মুম্বই, 4 ফেব্রুয়ারি: আদানি গোষ্ঠীর শেয়ার পতন নিয়ে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman comments on Adani Group) ৷ আর মুখ খুলেই এ নিয়ে দেশবাসীকে কার্যত আশ্বস্ত করার চেষ্টা করলেন তিনি ৷ দিলেন ভয় বা আশঙ্কা না করার বার্তা ৷
কী বললেন অর্থমন্ত্রী ?
শনিবার নির্মলা সীতারমন দাবি করেন, আদানি গোষ্ঠী যে 20 হাজার কোটি টাকার এফপিও বা ফলো অন পাবলিক অফার্স (Follow on Public Offers) প্রত্যাহার (Adani Group FPO Withdrawn) করে নিয়েছে, তার জেরে ভারতের অর্থনীতিতে বিরাট কোনও নেতিবাচক প্রভাব পড়বে না ৷ নিজের বক্তব্যের স্বপক্ষে যুৎসই যুক্তিও খাড়া করেছেন নির্মলা ৷ তিনি জানিয়েছেন, এবারের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023) পেশ করার পর গত দুই দিনেই 'ফরেন এক্সচেঞ্জ মার্কেট'-এর মাধ্যমে 800 (আটশো) কোটি মার্কিন ডলার ভারতের ভাঁড়ারে এসেছে ৷ অতএব, আদানি গোষ্ঠীর শেয়ার পতন নিয়ে অতিরিক্ত শঙ্কার কারণ নেই বলেই মনে করছেন নির্মলা ৷
এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ তার জবাবে নির্মলা বলেন, "আমাদের ম্যাক্রো অর্থনৈতিক মৌলিকগুলি অথবা আমাদের অর্থনীতির ভাবমূর্তি, কোনওটাই প্রভাবিত হয়নি ৷ হ্যাঁ, এফপিওগুলি আসছে, এবং এফআইআইগুলি চলে যাচ্ছে ৷"
আরও পড়ুন: চাপে আদানি গোষ্ঠী, আরও পড়ল শেয়ারের দাম
এরপরই সাংবাদিকদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, আদানি গোষ্ঠীর বিষয়টি নিয়ে যা কিছু পদক্ষেপ করার, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট অর্থনৈতিক নিয়ামক সংস্থাগুলি ৷ এই ঘটনার জেরে ভারতের বাজারে যাতে কোনও অস্থিতরতা না তৈরি হয়, তা নিশ্চিত করতে 'সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া' (Securities and Exchange Board of India) অর্থাৎ সেবি (SEBI) সমস্তটা দেখছে বলেও জানিয়েছেন নির্মলা ৷
উল্লেখ্য, বিভিন্ন শেয়ার সূচকে আদানি গোষ্ঠীর একাধিক সংস্থার দরে লাগাতার পতন এবং তারপরই তাদের এফপিও প্রত্য়াহারের সিদ্ধান্তে বড়সড় ধাক্কা লেগেছে বাজারে ৷ বিশেষজ্ঞরা অন্তত তেমনটাই মনে করছেন ৷ তাঁদের বক্তব্য, যে হারে আদানি গোষ্ঠীর শেয়ারের দামে পতন হচ্ছে, তার জেরে আর কোনও ঝুঁকি নিতে রাজি নন সাধারণ বিনিয়োগকারীরা ৷ তাই আদানি গোষ্ঠীর শেয়ার বিক্রির হিড়িক পড়ে গিয়েছে ৷
এই প্রেক্ষাপটে কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল, এত ঘটনা ঘটে যাওয়ার পরও কেন সেবি মুখে তালা আটকে রয়েছে ? বিশেষজ্ঞরাও সেবির পদক্ষেপ করার পক্ষেই সুর চড়াচ্ছেন ৷ একইসঙ্গে তাঁদের বক্তব্য, এই অবস্থায় কেন্দ্রীয় সরকারকেও সামনে আসতে হবে ৷ বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয়, তা নিশ্চিত করতে সরকারের তরফ থেকে আমজনতাকে আশ্বস্ত করতে হবে ৷