নয়াদিল্লি, 2 মার্চ : ইউক্রেনের রাজধানী কিভে আটকে নেই আর কোনও ভারতীয় ৷ এমনটাই দাবি, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার ৷
রুশ সেনার লাগাতার হামলায় কিভ বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত ৷ সময় যত যাচ্ছে ইউক্রেনের রাজধানী দখলে ততই মরিয়া হয়ে উঠেছে ভ্লাদিমির পুতিনের সেনা বাহিনী ৷ শুরু হয়েছে পর পর ক্ষেপণাস্ত্র হামলা ৷ কিভে যাতে কোনও সাধারণ বাসিন্দা আর না থাকেন তা নিয়ে মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া ৷ ভারতও নির্দেশিকা জারি করে বলেছিল, মঙ্গলবারের মধ্যেই যেন কিভ ছেড়ে দেন ভারতীয় পড়ুয়ারা ৷ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা মঙ্গলবার জানিয়েছেন, খারকিভ-সহ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য 'সেভ প্যাসেজ' তৈরি করে দেওয়ার অনুরোধ করা হয়েছে রাশিয়া ও ইউক্রেনকে ৷ রুশ মিসাইল হানায় মঙ্গলবার খারকিভে প্রাণ হারিয়েছেন ভারতীয় পড়ুয়া নবীন শেখারাপ্পা জ্ঞানগৌদার ৷
আরও পড়ুন : : কিভের টিভি টাওয়ার ধ্বংস করল রাশিয়া, খারকিভের বহুতলে এয়ারস্ট্রাইকে মৃত 8 ইউক্রেন নাগরিক
-
"Moldova’s borders opened for incoming Indian students. Proper shelter and food arrangements will be made. Talks are on to make arrangements for their journey to Bucharest for onward flight to India," tweets Union Minister for Civil Aviation Jyotiraditya Scindia#OperationGanga pic.twitter.com/tkb4SPMYXb
— ANI (@ANI) March 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">"Moldova’s borders opened for incoming Indian students. Proper shelter and food arrangements will be made. Talks are on to make arrangements for their journey to Bucharest for onward flight to India," tweets Union Minister for Civil Aviation Jyotiraditya Scindia#OperationGanga pic.twitter.com/tkb4SPMYXb
— ANI (@ANI) March 1, 2022"Moldova’s borders opened for incoming Indian students. Proper shelter and food arrangements will be made. Talks are on to make arrangements for their journey to Bucharest for onward flight to India," tweets Union Minister for Civil Aviation Jyotiraditya Scindia#OperationGanga pic.twitter.com/tkb4SPMYXb
— ANI (@ANI) March 1, 2022
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে গতি বাড়ছে "অপারেশন গঙ্গা"র (Operation Ganga to evacuate indian citizens from Ukraine) ৷ আগামী 3 দিনে 26টি বিমান ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এয়ার ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিগোর বিমানকেও এই উদ্ধারকার্যে নামানো হয়েছে ৷ বুধবার এই উদ্ধারকার্যে যোগ দিল ভারতীয় বায়ু সেনার সি-17 এয়ারক্রাফ্ট ৷ এদিন ভোরেই সেটি রোমানিয়ার উদ্দেশে উড়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই রোমানিয়া পৌঁছে গিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া ৷ তাঁকে রোমানিয়ে ও মলডোভা সীমান্ত থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজে তদারকির দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মলডোভা সীমান্তও ভারতীয়দের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ধিয়া ৷