ETV Bharat / bharat

টপ নিউজ @ বিকেল 5 টা - টপ নিউজ @ বিকেল 5 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 5 PM
টপ নিউজ @ বিকেল 5 টা
author img

By

Published : Nov 3, 2021, 5:04 PM IST

1.কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শক প্রবেশে 'না' হাইকোর্টের

কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করার নির্দেশ পুলিশকে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের যেন ভ্যাকসিন এর দু'টি ডোজই সম্পূর্ণ থাকে।

2.কোন বাজি পরিবেশবান্ধব ? কিউআর কোড স্ক্যান করে বুঝবে লালবাজার

কোন বাজি পরিবেশবান্ধব (Green Firecrackers) ? কিউআর কোড (QR Code) স্ক্যান করে তা বুঝবে লালবাজার ৷ বাজির প্যাকেটের গায়ে থাকবে কিউআর কোড ৷

3.আলমপুরে চিপস তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, 20টি ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে

ভয়াবহ অগ্নিকাণ্ড আলমপুরের চিপস তৈরির কারখানায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। হাওড়ার আলমপুর এলাকায় জাতীয় সড়কের উপরে ওই কারখানায় এদিন বিধ্বংসী আগুন লাগে। দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

4.পাল্টেছে সময়, চিনা সামগ্রী বন্ধের পর ঘুরবে কি কুমোরপাড়ার ভাগ্য ?

করোনাকালে বন্ধ হয়েছে চিনা সামগ্রী আমদানি ৷ সেই সুযোগেই এবছর কালীপুজোয় বাড়তি কিছু লাভের আশা করছেন আসানসোলের কুমোরপাড়া ৷ তার জন্য এবছর তাঁরা তৈরি করেছেন অতিরিক্ত মাটির প্রদীপ ৷ যদি বাজার ধরা যায়, সেই আশায় ৷

5.পরিবেশ বান্ধব বাজিতে সম্মতি কলকাতা হাইকোর্টের

পরিবেশ বান্ধব বাজি নিয়ে টানাপোড়েন শেষ হল দীপাবলির ঠিক আগের দিন ৷ কলকাতা হাইকোর্টও এবার পরিবেশ বান্ধব বাজির পক্ষেই রায় দিল ৷

6.300 বছরের পুরনো বারাসতের সিদ্ধেশ্বরী মন্দিরের পুজো

প্রায় 300 বছরের পুরনো বারাসত ব্লক ওয়ান কাশিমপুর সিদ্ধেশ্বরীর পুজো ৷ সাধক পুরাণ গিরি এই দেবীর পুজো শুরু করেন ৷

7.সুভাষগ্রামে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি

সুভাষগ্রাম থেকে সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার (JMB Terrorist Arrested) করল এনআইএ (NIA) ৷ ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

8.ভোটে জিতেই মমতার নামে মদনমোহন বাড়িতে পুজো উদয়নের

বিধানসভার উপনির্বাচনে জিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিলেন দিনহাটার নবনির্বাচিত বিধায়ক উদয়ন গুহ । বুধবার সকালে স্ত্রী শ্বাশ্বতী গুহ-সহ সপরিবারে কোচবিহার মদনমোহন বাড়িতে যান এবং পুজো দেন তিনি । পুজো শেষে তিনি বলেন, গতকালই মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন কোচবিহার মদনমোহন বাড়িতে যেন তাঁর নামে পুজো দেওয়া হয় । তাই আজ পুজো দিতে এসেছি এবং কোচবিহারের মানুষ তথা বাংলার মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে বাংলায় উন্নয়নের কর্মযজ্ঞ আরও এগিয়ে যায়, সে প্রার্থনা নিয়েই পুজো দিয়েছি । মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্থান হবে কি না এই প্রশ্নে দিনহাটার বিধায়ক বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী ৷ এ দিন পুজো দেওয়ার সময় দিনহাটার তৃণমুল বিধায়ক উদয়ন গুহের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতীম রায় ও জেলা তৃণমূল সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ উপস্থিত ছিলেন ।

9.উপনির্বাচনে জয়ী বিধায়কদেরও কি শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল, বাড়ছে জল্পনা

গত ভবানীপুর উপনির্বাচনের পর রাজ্যপাল নিজে মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য জয়ী বিধায়কদের শপথবাক্য পাঠ করিয়েছিলেন । এবারও তাই হবে কি না, তা নিয়েই চলছে জোর জল্পনা ।

10.কেন একের পর এক টুইট-বাণ ? 'বলতেই হল' তথাগতকে

রাজ্য উপনির্বাচনে (Bengal Bypoll) হারের পর বাধ্য হয়েই প্রকাশ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি ৷ টুইটে এমনই দাবি করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)৷

1.কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শক প্রবেশে 'না' হাইকোর্টের

কালীপুজো ও জগদ্ধাত্রী পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করার নির্দেশ পুলিশকে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের যেন ভ্যাকসিন এর দু'টি ডোজই সম্পূর্ণ থাকে।

2.কোন বাজি পরিবেশবান্ধব ? কিউআর কোড স্ক্যান করে বুঝবে লালবাজার

কোন বাজি পরিবেশবান্ধব (Green Firecrackers) ? কিউআর কোড (QR Code) স্ক্যান করে তা বুঝবে লালবাজার ৷ বাজির প্যাকেটের গায়ে থাকবে কিউআর কোড ৷

3.আলমপুরে চিপস তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, 20টি ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে

ভয়াবহ অগ্নিকাণ্ড আলমপুরের চিপস তৈরির কারখানায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। হাওড়ার আলমপুর এলাকায় জাতীয় সড়কের উপরে ওই কারখানায় এদিন বিধ্বংসী আগুন লাগে। দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

4.পাল্টেছে সময়, চিনা সামগ্রী বন্ধের পর ঘুরবে কি কুমোরপাড়ার ভাগ্য ?

করোনাকালে বন্ধ হয়েছে চিনা সামগ্রী আমদানি ৷ সেই সুযোগেই এবছর কালীপুজোয় বাড়তি কিছু লাভের আশা করছেন আসানসোলের কুমোরপাড়া ৷ তার জন্য এবছর তাঁরা তৈরি করেছেন অতিরিক্ত মাটির প্রদীপ ৷ যদি বাজার ধরা যায়, সেই আশায় ৷

5.পরিবেশ বান্ধব বাজিতে সম্মতি কলকাতা হাইকোর্টের

পরিবেশ বান্ধব বাজি নিয়ে টানাপোড়েন শেষ হল দীপাবলির ঠিক আগের দিন ৷ কলকাতা হাইকোর্টও এবার পরিবেশ বান্ধব বাজির পক্ষেই রায় দিল ৷

6.300 বছরের পুরনো বারাসতের সিদ্ধেশ্বরী মন্দিরের পুজো

প্রায় 300 বছরের পুরনো বারাসত ব্লক ওয়ান কাশিমপুর সিদ্ধেশ্বরীর পুজো ৷ সাধক পুরাণ গিরি এই দেবীর পুজো শুরু করেন ৷

7.সুভাষগ্রামে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি

সুভাষগ্রাম থেকে সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার (JMB Terrorist Arrested) করল এনআইএ (NIA) ৷ ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

8.ভোটে জিতেই মমতার নামে মদনমোহন বাড়িতে পুজো উদয়নের

বিধানসভার উপনির্বাচনে জিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিলেন দিনহাটার নবনির্বাচিত বিধায়ক উদয়ন গুহ । বুধবার সকালে স্ত্রী শ্বাশ্বতী গুহ-সহ সপরিবারে কোচবিহার মদনমোহন বাড়িতে যান এবং পুজো দেন তিনি । পুজো শেষে তিনি বলেন, গতকালই মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন কোচবিহার মদনমোহন বাড়িতে যেন তাঁর নামে পুজো দেওয়া হয় । তাই আজ পুজো দিতে এসেছি এবং কোচবিহারের মানুষ তথা বাংলার মানুষ যাতে ভালো থাকে সুস্থ থাকে, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে বাংলায় উন্নয়নের কর্মযজ্ঞ আরও এগিয়ে যায়, সে প্রার্থনা নিয়েই পুজো দিয়েছি । মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্থান হবে কি না এই প্রশ্নে দিনহাটার বিধায়ক বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী ৷ এ দিন পুজো দেওয়ার সময় দিনহাটার তৃণমুল বিধায়ক উদয়ন গুহের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতীম রায় ও জেলা তৃণমূল সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ উপস্থিত ছিলেন ।

9.উপনির্বাচনে জয়ী বিধায়কদেরও কি শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল, বাড়ছে জল্পনা

গত ভবানীপুর উপনির্বাচনের পর রাজ্যপাল নিজে মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য জয়ী বিধায়কদের শপথবাক্য পাঠ করিয়েছিলেন । এবারও তাই হবে কি না, তা নিয়েই চলছে জোর জল্পনা ।

10.কেন একের পর এক টুইট-বাণ ? 'বলতেই হল' তথাগতকে

রাজ্য উপনির্বাচনে (Bengal Bypoll) হারের পর বাধ্য হয়েই প্রকাশ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি ৷ টুইটে এমনই দাবি করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.