ETV Bharat / bharat

Russia-Ukraine Conflict : কিভে আটকে নেই কোনও ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক

author img

By

Published : Mar 2, 2022, 7:28 AM IST

বুধবার ভোরে রোমানিয়ার উদ্দেশ্যে উড়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনার বিমান সি-17 এয়ারক্রাফ্ট (C-17 Aircraft leaves ror Romania) ৷

indian students in Ukraine
কিয়েভে আটকে নেই কোনও ভারতীয়

নয়াদিল্লি, 2 মার্চ : ইউক্রেনের রাজধানী কিভে আটকে নেই আর কোনও ভারতীয় ৷ এমনটাই দাবি, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার ৷

রুশ সেনার লাগাতার হামলায় কিভ বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত ৷ সময় যত যাচ্ছে ইউক্রেনের রাজধানী দখলে ততই মরিয়া হয়ে উঠেছে ভ্লাদিমির পুতিনের সেনা বাহিনী ৷ শুরু হয়েছে পর পর ক্ষেপণাস্ত্র হামলা ৷ কিভে যাতে কোনও সাধারণ বাসিন্দা আর না থাকেন তা নিয়ে মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া ৷ ভারতও নির্দেশিকা জারি করে বলেছিল, মঙ্গলবারের মধ্যেই যেন কিভ ছেড়ে দেন ভারতীয় পড়ুয়ারা ৷ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা মঙ্গলবার জানিয়েছেন, খারকিভ-সহ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য 'সেভ প্যাসেজ' তৈরি করে দেওয়ার অনুরোধ করা হয়েছে রাশিয়া ও ইউক্রেনকে ৷ রুশ মিসাইল হানায় মঙ্গলবার খারকিভে প্রাণ হারিয়েছেন ভারতীয় পড়ুয়া নবীন শেখারাপ্পা জ্ঞানগৌদার ৷

আরও পড়ুন : : কিভের টিভি টাওয়ার ধ্বংস করল রাশিয়া, খারকিভের বহুতলে এয়ারস্ট্রাইকে মৃত 8 ইউক্রেন নাগরিক

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে গতি বাড়ছে "অপারেশন গঙ্গা"র (Operation Ganga to evacuate indian citizens from Ukraine) ৷ আগামী 3 দিনে 26টি বিমান ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিগোর বিমানকেও এই উদ্ধারকার্যে নামানো হয়েছে ৷ বুধবার এই উদ্ধারকার্যে যোগ দিল ভারতীয় বায়ু সেনার সি-17 এয়ারক্রাফ্ট ৷ এদিন ভোরেই সেটি রোমানিয়ার উদ্দেশে উড়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই রোমানিয়া পৌঁছে গিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া ৷ তাঁকে রোমানিয়ে ও মলডোভা সীমান্ত থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজে তদারকির দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মলডোভা সীমান্তও ভারতীয়দের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ধিয়া ৷

নয়াদিল্লি, 2 মার্চ : ইউক্রেনের রাজধানী কিভে আটকে নেই আর কোনও ভারতীয় ৷ এমনটাই দাবি, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার ৷

রুশ সেনার লাগাতার হামলায় কিভ বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত ৷ সময় যত যাচ্ছে ইউক্রেনের রাজধানী দখলে ততই মরিয়া হয়ে উঠেছে ভ্লাদিমির পুতিনের সেনা বাহিনী ৷ শুরু হয়েছে পর পর ক্ষেপণাস্ত্র হামলা ৷ কিভে যাতে কোনও সাধারণ বাসিন্দা আর না থাকেন তা নিয়ে মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া ৷ ভারতও নির্দেশিকা জারি করে বলেছিল, মঙ্গলবারের মধ্যেই যেন কিভ ছেড়ে দেন ভারতীয় পড়ুয়ারা ৷ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা মঙ্গলবার জানিয়েছেন, খারকিভ-সহ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য 'সেভ প্যাসেজ' তৈরি করে দেওয়ার অনুরোধ করা হয়েছে রাশিয়া ও ইউক্রেনকে ৷ রুশ মিসাইল হানায় মঙ্গলবার খারকিভে প্রাণ হারিয়েছেন ভারতীয় পড়ুয়া নবীন শেখারাপ্পা জ্ঞানগৌদার ৷

আরও পড়ুন : : কিভের টিভি টাওয়ার ধ্বংস করল রাশিয়া, খারকিভের বহুতলে এয়ারস্ট্রাইকে মৃত 8 ইউক্রেন নাগরিক

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে গতি বাড়ছে "অপারেশন গঙ্গা"র (Operation Ganga to evacuate indian citizens from Ukraine) ৷ আগামী 3 দিনে 26টি বিমান ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিগোর বিমানকেও এই উদ্ধারকার্যে নামানো হয়েছে ৷ বুধবার এই উদ্ধারকার্যে যোগ দিল ভারতীয় বায়ু সেনার সি-17 এয়ারক্রাফ্ট ৷ এদিন ভোরেই সেটি রোমানিয়ার উদ্দেশে উড়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই রোমানিয়া পৌঁছে গিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া ৷ তাঁকে রোমানিয়ে ও মলডোভা সীমান্ত থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজে তদারকির দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মলডোভা সীমান্তও ভারতীয়দের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ধিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.