পটনা, 15 জানুয়ারি : রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি হচ্ছে, সাংবাদিকদের কাছে এই প্রশ্ন শুনে মেজাজ হারালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ শুক্রবার ঘটনাটি ঘটে পটনায়৷ সেখানে একটি অনুষ্ঠানের উদ্বোধনে হাজির হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী৷
পটনায় ইন্ডিগোর এয়ারপোর্ট ম্যানেজারকে খুন করার অভিযোগ উঠেছে৷ যা নিয়ে ওই রাজ্যে হইচই শুরু হয়েছে৷ নীতিশের বিরোধীদের অভিযোগ যে ওই রাজ্য়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার জন্যই এই ধরনের খুনের ঘটনা ঘটছে৷ এদিন সেই প্রশ্নই নীতীশের সামনে করা হয়েছিল৷ কিন্তু উত্তর দেওয়ার বদলে তিনি পালটা প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকদের উদ্দেশ্যে৷ তিনি জানতে চান যে ওই সাংবাদিক কি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন?
আরও পড়ুন : কৃষকদের শেষ করে দিতেই মোদি সরকারের কৃষি আইন, আক্রমণ রাহুলের
তাঁর বক্তব্য, 2005 সালের আগে যখন বিহারে হামেশাই অপরাধের ঘটনা ঘটত, তখন কেন এই ধরনের প্রশ্ন তোলা হয়নি? সংবাদমাধ্যমের এই ধরনের প্রশ্ন পুলিশের মনোবল ভেঙে দেয় বলে তিনি এদিন মন্তব্য করেছেন৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, এসব বলে নীতীশ আসলে আরজেডি-কেই আক্রমণ করলেন৷