ETV Bharat / bharat

সোনিয়া-রাহুলে আস্থার কথা বলে 'আগুনে' ছাই চাপার চেষ্টা খুরশিদের

কপিল সিবল সহ অন্য়ান্য়দের এমন প্রকাশ্য় সমালোচনা যে কংগ্রেসের অন্দরে ঝড় তুলে দিয়েছে, তাই এদিন কার্যত শান্ত করার চেষ্টা করলেন সোনিয়া গান্ধির ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত সলমন খুরশিদ ৷ প্রায় এক বছর ধরে সোনিয়া অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন কংগ্রেসে ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কপিল সিবল ৷

no-leadership-crisis-in-congress-support-for-sonia-rahul-apparent-salman-khurshid
কংগ্রেসে নেতৃত্বের সমস্য়া নেই, সোনিয়া ও রাহুলে আস্থা সবার : সলমন খুরশিদ
author img

By

Published : Nov 22, 2020, 6:15 PM IST

দিল্লি, 22 নভেম্বর : কংগ্রেস দলের মধ্য়ে নেতৃত্ব নিয়ে কোনও সমস্য়া নেই ৷ এমনকি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির প্রতি সর্বাত্মক সমর্থন রয়েছে ৷ যাঁরা অন্ধ নন, তাঁরা সেটা জানেন ৷ এভাবেই কংগ্রেসের জাতীয় স্তরের নেতৃত্ব নিয়ে দলের মধ্য়েই ওঠা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ ৷ কংগ্রেসের মধ্য়ে মতপ্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে বলেও দাবি করেন তিনি ৷ কংগ্রেসের মধ্য়ে সবাই নিজের মতামত জানাতে পারেন ৷ তা সত্ত্বেও বাইরে সংবাদমাধ্য়মের সামনে দল নিয়ে মন্তব্য় করা দুঃখ দেয় বলে আফসোস প্রকাশ করেন সলমন খুরশিদ ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিহার নির্বাচন ও কয়েকটি উপ নির্বাচনে কংগ্রেসের খারপ ফলের পর, সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল কপিল সিবল সহ বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা ৷

কপিল সিবল সহ অন্য়ান্য়দের এমন প্রকাশ্য় সমালোচনা যে কংগ্রেসের অন্দরে ঝড় তুলে দিয়েছে, তাই এদিন কার্যত শান্ত করার চেষ্টা করলেন সোনিয়া গান্ধির ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত সলমন খুরশিদ ৷ প্রায় এক বছর ধরে সোনিয়া অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন কংগ্রেসে ৷ যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন কপিল সিবল ৷ তার জবাবে এদিন পাল্টা খুরশিদ প্রশ্ন করেন, কে ঠিক করবে এক বছর ধরে অন্তর্বর্তীকালীন সভাপতি থাকা অনেকটা সময়? এরপরেই তিনি যোগ করেন, কংগ্রেসের সভাপতি নির্বাচন করতে যদি লম্বা সময় লেগেও থাকে, তবে তার পিছনে অবশ্য়ই একটা ভালো উদ্দেশ্য় রয়েছে ৷

এ দিন সাংবাদিকদের উদ্দেশ্য়ে তিনি বলেন, কংগ্রেস নেতৃত্ব তাঁর কথা শোনেন ৷ তাই তাঁকে সুযোগ দেওয়া হয়েছে ৷ তেমনই যাঁরা সংবাদমাধ্য়মে কথা বলছেন, তাঁদেরও সুযোগ দেওয়া হয়েছে ৷ এরপরেই তিনি প্রশ্ন করেন, কোথা থেকে এসব কথা আসছে, যে কংগ্রেস নেতৃত্ব কারোর কথা শোনে না ৷ বিহার নির্বাচনে কংগ্রেসের খারাপ ফল নিয়ে কপিল সিবল ও পি চিদম্বরম সম্প্রতি সমালোচনার ঝড় তুলেছেন ৷ যা নিয়ে খুরশিদ বলেন, তিনি মানছেন যা কথা হচ্ছে তা সত্য়ি ৷ তবে, তাঁর প্রশ্ন, এই খারাপ ফলাফল শুধরোতে কী করণীয়, তা সংবাদমাধ্য়ম বা গোটা দুনিয়ার কাছে কেন বলা হচ্ছে ? তাঁর স্পষ্ট বার্তা, কংগ্রেসের এই ভরাডুবি নিয়ে কোনও বক্তব্য় থাকলে, তা শীর্ষনেতৃত্বের কাছে এসে বলুক নেতারা ৷ তাঁর কথায়, বিশ্লেষণ সব সময় করা হয় এবং তার জন্য় কোনও ঝগড়া করার দরকার নেই ৷ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে সমালোচনাকারী ব্য়ক্তিরা সবাই রয়েছেন ৷ তাঁরা একসঙ্গে বসে বিবেচনা করবে, কোথায় ভুল হয়েছে? এবং কোথায়, কী কী ভুল শোধরাতে হবে ৷ আর সেটা স্বাভাবিক উপায়ে করা যায় বলে জানান কংগ্রেস এই নেতা ৷ এমনকি কংগ্রেসের তরফে বিহার নির্বাচন সহ অন্য়ান্য় উপনির্বাচনে ভরাডুবির কারণ অনুসন্ধানের কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷

দিল্লি, 22 নভেম্বর : কংগ্রেস দলের মধ্য়ে নেতৃত্ব নিয়ে কোনও সমস্য়া নেই ৷ এমনকি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির প্রতি সর্বাত্মক সমর্থন রয়েছে ৷ যাঁরা অন্ধ নন, তাঁরা সেটা জানেন ৷ এভাবেই কংগ্রেসের জাতীয় স্তরের নেতৃত্ব নিয়ে দলের মধ্য়েই ওঠা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ ৷ কংগ্রেসের মধ্য়ে মতপ্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে বলেও দাবি করেন তিনি ৷ কংগ্রেসের মধ্য়ে সবাই নিজের মতামত জানাতে পারেন ৷ তা সত্ত্বেও বাইরে সংবাদমাধ্য়মের সামনে দল নিয়ে মন্তব্য় করা দুঃখ দেয় বলে আফসোস প্রকাশ করেন সলমন খুরশিদ ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিহার নির্বাচন ও কয়েকটি উপ নির্বাচনে কংগ্রেসের খারপ ফলের পর, সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল কপিল সিবল সহ বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা ৷

কপিল সিবল সহ অন্য়ান্য়দের এমন প্রকাশ্য় সমালোচনা যে কংগ্রেসের অন্দরে ঝড় তুলে দিয়েছে, তাই এদিন কার্যত শান্ত করার চেষ্টা করলেন সোনিয়া গান্ধির ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত সলমন খুরশিদ ৷ প্রায় এক বছর ধরে সোনিয়া অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন কংগ্রেসে ৷ যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন কপিল সিবল ৷ তার জবাবে এদিন পাল্টা খুরশিদ প্রশ্ন করেন, কে ঠিক করবে এক বছর ধরে অন্তর্বর্তীকালীন সভাপতি থাকা অনেকটা সময়? এরপরেই তিনি যোগ করেন, কংগ্রেসের সভাপতি নির্বাচন করতে যদি লম্বা সময় লেগেও থাকে, তবে তার পিছনে অবশ্য়ই একটা ভালো উদ্দেশ্য় রয়েছে ৷

এ দিন সাংবাদিকদের উদ্দেশ্য়ে তিনি বলেন, কংগ্রেস নেতৃত্ব তাঁর কথা শোনেন ৷ তাই তাঁকে সুযোগ দেওয়া হয়েছে ৷ তেমনই যাঁরা সংবাদমাধ্য়মে কথা বলছেন, তাঁদেরও সুযোগ দেওয়া হয়েছে ৷ এরপরেই তিনি প্রশ্ন করেন, কোথা থেকে এসব কথা আসছে, যে কংগ্রেস নেতৃত্ব কারোর কথা শোনে না ৷ বিহার নির্বাচনে কংগ্রেসের খারাপ ফল নিয়ে কপিল সিবল ও পি চিদম্বরম সম্প্রতি সমালোচনার ঝড় তুলেছেন ৷ যা নিয়ে খুরশিদ বলেন, তিনি মানছেন যা কথা হচ্ছে তা সত্য়ি ৷ তবে, তাঁর প্রশ্ন, এই খারাপ ফলাফল শুধরোতে কী করণীয়, তা সংবাদমাধ্য়ম বা গোটা দুনিয়ার কাছে কেন বলা হচ্ছে ? তাঁর স্পষ্ট বার্তা, কংগ্রেসের এই ভরাডুবি নিয়ে কোনও বক্তব্য় থাকলে, তা শীর্ষনেতৃত্বের কাছে এসে বলুক নেতারা ৷ তাঁর কথায়, বিশ্লেষণ সব সময় করা হয় এবং তার জন্য় কোনও ঝগড়া করার দরকার নেই ৷ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে সমালোচনাকারী ব্য়ক্তিরা সবাই রয়েছেন ৷ তাঁরা একসঙ্গে বসে বিবেচনা করবে, কোথায় ভুল হয়েছে? এবং কোথায়, কী কী ভুল শোধরাতে হবে ৷ আর সেটা স্বাভাবিক উপায়ে করা যায় বলে জানান কংগ্রেস এই নেতা ৷ এমনকি কংগ্রেসের তরফে বিহার নির্বাচন সহ অন্য়ান্য় উপনির্বাচনে ভরাডুবির কারণ অনুসন্ধানের কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.