নয়াদিল্লি, 9 মার্চ : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বুধবার সকালে কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালায় কোথা থেকে জঙ্গিদের হাতে টাকা আসছে সন্ত্রাসমূলক কাজের জন্য তা জানার জন্য (NIA Raids Multiple Places in Kashmir) ।
সূত্র অনুযায়ী, দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন এনআইএর দল অভিযান চালাচ্ছে কাশ্মীরে ।" ছুট্টাগ্রামের শোপিয়ান, তুর্কওয়ানগান, পাট্টান টাউন, বারামুলা-সহ আরও কিছু জায়গায় অভিযান চালাচ্ছে তারা," এনআইএ তরফ থেকে জানানো হয় ৷ জামিয়ত ইসলামিয়ার প্রাক্তন জেলা সভাপতির বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে । তার বাড়ি পট্টন এলাকার আর্ম মহল্লায়।
আরও পড়ুন : Indians Evacuation From Sumy : 12টি বাসের লম্বা কনভয়ে সুমি ছাড়লেন সকল ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
তদন্তকারী সংস্থা গত ছয় মাস ধরে বেশ কয়েকটি ইনপুট নিয়ে কাজ করছে এবং তারা দেশবিরোধী ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে । এছাড়াও, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছিল এই বিষয়ে । অবশেষে প্রমাণ সংগ্রহের জন্য অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এনআইএ তরফ থেকে এখন পর্যন্ত সরকারীভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি ফলে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করতে হবে ৷