায় রাখলে এই সংক্রমণ রোখা সম্ভব বলেই দাবি মনসুখ মাণ্ডব্যর ৷