ETV Bharat / bharat

Vande Bharat Express: ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত, এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তি ও নীলগাইয়ের - বন্দে ভারত এক্সপ্রেস

বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কা খেয়ে নীলগাইটি গিয়ে পড়ল ব্যক্তির উপরে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হল অবসরপ্রাপ্ত রেলকর্মীর ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের দাউসা রেল স্টেশনের কাছে ৷

Nilgai hit by Vande Bharat ETV BHARAT
Nilgai hit by Vande Bharat
author img

By

Published : Apr 19, 2023, 7:20 PM IST

আলওয়ার (রাজস্থান), 19 এপ্রিল: বন্দে ভারত এক্সপ্রেসে দুর্ঘটনা নতুন কোনও ঘটনা নয় ৷ সোমবার নতুন করে হাইস্পিড ট্রেনটির দুর্ঘটনার খবর সামনে এসেছে ৷ এবার অকুস্থল রাজস্থান ৷ উত্তরের রাজ্যে রেললাইনে চলে আসা নীলগাইকে ধাক্কা মারল বন্দে ভারত ৷ আর ট্রেনের ধাক্কা খেয়ে সেই নীলগাইটি আছড়ে পড়ল রেললাইনের পাশাপাশি বসে থাকা এক ব্যক্তির উপর ৷ দুর্ঘটনায় নীলগাইটির পাশাপাশি মৃত্যু হয়েছে ওই ব্যক্তিরও ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের দাউসা রেলস্টেশনের কাছে ৷ মৃত অবসরপ্রাপ্ত রেলকর্মীর নাম শিবদয়াল শর্মা ৷ দুর্ঘটনার সময় বন্দে ভারত এক্সপ্রেসটি সর্বোচ্চ গতিতে চলছিল বলে জানা গিয়েছে ৷ কালীমোরি রেলওয়ে গেটের কাছে ঘটনাটি ঘটে ৷

জানা গিয়েছে, সংঘাতের অভিঘাত এতটাই ছিল যে, নীলগাইটি বেশ কিছুটা দূরে গিয়ে শিবদয়াল শর্মার উপরে পড়ে ৷ বিশালাকার নীলগাই তীব্র গতিতে তাঁর উপরে পড়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি ৷ জানা গিয়েছে, রেল ট্র্যাকের কাছে ঝোপের মধ্যে রাতে শৌচকর্ম করছিলেন তিনি ৷ মৃত শিবদয়াল শর্মার মাথায় গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ নীলগাইটি তাঁর উপরে পড়ার কারণেই ওই রেলকর্মীর মাথায় আঘাত লাগে ৷ জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসটি দিল্লি থেকে ছেড়ে আজমেঢ় যাচ্ছিল ৷ রাজস্থানের আলওয়ার জংশন ছেড়ে বেরোনোর পরেই এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ কালীমোরি রেল ক্রসিংয়ের কাছে নীলগাইটি লাইনের উপরে উঠে আসে ৷ সেই সময় বন্দে ভারত সেখান দিয়ে অতিক্রম করছিল ৷

দুর্ঘটনার পর এক্সপ্রেসটি কিছুদূর গিয়ে দাঁড়িয়ে পড়ে ৷ সেখানে বেশ কিছুক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি ৷ স্থানীয়রাই পুরো বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিবদয়ালের দেহ উদ্ধার করে স্থানীয় রাজীব গান্ধি জেনারেল হাসপাতালে নিয়ে যায় ৷ পরে বন দফতরে খবর দেওয়া হলে, কর্মীরা এসে ঘটনাস্থল থেকে নীলগাইয়ের দেহটিও উদ্ধার করে নিয়ে যায় ৷ এই ঘটনায় পরিবারের তরফে রেলের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হয়েছে ৷ জানা গিয়েছে, শিবদয়াল শর্মা রেলের ইলেকট্রিক বিভাগের অবসরপ্রাপ্ত এক আধিকারিক ছিলেন ৷

আরও পড়ুন: বন্দে ভারতে চড়তে গিয়ে মৃত্যুমুখ থেকে ফিরলেন যাত্রী, দেখুন সিসিটিভি ফুটেজ

ময়নাতদন্তের পর বুধবার পরিবারের হাতে শিবদয়াল শর্মার দেহ তুলে দেওয়া হয়েছে ৷ তাঁর দুই ছেলে বেসরকারি সংস্থার কর্মরত, রয়েছেন স্ত্রীও ৷ পরিবারের তরফে পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.