ETV Bharat / bharat

No Money for Terror: সন্ত্রাসের জন্য অর্থ সাহায্য বন্ধ নিয়ে সম্মেলনে চিনের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা, নেই পাকিস্তান - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুক্রবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে ‘নো মানি ফর টেরর’ (No Money for Terror) সম্মেলন ৷ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ বিশ্বের 78টি দেশ ও বহুপাক্ষিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ৷

No Money for Terror Summit will begin on Friday in New Delhi
No Money for Terror: সন্ত্রাসের জন্য অর্থ সাহায্য বন্ধ নিয়ে সম্মেলনে চিনের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা, নেই পাকিস্তান
author img

By

Published : Nov 17, 2022, 7:29 PM IST

নয়াদিল্লি, 17 নভেম্বর: নো মানি ফর টেরর (No Money for Terror) ৷ বাংলায় লিখলে, সন্ত্রাসের জন্য অর্থ নয় ৷ এই নিয়ে মন্ত্রী পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলন আগামিকাল শুক্রবার শুরু হতে চলেছে ৷ সেই সম্মেলনে চিন (China) আসার নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷ বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হয়েছে যে চিন এখনও তাদের উপস্থিতি নিয়ে কিছুই জানায়নি ৷ অন্যদিকে আফগানিস্তান (Afghanistan) ও পাকিস্তান (Pakistan) আসবে না বলে জানিয়ে দিয়েছে ৷

নয়াদিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হতে চলেছে ৷ দু’দিনের আন্তর্জাতিক সম্মেলনে 78টি দেশ ও বহুপাক্ষিক সংগঠন উপস্থিত থাকবে ৷ যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের মধ্য়ে 20 জন আবার মন্ত্রী ৷ এই নিয়ে এদিন এক সাংবাদিক বৈঠক করেন এনআইএ-র (NIA) ডিরেক্টর জেনারেল দিনকর গুপ্তা ৷

এই সম্মেলন প্রথমবার আয়োজিত হয় 2018 সালে ৷ সেবার ফ্রান্সে বসেছিল এই সম্মেলন ৷ পরের বছর, 2019 সালে অস্ট্রেলিয়ায় বসে দ্বিতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন ৷ 2020 সালে তৃতীয় পর্ব হওয়ার কথা ছিল ভারতে ৷ কিন্তু করোনা অতিমারীর (Covid Pandemic) কারণে তা ওই বছর এবং পরের বছর আয়োজন করা যায়নি ৷ তাই এই বছর নয়াদিল্লিতেই বসছে তৃতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন ৷

এনআইএ-র ডিজি এদিন জানিয়েছেন, 73 তম দেশ হিসেবে ভারত এই সম্মেলনে অংশগ্রহণ করছে ৷ আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এই সম্মেলনের উদ্বোধন করবেন ৷ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ তাঁরা সন্ত্রাসবাদ দমনে ভারত কতটা বদ্ধপরিকর, সেই বিষয়টি তুলে ধরবেন ৷

আরও পড়ুন: সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগ, জম্মু ও কাশ্মীরে বিশেষ অভিযানে এনআইএ

নয়াদিল্লি, 17 নভেম্বর: নো মানি ফর টেরর (No Money for Terror) ৷ বাংলায় লিখলে, সন্ত্রাসের জন্য অর্থ নয় ৷ এই নিয়ে মন্ত্রী পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলন আগামিকাল শুক্রবার শুরু হতে চলেছে ৷ সেই সম্মেলনে চিন (China) আসার নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷ বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হয়েছে যে চিন এখনও তাদের উপস্থিতি নিয়ে কিছুই জানায়নি ৷ অন্যদিকে আফগানিস্তান (Afghanistan) ও পাকিস্তান (Pakistan) আসবে না বলে জানিয়ে দিয়েছে ৷

নয়াদিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হতে চলেছে ৷ দু’দিনের আন্তর্জাতিক সম্মেলনে 78টি দেশ ও বহুপাক্ষিক সংগঠন উপস্থিত থাকবে ৷ যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের মধ্য়ে 20 জন আবার মন্ত্রী ৷ এই নিয়ে এদিন এক সাংবাদিক বৈঠক করেন এনআইএ-র (NIA) ডিরেক্টর জেনারেল দিনকর গুপ্তা ৷

এই সম্মেলন প্রথমবার আয়োজিত হয় 2018 সালে ৷ সেবার ফ্রান্সে বসেছিল এই সম্মেলন ৷ পরের বছর, 2019 সালে অস্ট্রেলিয়ায় বসে দ্বিতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন ৷ 2020 সালে তৃতীয় পর্ব হওয়ার কথা ছিল ভারতে ৷ কিন্তু করোনা অতিমারীর (Covid Pandemic) কারণে তা ওই বছর এবং পরের বছর আয়োজন করা যায়নি ৷ তাই এই বছর নয়াদিল্লিতেই বসছে তৃতীয় ‘নো মানি ফর টেরর’ সম্মেলন ৷

এনআইএ-র ডিজি এদিন জানিয়েছেন, 73 তম দেশ হিসেবে ভারত এই সম্মেলনে অংশগ্রহণ করছে ৷ আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এই সম্মেলনের উদ্বোধন করবেন ৷ উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ তাঁরা সন্ত্রাসবাদ দমনে ভারত কতটা বদ্ধপরিকর, সেই বিষয়টি তুলে ধরবেন ৷

আরও পড়ুন: সন্ত্রাসবাদে অর্থ জোগানের অভিযোগ, জম্মু ও কাশ্মীরে বিশেষ অভিযানে এনআইএ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.