ETV Bharat / bharat

Union Budget 2023: মন্ত্রীদের বেতন-বিদেশ সফরের জন্য বাজেটে কত বরাদ্দ করলেন অর্থমন্ত্রী, জেনে নিন - নির্মলা সীতারমন

কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন খরচ (Union Cabinet Expenditure) চালানোর জন্য আলাদা করে বাজেট বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ এবারের বাজেটে (Union Budget 2023) সেই পরিমাণটা ঠিক কত ?

Nirmala Sitharaman allocates more than Rs 1258 crore for Union Cabinet Expenditure
বাজেট পেশের আগে
author img

By

Published : Feb 1, 2023, 6:33 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: একটি আস্ত মন্ত্রিসভা চালাতে খরচ কম হয় না ! মন্ত্রীদের বেতন, তাঁদের জাতীয় ও আন্তর্জাতিকস্তরের বিভিন্ন ভ্রমণ কর্মসূচি প্রভৃতির জন্য অনেক অনেক টাকা লাগে ৷ 2023-24 আর্থিক বছরের জন্য ঘোষিত বাজেটে (Union Budget 2023) শুধুমাত্র এই খাতেই (Union Cabinet Expenditure) 1 হাজার 258.68 কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷

আগামী একবছর প্রধানমন্ত্রীর দফতর, জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়, প্রধান বিজ্ঞান উপদেষ্টা এবং প্রাক্তন রাজ্যপালদের সচিবালয় সংক্রান্ত সহযোগিতার জন্য যা কিছু খরচ করা হবে, তা এই নির্দিষ্ট পরিমাণ অর্থ থেকেই করতে হবে ৷ প্রসঙ্গত, এই খাতে শুধুমাত্র মন্ত্রি পরিষদের খরচের জন্যই 832.81 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ সংশ্লিষ্ট খাতে বরাদ্দ টাকা দিয়েই প্রাক্তন প্রধানমন্ত্রীদের বিভিন্ন খরচ সামাল দেওয়া হবে ৷ ভিভিআইপিদের অতিরিক্ত উড়ান পরিষেবা দেওয়ার জন্যও আলাদা করে অর্থ বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে ৷

আরও পড়ুন: ঘরোয়া উড়ানের ভোল বদলাতে নির্মলার দাওয়াই 50 বিমানবন্দর, হেলিপ্যাড ও এয়ারোড্রোম

জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে 185. 7 কোটি টাকা ৷ এই টাকা দিয়ে বিভিন্ন ধরনের প্রশাসনিক খরচ করতে পারবে তারা ৷ প্রধান বিজ্ঞান উপদেষ্টার দফতর খরচ করতে পারবে 96.93 কোটি টাকা ৷ জাতীয় গবেষণা ফাউন্ডেশনের দফতরের খরচও এর মধ্যে ধরা রয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবালয়ের ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছে 71.91 কোটি টাকা ৷

প্রধানমন্ত্রীর দফতরের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে 62.65 কোটি টাকা ৷ এছাড়াও, অতিথি আপ্যায়ন এবং বিনোদন খাতে বরাদ্দ রাখা হয়েছে 6.88 কোটি টাকা ৷ দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে যাঁরা সরকারের অতিথি হিসাবে আসেন, তাঁদের অভ্যর্থনা জানানোর জন্য এই টাকা খরচ করা হবে ৷ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই খরচের জন্যও আলাদা করে টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর পাশাপাশি, প্রাক্তন রাজ্যপালদের সচিবালয় সংক্রান্ত সহযোগিতা ও পরিষেবা প্রদানের জন্য 1.8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: একটি আস্ত মন্ত্রিসভা চালাতে খরচ কম হয় না ! মন্ত্রীদের বেতন, তাঁদের জাতীয় ও আন্তর্জাতিকস্তরের বিভিন্ন ভ্রমণ কর্মসূচি প্রভৃতির জন্য অনেক অনেক টাকা লাগে ৷ 2023-24 আর্থিক বছরের জন্য ঘোষিত বাজেটে (Union Budget 2023) শুধুমাত্র এই খাতেই (Union Cabinet Expenditure) 1 হাজার 258.68 কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷

আগামী একবছর প্রধানমন্ত্রীর দফতর, জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়, প্রধান বিজ্ঞান উপদেষ্টা এবং প্রাক্তন রাজ্যপালদের সচিবালয় সংক্রান্ত সহযোগিতার জন্য যা কিছু খরচ করা হবে, তা এই নির্দিষ্ট পরিমাণ অর্থ থেকেই করতে হবে ৷ প্রসঙ্গত, এই খাতে শুধুমাত্র মন্ত্রি পরিষদের খরচের জন্যই 832.81 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ সংশ্লিষ্ট খাতে বরাদ্দ টাকা দিয়েই প্রাক্তন প্রধানমন্ত্রীদের বিভিন্ন খরচ সামাল দেওয়া হবে ৷ ভিভিআইপিদের অতিরিক্ত উড়ান পরিষেবা দেওয়ার জন্যও আলাদা করে অর্থ বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে ৷

আরও পড়ুন: ঘরোয়া উড়ানের ভোল বদলাতে নির্মলার দাওয়াই 50 বিমানবন্দর, হেলিপ্যাড ও এয়ারোড্রোম

জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে 185. 7 কোটি টাকা ৷ এই টাকা দিয়ে বিভিন্ন ধরনের প্রশাসনিক খরচ করতে পারবে তারা ৷ প্রধান বিজ্ঞান উপদেষ্টার দফতর খরচ করতে পারবে 96.93 কোটি টাকা ৷ জাতীয় গবেষণা ফাউন্ডেশনের দফতরের খরচও এর মধ্যে ধরা রয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবালয়ের ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছে 71.91 কোটি টাকা ৷

প্রধানমন্ত্রীর দফতরের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে 62.65 কোটি টাকা ৷ এছাড়াও, অতিথি আপ্যায়ন এবং বিনোদন খাতে বরাদ্দ রাখা হয়েছে 6.88 কোটি টাকা ৷ দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে যাঁরা সরকারের অতিথি হিসাবে আসেন, তাঁদের অভ্যর্থনা জানানোর জন্য এই টাকা খরচ করা হবে ৷ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই খরচের জন্যও আলাদা করে টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর পাশাপাশি, প্রাক্তন রাজ্যপালদের সচিবালয় সংক্রান্ত সহযোগিতা ও পরিষেবা প্রদানের জন্য 1.8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.