ETV Bharat / bharat

Oppositions Write to Modi: মণীশ সিসোদিয়ার গ্রেফতারি আগুনে ঘি! সিবিআই-ইডি নিয়ে বিরোধীদের চিঠি মোদিকে - Oppositions Write to Modi

যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেগুলিকে নিশানা করছে মোদি সরকার । এমনই অভিযোগ তুলেছে বিরোধীপক্ষ ৷ আবগারি দুর্নীতিতে সিবিআই হেফাজতে মণীশ সিসোদিয়া ৷ এতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের 9 জন বিরোধী নেতা (Opposition leaders alleges misuse of Central Agencies by Modi Government) ৷

Narendra Modi
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 5, 2023, 1:15 PM IST

Updated : Mar 5, 2023, 6:02 PM IST

নয়াদিল্লি, 5 মার্চ: দেশের অবিজেপি-শাসিত রাজ্যগুলির একের পর এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে এবং তাঁদের গ্রেফতার করছে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 26 ফেব্রুয়ারি আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী (Delhi Deputy Chief Minister Manish Sisodia) মণীশ সিসোদিয়াকে আবগারি দুর্নীতিতে সিবিআই গ্রেফতার করেছে ৷ এই প্রেক্ষিতে রবিবার 9 জন বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীকে জানালেন, দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার হচ্ছে ৷ গণতন্ত্র এখনও আছে জানিয়ে তাঁকে চিঠি লিখলেন বিরোধী শিবিরের তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, আপ-প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে শিবিরের উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Mamata Banerjee and 8 other opposition leaders write over misuse of central agencies against opposition leaders) ৷

চিঠিতে মণীশ শিশোদিয়ার সিবিআই গ্রেফতারিকে ভিত্তিহীন এবং ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো-সহ বাকিরা ৷ জানানো হয়েছে, "দেশে নির্লজ্জের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে ৷ মনে হচ্ছে, আমরা গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের মধ্যে প্রবেশ করছি ৷ এই প্রক্রিয়ার সঙ্গে রাজ্যপালের মতো সাংবিধানিক কার্যালয়ও আছে ৷ নির্বাচনী মাঠের বাইরে এভাবে হিসেবনিকেশ করার তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা ৷ এটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো হচ্ছে না ৷"

  • 9 Opposition Leaders including CM @ArvindKejriwal write to PM Modi‼️

    @msisodia's arrest will be cited worldwide as an example of a political witch-hunt & further confirm what the world was only suspecting- India's democratic values stand threatened under an authoritarian BJP” pic.twitter.com/3ELL5N88UJ

    — AAP (@AamAadmiParty) March 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দিল্লির আবগারি মামলায় সিসোদিয়াকে সিবিআই হেফাজতে পাঠাল আদালত

চিঠিতে আরও লেখা হয়েছে, আপ নেতার গ্রেফতারিতে সারা দেশে ক্ষোভ ছড়িয়েছে ৷ মণীশ সিসোদিয়া দিল্লিতে স্কুলের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছিলেন ৷ সেজন্য তাঁর একটি আন্তর্জাতিক পরিচিতি রয়েছে ৷ তাঁর গ্রেফতারি দুনিয়ায় রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ হিসেবে মনে করা হবে ৷ বিশ্বে ইতিমধ্য়ে এই ধারণা তৈরি হয়েছে যে, বিজেপি শাসনে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ সংকটে ৷ এবার তাতে সিলমোহর পড়বে ৷

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, পশ্চিমবঙ্গ বিধানসভার শুভেন্দু অধিকারী এবং মুকুর রায়ের উদাহরণ তুলে ধরা হয় চিঠিতে ৷ বিরোধী নেতাদের দাবি, বিজেপিতে যোগ দিলে সেই নেতাদের বিরুদ্ধে কোনও তদন্ত হয় না ৷ তাঁরা প্রধানমন্ত্রীকে লেখেন, "2014 সাল থেকে বিরোধী নেতাদের বিরুদ্ধে তল্লাশি থেকে শুরু করে দায়ের হওয়া মামলার সংখ্যা বাড়ছে । বাড়ছে গ্রেফতারিও ৷ আরজেডি-র লালুপ্রসাদ যাদব, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির আজম খান, এনসিপির নবাব মালিক এবং অনিল দেশমুখ, তৃণমূলের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সন্দেহ প্রকাশ করেছে ৷ তারা কেন্দ্রের অঙ্গুলি হেলনেই কাজ করছে ৷"

আরও পড়ুন: মমতার অবর্তমানে অভিষেককে খুঁজে পাওয়া যাবে না, মন্তব্য ত্বহা সিদ্দিকির

নয়াদিল্লি, 5 মার্চ: দেশের অবিজেপি-শাসিত রাজ্যগুলির একের পর এক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে এবং তাঁদের গ্রেফতার করছে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 26 ফেব্রুয়ারি আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী (Delhi Deputy Chief Minister Manish Sisodia) মণীশ সিসোদিয়াকে আবগারি দুর্নীতিতে সিবিআই গ্রেফতার করেছে ৷ এই প্রেক্ষিতে রবিবার 9 জন বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীকে জানালেন, দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার হচ্ছে ৷ গণতন্ত্র এখনও আছে জানিয়ে তাঁকে চিঠি লিখলেন বিরোধী শিবিরের তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, আপ-প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে শিবিরের উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Mamata Banerjee and 8 other opposition leaders write over misuse of central agencies against opposition leaders) ৷

চিঠিতে মণীশ শিশোদিয়ার সিবিআই গ্রেফতারিকে ভিত্তিহীন এবং ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো-সহ বাকিরা ৷ জানানো হয়েছে, "দেশে নির্লজ্জের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে ৷ মনে হচ্ছে, আমরা গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের মধ্যে প্রবেশ করছি ৷ এই প্রক্রিয়ার সঙ্গে রাজ্যপালের মতো সাংবিধানিক কার্যালয়ও আছে ৷ নির্বাচনী মাঠের বাইরে এভাবে হিসেবনিকেশ করার তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা ৷ এটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো হচ্ছে না ৷"

  • 9 Opposition Leaders including CM @ArvindKejriwal write to PM Modi‼️

    @msisodia's arrest will be cited worldwide as an example of a political witch-hunt & further confirm what the world was only suspecting- India's democratic values stand threatened under an authoritarian BJP” pic.twitter.com/3ELL5N88UJ

    — AAP (@AamAadmiParty) March 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দিল্লির আবগারি মামলায় সিসোদিয়াকে সিবিআই হেফাজতে পাঠাল আদালত

চিঠিতে আরও লেখা হয়েছে, আপ নেতার গ্রেফতারিতে সারা দেশে ক্ষোভ ছড়িয়েছে ৷ মণীশ সিসোদিয়া দিল্লিতে স্কুলের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছিলেন ৷ সেজন্য তাঁর একটি আন্তর্জাতিক পরিচিতি রয়েছে ৷ তাঁর গ্রেফতারি দুনিয়ায় রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ হিসেবে মনে করা হবে ৷ বিশ্বে ইতিমধ্য়ে এই ধারণা তৈরি হয়েছে যে, বিজেপি শাসনে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ সংকটে ৷ এবার তাতে সিলমোহর পড়বে ৷

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, পশ্চিমবঙ্গ বিধানসভার শুভেন্দু অধিকারী এবং মুকুর রায়ের উদাহরণ তুলে ধরা হয় চিঠিতে ৷ বিরোধী নেতাদের দাবি, বিজেপিতে যোগ দিলে সেই নেতাদের বিরুদ্ধে কোনও তদন্ত হয় না ৷ তাঁরা প্রধানমন্ত্রীকে লেখেন, "2014 সাল থেকে বিরোধী নেতাদের বিরুদ্ধে তল্লাশি থেকে শুরু করে দায়ের হওয়া মামলার সংখ্যা বাড়ছে । বাড়ছে গ্রেফতারিও ৷ আরজেডি-র লালুপ্রসাদ যাদব, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির আজম খান, এনসিপির নবাব মালিক এবং অনিল দেশমুখ, তৃণমূলের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সন্দেহ প্রকাশ করেছে ৷ তারা কেন্দ্রের অঙ্গুলি হেলনেই কাজ করছে ৷"

আরও পড়ুন: মমতার অবর্তমানে অভিষেককে খুঁজে পাওয়া যাবে না, মন্তব্য ত্বহা সিদ্দিকির

Last Updated : Mar 5, 2023, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.