নয়ডা, 8 এপ্রিল : এবার রাজধানী শহরের গা-ঘেঁষা শহরতলিতেও জারি হল নাইট কার্ফু ৷ উত্তরপ্রদেশের কানপুর, বারাণসী, প্রয়াগরাজ এবং লখনউয়ের পর গৌতম বুদ্ধ নগরেও নাইট কার্ফু জারি করার কথা ঘোষণা করলেন জেলাশাসক সুহাস এলওয়াই ৷ যা জারি থাকবে 17 এপ্রিল পর্যন্ত ৷ জেলা প্রশাসনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এই ক’দিন রোজ রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে গৌতম বুদ্ধ নগরে ৷ কেবলমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা এবং স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় পরিষেবা নাইট কার্ফুর আওতার বাইরে থাকবে ৷
জেলা প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে, বেসরকারি চিকিৎসক, নার্স, প্য়ারামেডিক্য়াল কর্মী-সহ প্রত্য়েকেই এই নাইট কার্ফুর আওতার বাইরে থাকবেন ৷ তবে তাঁদের সকলেরই বৈধ পরিচয়পত্র থাকতে হবে ৷ খোলা থাকবে হাসপাতাল, প্যাথলজিক্য়াল ল্য়াব এবং চিকিৎসকের চেম্বার ৷
গর্ভবতী মহিলা এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে ৷ বৈধ টিকিট থাকলে রাতের সফর করতে পারবেন বাস, ট্রেন ও বিমানযাত্রীরা ৷ অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণে কোনও বাধা থাকবে না ৷ এর জন্য কোনও অনুমতিপত্র বা ই-পাসেরও প্রয়োজন নেই ৷
আরও পড়ুন : টিকার ভাঁড়ার শেষ, মুম্বইয়ে বন্ধ 26টি টিকাকরণ কেন্দ্র
মুদির দোকান, ফল ও সবজির বাজার, দুধ ও দুধের খামারের পরিষেবা, ওষুধের দোকান, ব্য়াঙ্ক, বিমান, এটিএম, প্রিন্ট ও বৈদ্য়ুতিন সংবাদমাধ্যম, ইন্টারনেট পরিষেবা, কেবল টিভির পরিষেবা, টেলিফোন পরিষেবা, পেট্রোল পাম্প, এলপিজি, সিএনজি, পেট্রোলিয়াম, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কেন্দ্র, হিমঘর, বেসরকারি নিরাপত্তা পরিষেবা এই নাইট কার্ফুর আওতার বাইরে থাকবে ৷